নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিং অফ মাইনকা চিপা

আমি মাইঙ্কা চিপার রাজা। মাইঙ্কা চিপায় আসেন, তারপর মজা তের পাইবেন

কিং অফ মাইনকা চিপা › বিস্তারিত পোস্টঃ

চাকরির জন্য সাহায্য চাচ্ছি। কেউ পারলে প্লিজ সাহায্য করবেন।

২৯ শে মে, ২০১৩ দুপুর ১২:১০

ব্লগার ভাই দের দৃষ্টি আকর্ষণ করছি, অনেকেই আছেন এখানে যারা ভাল পোস্টে চাকরি করছেন বা জাদের ভাল লিঙ্ক আছে। আমার একটি চাকরি প্রয়োজন। আমি বিবিএ গ্রেজুয়াশন করেছি এআইইউবি থেকে মার্কেটিং বিভাগে মেজর। বর্তমানে এমবিএ করছি মার্কেটিং মেজর।

আমার একটি চাকরি দরকার। যদি কেউ এই বেপারে একটু সাহায্য করতেন তাহলে খুব উপকার হয়।

আপাতত মোটামুটি একটা জব হলেও চলবে। নিজের খরচ চালিয়ে নিতে পারলেই হত। সাথে অভিজ্ঞতাও হত আর কি। কেউ পারলে প্লিজ সাহায্য করবেন।

মন্তব্য ১৯ টি রেটিং +০/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০১৩ দুপুর ১২:১৮

ত্রিভকাল বলেছেন: আপনি কি জব পোর্টাল গুলোতে যেয়ে চাকুরীর জন্য এপ্ল্যাই করেছেন কোনো কোম্পানীতে ? যদি উত্তর 'না' হয়ে থাকে, তাহলে এপ্ল্যাই করা শুরু করুন। আমি ৮০ ভাগ নিশ্চয়তা দিচ্ছি আপনার চাকুরী পাওয়ার। তবে ২০ ভাগ আপনার উপরে যা নির্ভর করছে আপনার ইন্টার্ভিউ এর উপর।

২৯ শে মে, ২০১৩ বিকাল ৩:২২

কিং অফ মাইনকা চিপা বলেছেন: ধন্নবাদ ভাই।
আমি এর মধ্যেই বিডিজবস এ বিভিন্ন জব এ এপ্পলাই করেছি। তবে সমস্যা হল যে বেসির ভাগ চাকরি তেই ১-৩ বছরের অভিজ্ঞতা চায়। এটাই হল সমস্যা। জাই হোক চেষ্টা করছি।

২| ২৯ শে মে, ২০১৩ দুপুর ১২:৩৪

মাহমুদুর রাহমান বলেছেন: চেষ্টা করেন, একটা বাড়তি পাইলে জানায়েন B-)

২৯ শে মে, ২০১৩ বিকাল ৩:২৪

কিং অফ মাইনকা চিপা বলেছেন: অবশ্যই। এইটা বাংলাদেশ। বেকারের সংখ্যাই বেসি। তবে চেষ্টা তো করতেই হবে। ধন্নবাদ।

৩| ২৯ শে মে, ২০১৩ দুপুর ১:০৮

আেলা আধােরর েখলা বলেছেন: kon batch apnaar?

২৯ শে মে, ২০১৩ বিকাল ৩:২৪

কিং অফ মাইনকা চিপা বলেছেন: ০৭ ব্যাচ। আপনার কত?

৪| ৩০ শে মে, ২০১৩ সকাল ১১:১০

আেলা আধােরর েখলা বলেছেন: ০৯। াপনি granton bangladesh e try koren.

৩০ শে মে, ২০১৩ দুপুর ১:১৩

কিং অফ মাইনকা চিপা বলেছেন: granton bangladesh!!! এদের কাজ করা খুব ই কঠিন। জদিও বেশ নতুন আইডিয়া। আমাদের একটা বর ভাই করে। এখন নাকি মাঝে মাঝে দেশের বাইরেও যায় ট্যুর এ।

৫| ৩০ শে মে, ২০১৩ সকাল ১১:৩০

অর্ফিয়াস বলেছেন: আপনারা জানেন যে আমরা কজন বন্ধু মিলে বৈঠক খানা Click This Link নামে একটি রেষ্টুরেন্ট খুলেছি। আমরা সবাই চাকরীজিবী তাই ফুল টাইম বসা সম্ভব না। তাই ফুল টাইম বসার জন্য একজন ম্যানেজার চাই।

