নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এস. এম. হাসান (তপু)

একটি পৃথিবী ৭০০ কোটি মানুষ, তবুও আমি একা

tapu88

আমি একজন সাধারন মানুষ। আমি পরিবর্তন শীল মানুষ আমি সৃজনশীলতা কে এবং সৃজনশীলতা কাজ করতে ভালোবাসি যারা এই কাজে নিয়োজিত তাদের কে ভালো লাগে। আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী এবং আমার আত্মবিশ্বাস যে আমি এই ছোট থেকে একদিন বড় হব। সবার দোয়া প্রার্থী।

tapu88 › বিস্তারিত পোস্টঃ

পুঁজিবাদীদের হাতে জিম্মি বাংলাদেশের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া, বিশ্বাস না হলে দেখুন

২৬ শে মে, ২০১৩ সকাল ১১:২৬

সত্যিকারের সাংবাদিকদের হাত থেকে বাংলাদেশে ব্যাবসায়ী / শিল্পপতিদের হাতে সর্বোপরি কর্পোরেট হাউজগুলির নিয়ন্ত্রণে মেইনস্ট্রিম মিডিয়ার নিয়ন্ত্রন কিভাবে চলে গেছে বা যাচ্ছে নিচে তার কিছু উদাহরন দেয়া হলো। দু-একটি ব্যাতিক্রমও এখানে আছে। তবে কতদিন থাকবে তাই এখন দেখার বিষয়। তাই স্বাভাবিকভাবে শিল্পপতি/ব্যাবসায়ীদের ব্যাবসায়িক স্বার্থই যে অন্য যেকোন কিছুর চাইতে বেশী গুরুত্ব রাখবে তা আর বলার অপেক্ষা রাখে না। পাঠক / শ্রোতা / দর্শক অথবা দেশের স্বার্থ এখানে গুরুত্বপূর্ণ নয়।



পত্রিকার সম্পাদক বা টিভির বার্তা প্রধান এর সদিচ্ছাও মূখ্য নয় বরং ফাইন্যান্সার এর ইচ্ছাই মূখ্য। যারা এখনও কোন মিডিয়ার নিয়ন্ত্রণ নিতে পারেন নি তাদের চেষ্টা হলো একটা নিজের মিডিয়া প্রতিষ্ঠা । আর তা না হলে পুরোনো মিডিয়াগুলির মাঝ থেকে যেকোন একটির নিয়ন্ত্রণ নেয়া। আর একারনেই প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার নিয়ন্ত্রণ নিয়ে প্রতিনিয়ত নতুন নতুন নাটক পর্দার আড়ালে বা সামনে ঘটে চলেছে ।



বর্তমান অবস্থার কিছু নমুনা নিচে দেয়া হলো :



বসুন্ধরা গ্রুপ: আহমেদ আকবর সোবহান

দৈনিক কালের কন্ঠ

দৈনিক বাংলাদেশ প্রতিদিন

সময় টিভি

The Daily Sun

banglanews24.com







ট্রান্সকম গ্রুপ: লতিফুর রহমান

দৈনিক প্রথম আলো

The Daily Star

ABC Radio





হা-মীম গ্রুপ: এ.কে.আজাদ

দৈনিক সমকাল

Chennel24





র‌্যাংগস গ্রুপ: রউফ চৌধুরী

দৈনিক সকালের খবর





ইউনিক গ্রুপ: নুর আলী। আরও আছে পিএইচপি গ্রুপ

দৈনিক আমাদের সময়





বেক্সিমকো গ্রুপ: সালমান এফ. রহমান

The Daily Independent

Independent TV

bdnews24.com

দৈনিক মুক্তকন্ঠ (অধুনালুপ্ত)







গ্লোব-জনকন্ঠ গ্রুপ: আতিকুল্লাহ খান মাসুদ

দৈনিক জনকন্ঠ







ডেসটিনি গ্রুপ:

দৈনিক ডেসটিনি

দৈনিক অপরাধকন্ঠ

বৈশাখী টিভি







এইসআরসি গ্রুপ: সাইদ হোসেন চৌধুরী

দৈনিক যায়যায়দিন







কর্ণফুলী গ্রুপ: সাবের হোসনে চৌধুরী

দৈনিক ভোরের কাগজ

দৈনিক দিনের শেষে

Desh TV







স্কয়ার গ্রুপ: স্যামসন এইচ. চৌধুরী

মাছরাঙ্গা টিভি

(একটি দৈনিক পত্রিকার কথাও ইদানিং শোনা যাচ্ছে)







