নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিং অফ মাইনকা চিপা

আমি মাইঙ্কা চিপার রাজা। মাইঙ্কা চিপায় আসেন, তারপর মজা তের পাইবেন

কিং অফ মাইনকা চিপা › বিস্তারিত পোস্টঃ

টেকি সাহায্য প্রয়োজন

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৬

আমার ল্যাপটপ হল SAMSUNG NP RV413

AMD dual Core

2BG RAM

নেট বুক হওয়ার কারনে স্লো কাজ করে, কন ভাবে এটাতে কি Intel Pentium dual core processor / Pentium quad core লাগান যাবে?

তাহলে একটু ফাস্ট কাজ করত।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:০২

ভিটামিন সি বলেছেন: মনডা লয় পোষ্ট পইড়া পাগল অয়া যাই। আফনে যেডা মনে হরতাছুইন, অই পদ্ধতিতে কাম অইতো না। কারণ এএমডির প্রসেসরের জন্য যে মাদারবোর্ড সেই মাদারবোর্ডে ইন্টেলের প্রসেসর হান্দাইতো না। এই যেমন মুরগির খোয়াড়ে ঘোড়া রাখা যাইত না এমন আরকি। তবে আফনে আরও ২ জিবি র্যাম / রেম (সঠিক বানানডা মনে মনে পইড়া লইন) বাড়াইয়া লইন।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪০

কিং অফ মাইনকা চিপা বলেছেন: আপনেরে ধইন্না।
তাইলে এএমডির ই ভালা প্রসেসর লাগান যাইব নি?
মানে পেন্টিয়াম ডুএল কোরের লাহান এএমডি র মাল?

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:০১

ট্রোল বলেছেন: আমার মনে হয়- আপনার ল্যাপটপের কনফিগ মোটামুটি । র‌্যাম বাড়ালে খুব বেশী লাভ হবেনা । আপনার করনীয় হচ্ছে -

১। ওএস যেন এুটি মুক্ত থাকে নিশ্চিত করা

২।কনফিগ আন-সাপোর্টেড সফট আনইনষ্টল করা । যেমন বড় সাইজের গেম

৩।ইনষ্টল-আনইনষ্টল করার সময় খেয়াল রাখা

৪।বেশী বেশী সফট ইনষ্টল না করা

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৭

কিং অফ মাইনকা চিপা বলেছেন: ধন্যবাদ।
আসলে আমি চাচ্ছিলাম যদি সম্ভব হয় তাহলে প্রসেসর চেঞ্জ করে এটাকে নেটবুক থেকে নোটবুক করতে। এই আর কি

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১৭

নক্‌শী কাঁথার মাঠ বলেছেন: এটা করা সম্ভব না। ডেস্কটপ হলেও আপনাকে মাদারবোর্ড সহ চেন্জ করতে হতো ইন্টেল প্রসেসর লাগাতে হলে।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:২৫

কিং অফ মাইনকা চিপা বলেছেন: ভাই ইনটেল হতে হবে এমন কোন কথা নাই। এএমডির ভাল প্রসেসর হলেও চলবে। যেমন- পেন্টিয়াম ডুএল কোর মানের আর কি। জাস্ট এই মাদারবোর্ডে এএমডির ই অন্য কন প্রসেসর আর কি।

৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৫১

নক্‌শী কাঁথার মাঠ বলেছেন: এটা হয়না কারন প্রসেসর এর স্লট এক রকম না, এএমডির একেক রকম প্রসেসরের জন্যও একেক রকমের স্লট। তারপর চিপসেটের ব্যাপার আছে, সব প্রসেসরের সাথে সব চিপসেট সাপোর্ট করবেনা। আর অনেক সময় মাদারবোর্ডের সাথে প্রসেসর ঝালাই করে লাগানো থাকে, সেক্ষেত্রে প্রসেসর খুলতেও পারবেননা। বাজারে প্রসেসর যা কিনতে পাওয়া যায় সেগুলো ডেস্কটপ এডিশন; ল্যাপটপের জন্য লাগে মোবাইল এডিশন, যেটা আপনি বাজারে পাবেননা। কোন পুরানো ল্যাপটপ থেকে ম্যাচ করে প্রসেসর খুলে লাগাতে পারলে কাজ হলেও হতে পারে, সেটা অন্য ব্যাপার।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১৬

কিং অফ মাইনকা চিপা বলেছেন: ও আচ্ছা বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ।

৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:৪৫

ভিটামিন সি বলেছেন: আমিও নক্সী কাঁথার মাঠ দাদার মতো লিখতে চেয়েছিলাম। কিন্তু চিন্তা করে দেখলাম যে সোজা-সুজি আপনারে বোঝানোর কোন উপায় আছে কিনা। তাই উপরের মজাত্মক মন্তব্য করেছিলুম। মাইন্ড খায়েন না কিন্তু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.