নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ক্ষুব্ধ সবল জনস্রোতে

কবিতা ও যোগাযোগ

তপন বাগচী

ঢাকায় থাকি। জন্ম বাংলাদেশের শ্যামল গ্রামে। শাহবাগে আড্ডা দিই মাঝেমাঝে। কবিতা লিখে আনন্দ পাই। লেখার চেষ্টা করি।

তপন বাগচী › বিস্তারিত পোস্টঃ

চলচ্চিত্রের গান ও মোহাম্মদ মনিরুজ্জামান

০৫ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:১৩

আমি বর্তমানে একটি প্রবন্ধ লিখছি- ‘বাংলা চলচ্চিত্রের গান ও মোহাম্মদ মনিরুজ্জামান’ শিরোনামে। চলচ্চিত্রের গান রয়ে গেছে সকল আলোচক-গবেষকের অনুসন্ধিৎসার বাইরে! আর আমার জানার বাইরে রয়ে গেছে বাংলাদেশের চলচ্চিত্রের গান নিয়ে কারো আলোচনা কিংবা গবেষণার খবর। কারো সহযোগিতা পেলে কৃতজ্ঞতার সঙ্গে তা ব্যবহার করা হবে। কোনো গ্রন্থ কিংবা প্রবন্ধের খবর, কিংবা অন্য কোনো সূত্র-- দয়া করে জানালে বাধিত হই।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:১৯

সেবু মোস্তাফিজ বলেছেন: স্বাগতম দাদা.............

০৫ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:২৪

তপন বাগচী বলেছেন: তথ্য থাকলে দেবেন.

২| ০৫ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:২৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মোহাম্মদ মনিরুজ্জামানের গানের একটা অনেক বড় সংকলন দেখেছিলাম প্রায় ১৫-২০ বছর আগে। অশ্রু দিয়ে লেখা এ গান, তুমি কি দেখেছো কভু, গীতিময় এইদিন- ইত্যাদি তাঁর লেখা গান।

০৫ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:২১

তপন বাগচী বলেছেন: ধন্যবাদ। 'নির্বাচিত গান' নামে বইটি বেরিয়েছিল ২৬ বছর আগে। ওটি আছে। আমি চাচ্ছি গান নিয়ে আলোচনা, ব্যাখ্যা প্রভৃতি। জানা থাকলে আমাকেও একটু জানাবেন।

৩| ০৫ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:৩৪

তমিজ উদ্‌দীন লোদী বলেছেন: খুব ভালো একটি বিষয়ে হাত দিয়েছেন আপনি।এবং উপযুক্ত একটি হাত।কবি মোহাম্মদ মনিরুজ্জামান অসম্ভব শক্তিশালী একজন গীতিকার।চলচ্চিত্রে তো তাঁর অজস্র গান আছে।খুব ভালো লাগলো আপনার এই উদ্যোগের কথা জেনে।
সাফল্য ও ভালোথাকা কামনা করছি।

০৭ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:৪৩

তপন বাগচী বলেছেন: কবি ভাই, পারলে একটু তথ্য দিবেন, প্লিজ! কাজটি সম্পূর্ণ করতে চাই। আপনাদের সহযোগিতা কাম্য!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.