আপাতত বেতন বেশী দিতে পারবোনা। হয়তো মাসে ৫,০০০.০০ টাকা। তবে মাস ছয়েক পরে বাড়ানো হবে। আর রেষ্টুরেন্ট দাড়িয়ে গেলেতো কথাই নেই। নীচের ক্রাইটেরিয়া গুলো থাকলে আর আগ্রহী হলে আবেদন করতে পারেন এই ঠিকানায় : [email protected]

শর্তাবলী :

১. সকাল ১১ টা থেকে রাত ১০ টা পর্যন্ত দোকানে থাকতে হবে।

২. দোকানের সব কেনাকাটা, বিল আদায়, ষ্টাফ পরিচালনা সব একা করতে হবে। সন্ধ্যার পর পরিচালকরা এসে সাহায্য করবেন।

৩. বিএ/বিএসসি/বিকম পাস হতে হবে।

৪. কথা বার্তায় চালু হতে হবে এবং স্পোকেন ইংলিশ এ মোটামুটি হতে হবে।

আমি জানি স্যালারী লেভেল খুবই কম তবু যদি কোন বেকার ভাই থঅকেন যে বছর খানেক এখঅনে থৈকে অভিজ্ঞতা অর্জন করতে চান- যোগাযোগ করতে পারেন।

৩০ শে মে, ২০১৩ দুপুর ১:২৪

কিং অফ মাইনকা চিপা বলেছেন: আপনার অফার টা ভালই। কাজ তার প্রতি আমার আগ্রহ ছিল। এই কাজে ভাল অভজ্ঞতা হত আমার। ভবিষ্যতে হয়ত নিজের একটা খাবারের দকান দিতে পারতাম(এরকম একটা আইডিয়া আমার আছে)।
তবে বেতন টা একটু কম আর আমার বাসা থেকে কাজিপারা যাওয়া- আসা দিয়ে খরচ হয়ে যাবে অনেক। আর তাছাড়া এমবিএ করছি তো তাই সন্ধ্যা ৬ তার পর আর থাকা যাবে না( যদিও প্রতিদিন না)।
এত কম বেতনে আসলে ভাল সৎ লোক পাওওা কঠিন হবে আপনার জন্য। সে বাধ্য হবে চুরি করার জন্য।
আমার মনে হয় বেতন টা ৮০০০ হলে আপাতত আপনি ভাল লোক পাবেন।
আপানার দকানের জন্নে শুভ কামনা রইল।
ধন্নবাদ।

৬| ৩০ শে মে, ২০১৩ দুপুর ২:৩৭

অর্ফিয়াস বলেছেন: আপনার জন্যও শুভকামনা ভাই। ৫ হাজার আপাতত ২ মাস। এরপরই বাড়িয়ে দেবো ইনশাল্লাহ। দোয়া করুন ভাই।

৩০ শে মে, ২০১৩ রাত ১০:১৯

কিং অফ মাইনকা চিপা বলেছেন: অবশ্যই দোয়া করি ভাই।
কারন আপনার প্রতিষ্ঠান এর মত সবার ছোট ছোট প্রতিষ্ঠান গুলো বড় হলেই তো আরও কাজের সুযোগ হবে, বেকারত্ব কমবে।
চালিয়ে জান, সফলতা আসবেই ইনশাআল্লাহ।

৭| ০১ লা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫

রিফাত হোসেন বলেছেন: একটা গাড়ি কিনার ইচ্ছা ছিল । :)

৩-৪ লাখ এ সেকেন্ড হ্যান্ড এর উপযোগী খুজছি ।

আমি ঢাকায় অল্প সময়ের জন্য আসি কিন্তু দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় চলাফেরা করতে পারিনা আর তার উপর মোটা অংকের ভাড়া তো যায়ই !


কিং অফ মাইনকা চিপা বলেছেন: আর নয়ত টয়োটা ৯০ মদেল টা নিতে পারেন। ২/৩ লাখে মনে হয় পেয়ে জাবেন। ৪০০ টাকার গ্যাসে মোট ১০০ কিলো র কাছাকাছি চলবে আবার কম ও চলতে পারে(গাড়ির ইঞ্জিনের কন্ডিশনের এবং রাস্তায় জ্যামের উপর নির্ভর করছে)।

৪ লক্ষটাকায় (ফিটনেস, লাইসেন্স সহ সব কিছু) হয়ে যাবে `? মেইনটেইন্স খরচ টা কি রকম হবে মাসে ?
একটু ভয় পাচ্ছি আর কি । ..

