নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেটালিক মোস্তাফিজ

মেটালিক মোস্তাফিজ › বিস্তারিত পোস্টঃ

ডেঙ্গু থেকে সাবধান!!!!

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩২

এখন ডেঙ্গুর মৌসুম চলছে। সবাই একটু সাবধানে থাকবেন। বাংলাদেশে তো সবাই ডাক্তার। জ্বর হলে সবাই রোগীর উপর ডাক্তারি ফলানো শুরু করে। জ্বর বেশি হলে ভলটানিন সাপোজিটরি দিতে কেউ কোন কার্পন্য করে না। এই মৌসুমে জ্বরের জন্য ডাক্তারের পরামর্শ ছাড়া অবশ্যই প্যারাসিটামল ছাড়া অন্য কোন ঔষধ ব্যবহার করবেন না সেটা মুখে খাবার ঔষধ হোক; মলদ্বারে দেয়ার সাপোজিটরি হোক। প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিবেন। আর ডেঙ্গু একবার হলে আবার হতে পারে। ডেঙ্গু ভাইরাসের চারটি সেরোটাইপ আছে। একবার এক সেরোটাইপ দিয়ে হলে আপনি ওই সেরোটাইপের ডেঙ্গুতে আর আক্রান্ত হবেন না; কিন্তু বাকি তিনটা সেরোটাইপ দিয়ে কিন্তু আক্রান্ত হতে পারেন। সুতরাং একবার ডেঙ্গু হয়ে গেছে মনে করে আপনি বেচে গেছেন ভেবে মশার সাথে মিতালী করবেন এইটা বোধকরি ঠিক হবে না। কারন দ্বিতীয়বার আবার ডেঙ্গু হলে আপনার ডেঙ্গুর জটিলতা হবার চান্স বেড়ে যায়। সাধের ফুল গাছ লাগান ভালো কথা; কিন্তু ফুলের টবে মশার আবাদ করতে যাবেন না। পুরাতন পড়ে থাকা চায়ের কাপ, নারকেলের খোসা, টায়ার ইত্যাদি যে কোন জিনিস যেখানে পানি জমে থাকতে পারে তা বাড়ির আশেপাশে থেকে পরিষ্কার করে ফেলুন। ডেঙ্গু বহনকারী মশা সাধারনত দি্নের বেলাতেই কামড়ায়। তবে মানুষ সৃষ্টির সেরা জীব; তারাই সব নিয়ম মেনে চলে না।সেখানে আপনি একটা মশার কাছ থেকে এত নিয়ম কানুন মেনে চলা আশা করতে পারেন না। তাই মশার কামড় থেকে সবসময়ই সাবধান। আর ডেঙ্গুর মশা আর ম্যালেরিয়ার মশার মধ্যে কোন দ্বিপাক্ষিক চুক্তি হয় নাই যে ডেঙ্গুর সিজনে ম্যালেরিয়া হতে পারবে না। সুতরাং শুধু দিনের বেলা না রাতের বেলাও মশার কামড় থেকে সাবধান। ডেঙ্গু একটি সাধারন ভাইরাসজনিত রোগ; তবে সাবধান না হলে এই সাধারন ডেঙ্গু আপনার অসাধারন জীবনটা কেড়ে নিতে পারে।

সুতরাং সবাই সাবধান থাকুন; সুস্থ্য থাকুন।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৮

আহলান বলেছেন: জনসচেতনমুলক পোষ্ট .

২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৯

মোমেরমানুষ৭১ বলেছেন: একবার ডেঙ্গু হয়েছিল। কি কষ্ট...........। আল্লাহ মাফ করুক.....

৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০০

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
কাজের পোস্ট।।

৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫৮

তোমোদাচি বলেছেন: ধন্যবাদ

৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২৫

পূরান পাগল বলেছেন: ধন্যবাদ সতর্ক করার জন্য।

৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

রাইসুল নয়ন বলেছেন:
সুন্দর পোস্ট তবে একটু কষ্ট করে লক্ষ্মণগুলো দিলে ভালো হতো মনে হয়!!

শুভকামনা রইলো।

৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২৩

ৎঁৎঁৎঁ বলেছেন: ডেঙ্গু একটা অভিশাপ! পোস্টে প্লাস!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.