বেঙ্গল গ্রুপ:

RTV







দিগন্ত মিডিয়া / জামাতে ইসলামী ঘরানার মীর কাশেম আলী

দিগন্ত টিভি

দৈনিক নয়াদিগন্ত







এটিএন গ্রুপ: মাহফুজুর রহমান

এটিএন বাংলা

এটিএন নিউজ

বিজয় টিভি (চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিনের নামে ইস্যুকৃত লাইসেন্স বর্তমানে এটিএন এর সহায়তায় সম্প্রচারের অপেক্ষায় )

এটিএন স্পোর্টস (নতুন এই চ্যানেল এর কথা ইদানিং শোনা যাচ্ছে)







জেমকন গ্রুপ: কাজী শাহেদ আহমেদ

দৈনিক আজকের কাগজ (অধুনালুপ্ত)







যমুনা গ্রুপ: / নুরুল ইসলাম বাবুল

দৈনিক যুগান্তর







ইত্তেফাক গ্রুপ: আনোয়ার হোসেন মন্জু

দৈনিক ইত্তেফাক

সাপ্তাহিক রোববার

The New Nation







নিটোল গ্রুপ: আবুল মাতলুব আহমেদ

দৈনিক জাগরন (বাজারে আসার পথে)







গাজী গ্রুপ: গাজী গোলাম দস্তগীর

GTV







কামাল আহমেদ মজুমদার

মোহনা টিভি







মোসাদ্দেক আলী ফালু

NTV







ইমপ্রেস গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক : ফরিদুর রেজা সাগর

Chennel-আই





আবদুস সালাম

একুশে টিভি





আহমেদুল কবীর

দৈনিক সংবাদ







এনায়েতুর রহমান বাপ্পী

Chennel 9







মোজাম্মেল বাবু

Chennel ৭১







এ.এস.এম. বাহাউদ্দিন

দৈনিক ইনকিলাব

সাপ্তাহিক পূণিঁমা







শেখ ফজলুল করিম সেলিম

দৈনিক বাংলার বাণী (অধুনালুপ্ত)







ফেরদৌস আহমেদ কোরেশী

দৈনিক দেশবাংলা







কমান্ডার সোপ : মোহাম্মদ জাকারিয়া খান

দৈনিক বাংলাবাজার পত্রিকা







মতিউর রহমান চৌধুরী

দৈনিক মানবজমিন







মাহমুদুর রহমান

দৈনিক আমার দেশ







সুপারস্টার গ্রুপ

barta24.net





টেলিলিংক গ্রুপ

দৈনিক গনকন্ঠ

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে মে, ২০১৩ সকাল ১১:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: পূজিবাদের হাতে মিডিয়া, ব্যবসায়ীদের হাতে রাজনীতি, আন্ডার ওয়ার্ল্ডের হাতে প্রশাসন...

বাহ বেশ ভালতো ভাল না!!!

আমজনতারে সবাই কচলে ভর্ত্তা বানিয়ে আখের গোছােচ্ছ!!!!!!!

সুনীতি এখন যাদুঘরে!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

২| ২৬ শে মে, ২০১৩ সকাল ১১:৫৭

আতা2010 বলেছেন: দালালী না করলে ব্লগ , মিডিয়া চালানো যায় না। সব হারাম খোড় এক ।


বেঈমান

৩| ২৬ শে মে, ২০১৩ দুপুর ১২:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: @আতা2010 ভাই, আমরাই কিন্তু সেই দালাল বেঈমানদের সাইজ করতে পারি। এবং খুব সহজে।

আমরা কিনে পড়ি বলেই না তাদের টিকে থাকা। পকেটে পূজি ঢেলে কয় দিন। কথায় আচে না বসে খেলৈ রাজার ধনও ফুরায়।

আমরা যদি নীতিগত ভাবে এক হতে পারি।
আমরা যদি চাই মিথ্যা জার্নালিজমকে আমরা গ্রহন করবো না।
আমরা যদি চাই তাদের সত্য লেখাতে বাধ্য করবো।
আমরা যদি চাই তাদের গণমানুষের দিকে মূখ ফেরাতে বাধ্য করবো.