ঢাকাতে পাবলিক ট্রান্সপোর্ট উপযোগী হলে সেটাই ব্যবহার করতাম । :( কিন্তু একে তো পাই না তার উপর যাবে না , ভাড়া বেশী ইত্যাদি । আর সময় তো যায়ই ।

০২ রা জুন, ২০১৩ বিকাল ৩:১৭

কিং অফ মাইনকা চিপা বলেছেন: ভাই আপনার কি মাল্টি নিক? জাই হোক।
আমার চাচার গাড়ি আছে একটা অনেক পুরান মডেল। বর্তমানে পরেই আছে। ওইটার ওভিজ্ঞতা থেকে বলছি পুরান গাড়ি কেনার সময় ভাল করে দেখে না নিলে শেষে অইতা হাতি পালার মত হবে।
সেকেন্ড হ্যান্ড গাড়ি যদি কেনেন গাড়ি কেনার ক্ষেত্রে অবশ্যই খেয়াল করবেন
>গাড়িটা কত সিসি?
>সিএনজি করা আছে কিনা?
>সিএনজি কত দিন আগে এবং কোন কোম্পানি থেকে করা?
>কত লিটারের গ্যাস সিলিন্ডার লাগানো?
>ইঞ্জিনের কন্ডিশন কেমন?
>টায়ার, টিউব, ব্রেক, গিয়ার ইত্যাদি(এক সেট মানে ৪ টি টায়ার কিনতে গেলে কিন্তু প্রায় ২০/৩০ হাজার লাগতে পারে)
এসব ছারাও আরও অনেক কিছু দেখতে হবে।
>আমার চাচার গাড়ির মত বেসি পুরান গাড়ি না কেনাই ভাল। সেক্ষেত্রে আপনার ঝামেলাই বেসি হবে। কারন বর্তমানে ঢাকা সিটিতে ২০ বছরের পুরান গাড়ি চালান যাবে না। কাজেই চালাতে গেলে আপনাকে ফাইন/ঘুস দিতে হতে পারে মাঝে মাঝে।
>গাড়ির কাগজ পত্র(রেজিস্ট্রেশন, ইন্সুরেন্স, ফিটনেস) সব ঠিক আছে কিনা ভাল ভাবে দেখে নিবেন।
>দেখা যায় যে গাড়ি বেচে দিবে বলে মালিকরা আর গাড়ির ইন্সুরেন্স/ফিটনেস নবায়ন করে না। তখন আপনি কেনার পর ই অনেক টাকা গচ্ছা দিতে হতে পারে এসবের জন্য।
>৪ লাখ টাকাতে আমার জানা মতে টয়োটা ৯০/এসই লিমিটেড/এলএক্স লিমিটেড এছাড়াও আরও অনেক ভাল মডেল পাওয়ার কথা। তবে অবশ্যই গাড়ি কন্ডিশনের উপর দাম নির্ভর করছে। কন্ডিশন বেসি ভাল হলে দাম বেসিও হতে পারে, খারাপ হলে আরও কমে পাবেন।
>কেনার সময় অবশ্যই অভিজ্ঞ এবং নির্ভরযোগ্য মেকানিক নিয়ে জাবেন সে গাড়ি চেক করে দেখবে , কারন আপনি আমি তো আর অত বুজব না।
ব্লগে আরও অভজ্ঞ ভাই রা আছেন। তাদের কাছেও আরও ভাল ভাবে জানতে পারেন।
ধন্যবাদ।

০২ রা জুন, ২০১৩ বিকাল ৩:৪০

কিং অফ মাইনকা চিপা বলেছেন: ভাই গাড়ি কিনলেও অল্প/ দ্রুত সময়ে চলাচল করতে পারবেন না।
বরং আরও সময় বেসি লাগবে। দ্রুত চলার জন্য একটাই পথ মোটরসাইকেল। তবে এতাকে যদি নিরাপদ মনে না করেন তাহলে হন্তন ই একমাত্র ভরসা।
তবে মাইন্তেনেন্স করতে পারলে কিনতে পারেন আর কি।

৮| ০১ লা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫

রিফাত হোসেন বলেছেন: একটু বিস্তারিত বলেন,..

