![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আচ্ছা কান্না দিবস বলে কোন দিবস থাকলে কেমন হত?
সেদিন মানুষ পুরনো অসুখের কথা ভেবে কাঁদবে। সমস্যা
হল আয়োজন করে কাঁদা যায় না। যারা কাঁদার তারা প্রতিদিনই তো
কাঁদে। কাঁদবে না কাঁদবে না ভেবেও কাঁদে।
প্রতিটি কান্নাকে আলাদা করা গেলে খুব ভাল হত। তাহলে
কাউকে কাঁদতে দেখলে জিজ্ঞেস করতে হত না; এই!
কী হয়েছে তোমার!
©somewhere in net ltd.