![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাজেটের পর; দেখা যাচ্ছে, “এক পিস সিগারেটের দাম” আর “এক পিস কলার দাম” একই
আজকের বাজারে, দুটোর দামই হলোঃ ৯ টাকা
আসুন দেখি, advantages of কলা over সিগারেট:
- দোকানে, একটা খুচরা সিগারেট কিনতে চাইলে বিক্রেতা আপনাকে তার প্যাকেট থেকে খুলে, তার হাত দিয়েই নেড়েচেড়ে একটা সিগারেট আপনাকে দিবে... ওদিকে, কলা চাইলে কলা কিন্তু ছিলে আপনার হাতে ধরিয়ে দিবে না। এ দিক দিয়ে কলা স্বাস্থ্যকর
- সিগারেট খেতে গিয়ে মুরুব্বী দেখে ফেললে খবর আছে... কিন্তু ওদিকে, লুকিয়ে লুকিয়ে কলা খাওয়ার জন্য আজ পর্যন্ত ইতিহাসে কেউ মুরুব্বীদের হাতে মার খায়নি
- সিগারেটের কারণে বহুবিধ রোগ হয়... কিন্তু ওদিকে, বেশী কলা খেয়ে হার্ট-এট্যাক করেছে, এমন ইতিহাস মেডিক্যাল সাইন্সে নেই
- সিগারেট একটা ডিপেন্ডেন্ট বস্তু; কারণ এটা খেতে আপনার আরও জিনিসপত্র লাগে যেমন, দিয়াশলাই বা লাইটার ইত্যাদি... কিন্তু ওদিকে কলা পুরাই ইন্ডিপেন্ডেন্ট জিনিস, ইহা খেতে কিছুই লাগে না... (তবে, মাঝে মাঝে পাউরুটি হলে অবশ্য মন্দ হয় না)
- সিগারেটের যে মূল্য দিচ্ছেন সেই অর্থ কিন্তু বিদেশে চলে যাচ্ছে... কিন্তু ওদিকে কলা কিনলে, দেশের টাকা দেশেই থাকছে, অর্থনীতি সচল হচ্ছে; কারণ, আর যাই হোক এই দেশে কলা তো আর আমদানি করতে হয় না
- ৯ টাকা নিয়ে সিগারেটের কিনবেন কিন্তু লক্ষ্য করে দেখবেন সিগারেটের দৈর্ঘ্যের ২০% ই থাকে ফিল্টার, যেটা আপনি খান না, ফেলে দেন; তার মানে ৯ টাকার মধ্যে প্রায় দুই টাকাই ফেলে দিচ্ছেন। কিন্তু কলার ক্ষেত্রে এমনটি হচ্ছে না; পুরো দৈর্ঘ্যের কলার দামই ৯ টাকা, (যারা এই মুহূর্তে কলার ছিলকার দাম নিয়ে ত্যানা পেঁচাবেন বলে ঠিক করছেন তারা, ছাগল ছাড়া আর কিছু না... কারণ একমাত্র ছাগল/ভেড়া/বখড়িরাই কলার ছিলকা নিয়ে চিন্তিত থাকে)
- সিগারেটের দোকানে, বেশীরভাগ সময়েই ৯ টাকা দিয়ে সিগেরেট কিনলে ১ টাকা বিক্রেতার কাছে ভাংতি থাকে না... ফলে আপনাকে অনেকক্ষণ দাড়ায় থাকতে হয়... কিন্তু ওদিকে, কলা কেনার পর যদি ১ টাকা ভাংতি না থাকে, তাহলে ওই দোকান থেকে একটা বড়ই নিয়ে হাঁটা দিতে পারবেন। পুরাই ফলেল জীবন
- যারা এখন অর্থাভাবে বেনসন খেতে পারছেন না, তারা বাধ্য হয়ে দুই টাকা কম দিয়ে গোল্ডলিফ খাওয়া শুরু করবে, কিন্তু এতে লাভ কি?... সেই ক্ষেত্রে সাগর কলা না খেয়ে চাম্পা কলা খান, দুই টাকা কম আছে
"বাজেটের ইঙ্গিত বাস্তবায়ন করুন... বেশী করে কলা খাউন... দেশ ও সাস্থ্যের প্রতি সচেতন হউন... অর্থনীতির চাকা সচল রাখুন"
আরও কিছু “advantages of কলা over সিগারেট” নিয়ে লেখার ইচ্ছে ছিল কিন্তু এই মুহূর্তে টাইপ করতে পারছি না কারণ আমি এখন কলা ছিলায় ব্যস্ত; এটা এমন একটা জিনিস যেটা এক হাতে করা যায় না
...এটাই একটা অসুবিধা বটে
বিদ্রঃ-(ফেবু থেকে এক বন্ধুর কাছ থেকে কপি পেস্ট, তবে মুল উৎস অজানা)
০৭ ই জুন, ২০১৩ রাত ১০:৪১
কিং অফ মাইনকা চিপা বলেছেন: ও তাই। আমি পেয়েছি আমার এক বন্ধুর স্ট্যাটাস থেকে।
কিন্তু পড়ে খুব ভাল লাগল। তাই শেয়ার করলাম।
©somewhere in net ltd.
১|
০৭ ই জুন, ২০১৩ রাত ১০:৩১
মামুন রশিদ বলেছেন: এটা 'আরিফ আর হোসাইন' এর ফেবু স্ট্যাটাস ।