নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এস. এম. হাসান (তপু)

একটি পৃথিবী ৭০০ কোটি মানুষ, তবুও আমি একা

tapu88

আমি একজন সাধারন মানুষ। আমি পরিবর্তন শীল মানুষ আমি সৃজনশীলতা কে এবং সৃজনশীলতা কাজ করতে ভালোবাসি যারা এই কাজে নিয়োজিত তাদের কে ভালো লাগে। আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী এবং আমার আত্মবিশ্বাস যে আমি এই ছোট থেকে একদিন বড় হব। সবার দোয়া প্রার্থী।

tapu88 › বিস্তারিত পোস্টঃ

৩৫ হাজার টাকা বেতনের চাকরি পেলেন রেশমা

০৬ ই জুন, ২০১৩ রাত ১২:৫৯

সাভারে রানা প্লাজার ধ্বংসস্তূপের নীচ থেকে জীবিত উদ্ধার সেই গার্মেন্টস কর্মী রেশমা বেগম (১৯) আজ বৃহস্পতিবার পাঁচ তারকা হোটেল ঢাকা ওয়েস্টিনে যোগ দিচ্ছেন। তার পদ হচ্ছে পাবলিক এরিয়া অ্যাম্বাস্যাডর। বেতন ধরা হয়েছে ৩৫ হাজার টাকা। যাতায়াতের জন্য তিনি পাচ্ছেন পরিবহন সুবিধা।



এখনো সাভার সিএমএইচে আছেন রেশমা। জানা গেছে, আজ সকালে চিকিত্সকরা রেশমাকে ছাড়পত্র দিয়ে ছেড়ে দেবেন। পরে সেখান থেকে গুলশান ২ নম্বরে অবস্থিত ঢাকা ওয়েস্টিন হোটেলে যোগ দিবেন। ইতোমধ্যে হোটেল কর্তৃপক্ষ রেশমাকে নিয়োগপত্র দিয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে বেতন ছাড়াও থাকছে ঈদ বোনাস, ভাতা ও অন্যান্য সুবিধা। আজ বিকালে হোটেল কর্তৃপক্ষ অনুষ্ঠানের মাধ্যমে তাকে নতুন কর্মস্থলে যোগদানের ব্যবস্থা করবেন। এর আগে সাভার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) বিশেষজ্ঞ চিকিত্সকরা এক অনুষ্ঠানের মাধ্যমে রেশমার হাতে ছাড়পত্র তুলে দেবেন। রেশমা এখন সম্পূর্ণ সুস্থ।



গত ২৪ এপ্রিল সাভার রানা প্লাজা ধসে পড়ে। রেশমা ওই ভবনের তৃতীয় তলার নিউওয়েভ বটমস কারখানার সুইং অপারেটর ছিলেন। অন্য শ্রমিকদের সঙ্গে সে ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েন। ৪০৮ ঘণ্টা ধ্বংসস্তূপে আটকে থাকার পর ১০ মে বিকালে সেনাবাহিনীর উদ্ধারকারী দল রেশমাকে উদ্ধার করে। তাকে দ্রুত নিয়ে যাওয়া হয় সাভার সিএমএইচে। রেশমা এ হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে মেডিসিন বিশেষজ্ঞ কর্নেল আজিজুর রহমানের অধীনে ভর্তি হন। একটি মেডিক্যাল বোর্ডের পরামর্শ অনুযায়ী রেশমার চিকিত্সা চলছিল। রেশমা ১৭ দিন ধ্বংসস্তূপে আটকে থাকার পর দুর্বিষহ অবস্থার বর্ণনা দেন। না খেয়ে ধ্বংসস্তূপে ঘোর অন্ধকারে ১৭ দিন এ অবস্থায় থাকার পর দেহের ক্ষতস্থানে ইনফেকশনসহ নানা ধরনের সমস্যা দেখা দেয়। রেশমা ছিল রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধারকৃত শেষ ব্যক্তি। ধ্বংসস্তূপ থেকে ২৪৩৮ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। মারা যায় ১১৩০ জন। ১৭ দিন ধ্বংসস্তূপে আটকে থাকার পর জীবিত রেশমাকে উদ্ধার হওয়ার ঘটনা নিয়ে দেশব্যাপী চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিশ্ব মিডিয়াও রেশমা বেঁচে থাকা ও উদ্ধারের সংবাদ ফলাও করে প্রকাশ করে। দেড় বছর ধরে রানা প্লাজার তৃতীয় তলায় রেশমা চাকরি করে আসছিল। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার মগলিশপুর গ্রামের আনসার আলীর কন্যা রেশমা। তার পিতা ১০/১২ বছর আগে মারা যাওয়ার পর ঐ গ্রামের বাড়িঘর ভেঙে নিয়ে একই উপজেলার কশিগাড়ী গ্রামে রেশমার মা জোবেদা বেওয়া দুইপুত্র ও দুই কন্যাকে নিয়ে বসবাস শুরু করেন। চরম আর্থিক কষ্টে তাদের দিন কাটে। এ অভাবের তাড়না সহ্য করতে না পেরে জোবেদা বেওয়া দুই কন্যা আসমা ও রেশমাকে গার্মেন্টসে চাকরির জন্য ঢাকায় পাঠান। আসমা অন্য গার্মেন্টসে ও রেশমা রানা প্লাজার গার্মেন্টসে যোগ দেয়।



