![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইতিহাসের এক পাগলাটে রাজার কাহিনী শোনাই। রাজার পাগলামি সবাই জানে। সবাই এইটা কৌতুহলের দৃষ্টিতেই দেখে। বছর শেষ হয়ে যাচ্ছে। রাজার সভাসদের ভিতর থেকে দায়িত্বরত ব্যক্তিরা নতুন পঞ্জ বর্ষিকা তৈরি করে রাজার কাছে নিয়ে আসলো এবং জানালো কবে নতুন বছর শুরু হবে। রাজার মাথায় পাগলামি ভর করলো।
উনি তাদের বললেন, 'আচ্ছা নতুন বছরটা কয়েক ঘন্টা পিছিয়ে দেয়া যায় না?' সভাসদেরা বিনীতভাবে জানালেন, 'এইটা সম্ভব নয় মহারাজ। গ্রহ নক্ষত্রের গতি বিধি পর্যবেক্ষন করে এইটা তৈরি করা হয়েছে'।
'কিছুই কি করার নাই?' রাজা জিজ্ঞেস করলেন।
'এক চুল এদিক সেদিক হবার সুযোগ নেই মহারাজা'।
'দেখেন কিছু করা যায় নাই। আমি আপনাদের এক লক্ষ স্বর্ণমুদ্রা দিবো।'
সভাসদেরা এর ওর দিকে মুখ চাওয়াচাওয়ি করলো। মনে লোভও জাগলো।
কিছুক্ষন পর কী সব সলাপরামর্শ করে উনারা ফেরত আসলো। বললো মহারাজ অনেক চেষ্টা করে নতুন বছর ১ ঘন্টা পিছিয়ে দেয়া গেছে।
রাজা এইবার উচ্চস্বরে হেসে উঠলেন। 'হা হা হা। ইতিহাস আমার কথা মনে রাখবে আমি টাকা দিয়ে সময় কিনেছিলাম। দুনিয়ার কেউই পারে নাই; আমি পেরেছি।'
আমাদের যুবরাজ তারেক রহমানের সাম্প্রতিক কালের বক্তব্য শুনে আমার সেই খেপাটে রাজার কথা মনে পড়লো। ৪৩ বছর পর সে বক্তব্য দিলো আমাদের প্রথম রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেইখানে এত বছরে কেউ কোনদিন দাবি করে নাই। এমনকি বিএনপি-র ওয়েব সাইটেও জিয়াউর রহমানকে বাংলাদেশের সপ্তম প্রেসিডেন্ট হিসেবে দাবি করা হয়েছে। তারেক রহমানের এই দাবিতে যত না অবাক হইছি তার চেয়ে অবাক হইছি রাজার সেই লোভী ভন্ড সভাসদদের মত একদল লোক এইটা আবার প্রমান করতে উঠেপড়ে লাগছে। যেভাবেই হোক প্রমান করতেই হবে- জিয়াউর রহমান-ই বাংলাদেশের ১ম রাষ্ট্রপতি। কে জানে বক্তব্য শেষ করে তারেক রহমান তার রুমে গিয়ে অট্টহাসি দিয়েছিল নাকি, 'হা হা হা। ইতিহাস আমাকে মনে রাখবে। আমি আমার চাটুকার রাজনীতিবিদ দিয়ে ৪৩ বছর পর দেশের ইতিহাস বদলে দিয়েছি। আফসোস উইকিলিক যদি ফাস না করে সেই হাসির কথা আমরা কোনদিন জানতে পারবো না।
আমার বন্ধু সোহেল নূর এই ব্যাপারে খুব সুন্দর একটা স্ট্যটাস দিয়েছে।
“আই উইল মেইক পলিটিক্স ডিফিকাল্ট ফর পলিটিশিয়ান” ~জিয়াউর রহমান
আই উইল মেইক হিস্টোরি ডিফিকাল্ট ফর হিস্টোরিয়ান-তারেক রহমান
#বাপের ব্যাটা
এখন তারেক রহমানের ভাষন শুনে উৎসাহিত হয়ে যদি তাদের মিত্র দল জামায়াত শিবির দিয়ে ঘোষনা দেয়-
উই উইল মেইক ডেমোক্রেসি ডিফিকাল্ট ফর ডেমোক্রেটিক পিপল' তাহলে ষোল কলা পূর্ণ হবে।
স্যারের আমরা এমনিতেই খুব ডিফিকাল্ট অবস্থায় আছি। আর সিচুয়েশন আর ডিফিকাল্ট কইরেন না। আপনাগো পিলিজ লাগে।
Like · · Share
©somewhere in net ltd.