![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
৫২০০-৩২০*৭-৭৪৪০-ইবি-৩৪৫*১১-১১২৩৫
এই বেতনের মানে কেউ একটু ডিটেইলস বলবেন?
বর্তমান বেতন স্কেল কি ৭৪৪০ টাকা নাকি ১১২৩৫ টাকা?
০৫ ই মার্চ, ২০১৪ রাত ১:৫২
কিং অফ মাইনকা চিপা বলেছেন: তার মানে টোটাল বেতন কত আসবে?
২| ০৫ ই মার্চ, ২০১৪ রাত ১:১০
ভোরের সূর্য বলেছেন: ৩৪৫*১১= এটা বাড়ী ভাড়া। মূল বেতন ৫২০০আর বাকিগুলা অন্য ভাতাদি।
৩| ০৫ ই মার্চ, ২০১৪ সকাল ৭:১১
ভোরের সূর্য বলেছেন: টোটাল বেতন তো দেয়াই আছে ১১২৩৫টাকা।
৪| ০৫ ই মার্চ, ২০১৪ সকাল ৮:৩৭
মুহাম্মদ তৌহিদ বলেছেন: মূল বেতন ৫২০০/-, এই স্কেলে ৩২০ টাকা করে ইনক্রিমেন্ট হবে ৭ টি, যা শিক্ষাগত দক্ষতা ও চাকুরীর বয়সের উপর নির্ভর করে। ৭ টি ইনক্রিমেন্ট পাওয়ার পরেও যদি কেউ প্রমোশন না পায়, সেক্ষেত্রে দক্ষতার সীমা অতিক্রম করার জন্য ইবি আকারে ৩৪৫ টাকা হারে বার্ষিক আরো ১১টি ইনক্রিমেন্ট পাবেন। এই স্কেলে সর্বোচ্চ বেসিক দঁড়াবে ১১২৩৫ টাকা।
প্রারম্ভিক পর্যায়ে আপনি বেতন পাবেন নিম্নরূপ:
১। মূল বেতন ৫২০০
২। বাড়ী ভাড় মূল বেতনের ৬০% হারে সর্বনিম্ন ৩৩০০ টাকা ঢাকার জন্য, অন্যান্য মেট্রোপলিটন/ বিভাগীয় শহরে ৫০% হারে সর্বনিম্ন ২৮০০ টাকা, অন্যান্য জেলা শহরে ৪৫% হারে সর্বনিম্ন ২৫০০ টাকা।
৩। চিকিৎসা ভাতা ৭০০ টাকা
৪। অফিস কর্তৃক লাঞ্চ না দিলে টিফিন ভাতা ১৫০ টাকা পাবেন।
৫। পার্বত্য জেলা সমূহে পোষ্টিং হলে মূল বেতনের ৩০% হারে সর্বোচ্ছ ৩০০০ টাকা পাহাড়ী ভাতা পবেন।
৬। গত জুলাই/২০১৪ থেকে কার্যকর ২০% মহার্ঘ ভাতা পাবেন।
এগুলো উল্লেখ করার মত ভাতা। এর বাইরেও অফিস ও পদবী ভেদে কিছু ভাতা থাকতে পারে। তবে পরিমান অতটা বেশী নয়।
আশা করি বুঝতে পারবেন।
০৫ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৩০
কিং অফ মাইনকা চিপা বলেছেন: ধন্নবাদ।
বুঝতে পেরেছি।
প্রারম্ভিক বেতন তো তাহলে বেশ কম।
জাই হক সরকারী চাকরি তো।
এমন ই হবে।
৫| ০৫ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৪০
মি: জন বলেছেন: ২ ও ৩ নং মন্তব্য সঠিক হয়নি।
৪নং টি ১০০% সঠিক।
০৫ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৩০
কিং অফ মাইনকা চিপা বলেছেন: আমারও তাই মনে হচ্ছে।
৬| ০১ লা আগস্ট, ২০১৫ সকাল ৭:৫৯
Md Sultan Mahamud বলেছেন: বিভিন্ন চাকুরির (সরকারী) ক্ষেত্রে ৯ম গ্রেডে বেতন স্কেলঃ
১১০০০-৪৯০ x ৭ -১৪৪৩০ইবি ৫৪০x ১১- ২০৩৭০ এর ব্যখ্যা কি?