০২ রা জুন, ২০১৩ বিকাল ৩:২১

কিং অফ মাইনকা চিপা বলেছেন: সেল বাজার এ ভিজিত করে দেখতে পারেন। অনেক গাড়ি আছে। অন্তত দাম সম্পর্কে আইডিয়া পাবেন।
চেষ্টা করুন শরুম/কার হাট এ না গিয়ে পরিচিত কার কাছ থেকে গাড়ি কেনার। সেক্ষেত্রে কিছুতা ভরসা পাবেন।

৯| ০৪ ঠা জুন, ২০১৩ সকাল ৭:১১

রিফাত হোসেন বলেছেন: ধন্যবাদ । :)

তবে মাল্টি দিয়ে কি বুঝালেন বুঝলাম না । যদি বুঝান যে একাধিক আছে কিনা, তবে বলব হ্যা আছে । একাধিক নিকে ব্লগে ব্লগিং করি কিনা, তাহলে বলব এক সময় করতাম মানে বহু বহু আগের হিস্টোরী :) , বর্তমানে ১ টি নিকেই বন্দোবস্ত আছে ।

গাড়ির মেকানিক থেকে তো আপনাকেই পছন্দ হয়েছে বেশী । :) হাহাহা

কন্ডিশন কি ধরনের হলে ভাল হবে বুঝলাম না ।

হুম মোটর সাইকেল চয়েস এ থাকলেও ইচ্ছা নাই । আর সি এন জি ই যদি ভরসা হয় তাহলে গাড়ি অল্টারনেটিভ এ সমস্যা কই ;) এইটাই আমার যুক্তি ।
বুকে হাত দিয়ে বলতে পারি দাড়িয়ে যাবার মত সময় মত পয়েন্ট টু পয়েন্ট যাতায়াত ব্যবস্থা থাকলে তাই গ্রহন করতাম । সেইটাও পাই না । আর পরিবার নিয়ে চলতে গেলে প্রহসন তো আছে, গরমের কথা বাদই দিলাম ।

আমি কায়িক পরিশ্রমকে প্রাধান্য দেই, বুঝতেই পারছেন ।

আদতে আমার গাড়ির প্রতি মোটেই আগ্রহ নাই, থাকলে এতদিন একটি লাইসেন্স থাকত আর সস্তায় মানে ১ লাখেই এইখানে গাড়ি নিতে পারি । কিন্তু ঐ যে বললাম পাবলিক ট্রান্সপোর্ট এইখানে সুলভ আর উন্নত তাই গাড়িকে এড়িয়ে চলি , ক্যাচালটা ঢাকাতেই লাগে ।

১ হাজার টাকা ডেইলী সিএনজি ওয়ালাকে দেওয়ার চেয়ে আমি ৩০ হাজার টাকা দিয়ে মাসের গাড়িটাকেই পছন্দ করব । মাত্র ১ টা মাসেই ব্যবহার করা হবে ।

এইটা নিয়ে ব্লগার জন্য আরও গুছিয়ে পোষ্ট আশা করি আপনার কাছ থেকে :) কবে দিবেন ?

০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৪:১২

কিং অফ মাইনকা চিপা বলেছেন: দুক্ষিত ভাই। আরও এক জনের পোস্ট এ আপনাকে দেখে ভাবলাম ওইটাও আপনার নিক নাকি।

যাই হোক। আপনার মন্তব্য র জবাব-

>কন্ডিশন কি ধরনের হলে ভাল হবে বুঝলাম না ।
-কন্ডিশন বলতে গাড়ির ইঞ্জিন এবং বডি মানে অভারাল কন্ডিশন বলেছি। গাড়ির অবস্থা ভাল হলে দাম বেসি পড়বে আর কি।

>গাড়ির মেকানিক থেকে তো আপনাকেই পছন্দ হয়েছে বেশী ।
- :)

>১ হাজার টাকা ডেইলী সিএনজি ওয়ালাকে দেওয়ার চেয়ে আমি ৩০ হাজার টাকা দিয়ে মাসের গাড়িটাকেই পছন্দ করব ।

-খুব ই ভাল কথা। সামরথ থাকলে আমিও গাড়ি কিনতাম। আসলেই ঢাকা শহরে নিজস্ব পরিবহন বেবস্থা না থাকলে পরিবার নিয়ে বেরনো খুব ই কষ্ট।

>এইটা নিয়ে ব্লগার জন্য আরও গুছিয়ে পোষ্ট আশা করি আপনার কাছ থেকে কবে দিবেন ?

- ভাই আমি এখনো ওই রকমের ব্লগার হতে পারিনি। যেদিন হব সেদিন ইনশাআল্লাহ পোস্ট দেব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.