আমরাই পারি, পারবো।

পত্রিকা বয়কট করুন। টানা সাতদিন নি কনলে দেখবেন তাদের লুজ মোশন শুরু হয়ে যাবে।
কিন্তু সমস্যা হল আমাদের সংগঠন নেই। আমাদের ঐক্য নেই। আর এই সুযোগটাই তারা গ্রহন করে থাকে।

কিন্তু এই তথ্য প্রযুক্তির যুগে মনে হয় আমরাই খানিকটা এগিয়ে।

কারণ এখন কাগজের পেপার ছাড়াও আমরা তথ্য পাই।
আমরা ব্লগে একটিভ।
আমার মনে হয় যদি এক হয়ে একটা একটা করে টার্গেট নির্ধারন করে আগাই আশা করি সফল হতে পারব।

যেমন আগামী এক সপ্তাহ অমুক পত্রিকা বয়কটে আমরা একমত হই। আমরা আশে পাশে প্রতিবেশিকে আগ্রহী করি। এলাকা ভিত্তিক হকারদের ইন্সপায়াপড করি। পত্রিকা ষ্টলে পরীক্ষামূলক কিনতে আসা মানুষকে উদ্বুদ্ব করি....
মনে হয় এক সপ্তাহ সফল ভাবে তা করতে পারলে ঐ কর্তৃপক্ষ নতুন করে ভাবতে বাধ্য হবে।

এভাবে একের পর এক।

গন মানুষের ঐক্যের কাছে জালিম শাহী আর জুলূম বাজ, স্বার্থপর আর ধান্ধাল, পূজিবাদ আর শক্তিবাদ সবই অসহায়।

আমরা কি জাগব?


৪| ২৬ শে মে, ২০১৩ বিকাল ৩:৪০

আতা2010 বলেছেন: বিদ্রোহী ভৃগু ভাই আমরা চাইলেই কিন্তু সেই দালাল বেঈমানদের সাইজ করতে পারি না। কারণ আমরা দুর্বল , হতভাগা । আমরা টাকার গোলাম। আমরা ওদের টাকায় চলি । ওরা আমাদের টাকায় চলেনা । ওদের টীভী তে আমরা নিজেদের ছবি দেখাতে লাফ মারি ।



নীতি কথা ব্লগেই মানায় , বাস্তবে না।

৫| ২৬ শে মে, ২০১৩ বিকাল ৩:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: আতা2010 আপনি যা বলেছেন তা ঠিকাছে কথীত সুশীল শ্রেণী এবং সদ্য জাতে উঠতে চাওয়া মাছ বেইচা সদ্য পয়সা ওয়াল হওয়া লোকদের ক্ষেত্রে।

খান বাংলা যাদাের বলে জাউলা বা কুলু থেকে নয়া চৌধূরী হতে চাওয়া শ্রেণীরা।।

কিন্তু ব্লগের বা ভার্চায়ুল নীতি কথা না। ভাবুন। যেই সার্কুলেশন প্রিন্ট মিডিয়ার প্রাণ সেই প্রাণ ভোমরা কিন্তু আপনি নিজেই। আপনি পাঠক। আপনি ক্রেতা। আপনিউ প্রাণ ভোমরা।
দৈনিক ১ বা ৫ লাখ সার্কুলেশনেই তার ঘানি চলে।

আমি ঠিক সেই গল্পের দৈতের মতো বধরে কথা ভাবছি- দৈতকে যেমন শারিরিক বাবে কেউ হারাতে পারেনা। কোন অস্ত্রই কাজে আসে না- আপনি যা বল্লেন তা সেই পর্যন্ত ঠিকাছে্।

আমি বলছি চলুন সেই কৌটায় লুকানো প্রাণ ভোমরার কাছে। আপনার পাঠকতার কাছে, আপনার কেনার মানসিকতার কাছে। ১, ২ করে যদি...হাজার, লাখ হয়...সবাই যদি শুধূ প্রতীকি ১ বা ২ দিন কেনা বাদ দেন...
হলপ করে বলতে পারি পত্রিকার টনক নড়বেই।

এখানেই এককে আমরা যেমন ক্ষুদ্র, সম্মিলিত শক্তিতে আমরা অসীম!!! নয় কি?

৬| ২৬ শে মে, ২০১৩ বিকাল ৪:২৫

tapu88 বলেছেন: বিদ্রোহী ভৃগু
আপনার সাথে আমি একমত পোষন করি।

৭| ২৬ শে মে, ২০১৩ বিকাল ৪:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: একমতের জন্য ধন্যবাদ লেখক।

৮| ২৬ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:০৮

অস্তিত্বহীন বলেছেন: বসুন্ধরা গ্রুপ: আহমেদ আকবর সোবহান
দৈনিক কালের কন্ঠ
দৈনিক বাংলাদেশ প্রতিদিন
সময় টিভি
The Daily Sun
banglanews24.com

সিটি গ্রুপ: সময় টিভি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.