** ১১০০০ টাকা হলো জাতীয় বেতন স্কেল-২০০৯ এর নবম গ্রেডের মূল বেতন।
** ৪৯০ টাকা হলো বার্ষিক বেতন বৃদ্ধি (ইনক্রিমেন্ট)।
** ৭ বছর বেতন বৃদ্ধি হবে। তার মানে চাকুরীতে যোগদানের পর মূল বেতন হবে ১১০০০ টাকা, দ্বিতীয় বছরে মূল বেতন হবে ১১৪৯০ টাকা। ৭ বছর পর মূল বেতন দাঁড়াবে ১৪৪৩০ টাকা
** এরপর ইবি অর্থাৎ ইফিসিয়েন্সি বার অতিক্রম করবেন। তখন বার্ষিক ইনক্রিমেন্ট হবে ৪৯০ টাকার পরিবর্তে ৫৪০ টাকা। এই হারে আরো ১১ বছর চলার পর মূল বেতন দাঁড়াবে ২০৩৭০ টাকা।
** এরপর আর বেতন বাড়বে না। প্রমোশন পেয়ে গেলে উচ্চতর গ্রেডে বেতন কার্যকর হবে। বর্তমানে তার সর্বসাকুল্যে বেতন = মূল বেতন + বাড়ি ভাড়া + চিকিৎসা ভাতা। বাড়ী ভাড়া = মূল বেতনের ৫৫% (ঢাকা), ৪০%(জেলা শহর)। চিকিৎসা ভাতা = ৭০০ টাকা।
__________________________________________________________
বর্তমানে তার সর্বসাকুল্যে বেতন = মূল বেতন ( ১১০০০ + ৪৯০ (for Engr & Doctor) + বাড়ি ভাড়া + চিকিৎসা ভাতা + মহার্গভাতা – কল্যান তহবিল (৪০+৫০) ।
বাড়ী ভাড়া = মূল বেতনের ৫৫% (ঢাকা), ৪০%(জেলা শহর), but not less than 4800। চিকিৎসা ভাতা = ৭০০ টাকা। মহার্গভাতা = ২০%
৭| ১০ ই আগস্ট, ২০১৫ রাত ২:৪৩
মন্দ লোক বলেছেন: বিভিন্ন চাকুরির (সরকারী) ক্ষেত্রে ৯ম গ্রেডে বেতন স্কেলঃ
১১০০০-৪৯০ x ৭ -১৪৪৩০ইবি ৫৪০x ১১- ২০৩৭০ এর ব্যখ্যা কি?
** ১১০০০ টাকা হলো জাতীয় বেতন স্কেল-২০০৯ এর নবম গ্রেডের মূল বেতন।
** ৪৯০ টাকা হলো বার্ষিক বেতন বৃদ্ধি (ইনক্রিমেন্ট)।
** ৭ বছর বেতন বৃদ্ধি হবে। তার মানে চাকুরীতে যোগদানের পর মূল বেতন হবে ১১০০০ টাকা, দ্বিতীয় বছরে মূল বেতন হবে ১১৪৯০ টাকা। ৭ বছর পর মূল বেতন দাঁড়াবে ১৪৪৩০ টাকা
** এরপর ইবি অর্থাৎ ইফিসিয়েন্সি বার অতিক্রম করবেন। তখন বার্ষিক ইনক্রিমেন্ট হবে ৪৯০ টাকার পরিবর্তে ৫৪০ টাকা। এই হারে আরো ১১ বছর চলার পর মূল বেতন দাঁড়াবে ২০৩৭০ টাকা।
** এরপর আর বেতন বাড়বে না। প্রমোশন পেয়ে গেলে উচ্চতর গ্রেডে বেতন কার্যকর হবে। বর্তমানে তার সর্বসাকুল্যে বেতন = মূল বেতন + বাড়ি ভাড়া + চিকিৎসা ভাতা। বাড়ী ভাড়া = মূল বেতনের ৫৫% (ঢাকা), ৪০%(জেলা শহর)। চিকিৎসা ভাতা = ৭০০ টাকা।
__________________________________________________________
বর্তমানে তার সর্বসাকুল্যে বেতন = মূল বেতন ( ১১০০০ + ৪৯০ (for Engr & Doctor) + বাড়ি ভাড়া + চিকিৎসা ভাতা + মহার্গভাতা – কল্যান তহবিল (৪০+৫০) ।
বাড়ী ভাড়া = মূল বেতনের ৫৫% (ঢাকা), ৪০%(জেলা শহর), but not less than 4800। চিকিৎসা ভাতা = ৭০০ টাকা। মহার্গভাতা = ২০%
৮| ০২ রা মে, ২০১৭ বিকাল ৫:১৫
মো:রাশেদ JnU বলেছেন: বর্তমানে প্রথম শ্রেণীর ২৩১০০ টাকা স্কেলে টোটাল বেতন কত হয়,কেউ জানলে জানাবেন প্লিজ|আমি জানি ৩৪০০০ এর মত,বাট বের করার সিস্টেমটা জানিনা|
©somewhere in net ltd.
১|
০৫ ই মার্চ, ২০১৪ রাত ১:০৩
ভোরের সূর্য বলেছেন: বেতন স্কেল ৫২০০ টাকা।