সূত্র - দৈনিক ইত্তেফাক

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুন, ২০১৩ রাত ১:০৮

রাশেদ রিয়াদ বলেছেন: :-*

২| ০৬ ই জুন, ২০১৩ রাত ১:১১

tapu88 বলেছেন: =p~ =p~ =p~ =p~

৩| ০৬ ই জুন, ২০১৩ রাত ১:১৪

দি সুফি বলেছেন: :-* :-* :-*

৪| ০৬ ই জুন, ২০১৩ রাত ১:১৭

িশশু দর্পন বলেছেন: :-P :-P :-P :-P =p~ =p~ =p~ =p~ =p~

৫| ০৬ ই জুন, ২০১৩ রাত ১:১৯

ইমরান খান সবুজ বলেছেন: নাটকটাতে শুধু একটাই চরিত্র (নায়িকা) তাই পুরো ক্রেডিটটা সেই নিবে। ইস যদি নাটকটাতে আর কোন চরিত্র থাকতো............... আর আমি করতাম সেই চরিত্রটি.................. বিনাকষ্টে ৩৫০০০ টাকা বেতনের চাকরি পেতাম।

যাইহোক নাটক ভালো হয়েছে। কিন্তু কোরিওগ্রাফিতে মার খেল চরম।

৬| ০৬ ই জুন, ২০১৩ রাত ১:২৪

নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: হু
ভাল

৭| ০৬ ই জুন, ২০১৩ রাত ১:২৭

হাসান মাহবুব বলেছেন: মঙ্গল হোক মৃত্যুঞ্জয়ীর।

৮| ০৬ ই জুন, ২০১৩ রাত ১:৩২

~মাইনাচ~ বলেছেন: aro jara o khan theke beche ashche tader ki hobe?

৯| ০৬ ই জুন, ২০১৩ রাত ১:৫৪

টানিম বলেছেন: আমি লিখছিলাম গত পরশু ।
চাকরি পেলেন সাভারের মৃত্যুঞ্জয়ী রেশমা

১০| ০৬ ই জুন, ২০১৩ রাত ৩:১৪

স্বপন খাঁন বলেছেন: রেশমার জীবন ঘুরে গেল।

১১| ০৬ ই জুন, ২০১৩ রাত ৩:২৬

শ্রাবণধারা বলেছেন: ভাল খবর। একজনের তো একটা ভাল বন্দোবস্ত হল। আল্লাহ তার ভাল করুক। বাকী যারা আছে তাদেরও জীবিকার বন্দোবস্ত করুক...।

১২| ০৬ ই জুন, ২০১৩ রাত ৩:৪৩

ভিশন-২০৫০ বলেছেন: ও অনেক কষ্ট করেই বেঁচে এসেছে। ভবিষ্যতটা ভালো হোক সেটাই চাই। তবে সবকিছু কেমন যেন একটু বেশি বেশি মনে হচ্ছে... এ লক্ষণটা ভালো না!

১৩| ০৬ ই জুন, ২০১৩ ভোর ৪:১৭

বিলাল বলেছেন: হাসান মাহবুব বলেছেন: মঙ্গল হোক মৃত্যুঞ্জয়ীর।

১৪| ০৬ ই জুন, ২০১৩ সকাল ৯:০৩

এম এম কামাল ৭৭ বলেছেন:
রেশমার নতুন জীবনের শুভ কামনা করছি।

১৫| ০৬ ই জুন, ২০১৩ সকাল ১১:১৬

কাউসার রানা বলেছেন: শুভ কামনা করছি তার জন্য। ভাল থাকুক সে।

১৬| ১২ ই জুন, ২০১৩ রাত ১:৫৫

আমি ব্লগার হইছি! বলেছেন: বাকি দের জন্যে ওয়েষ্টিনের মতো অন্যরাও এগিয়ে আসবে আশাকরি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.