![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন হঠাৎ করে আকাশ থেকে একটি তারা খসে পড়বে, ওরা আমার কোলে নিঃশ্বাস নেবে, সেদিন হয়তবা তুমি আসবে।
আমি খুব গম্ভীর ,আত্মসচেতন, সাবলম্বি একটা মেয়ে, ছোট্ট থেকে আমার মা আমাকে নিজেকে আত্মনির্ভশীল করে ভাবতে শিখিয়েছে ,
ভাললাগে অন্ধকার রাস্তায় ,লাল লাইট পোষ্টের নীচে একা হাটতে,
আমার ভাললাগে আমার ঘর সাজাতে, গাছ লাগাতে ,ছুটির দিনে চুপচাপ রবীন্দ্রসংগীত শুনতে ।
অনেক ইচ্ছে হয় খালি পায়ে,আলতা মাখা পায়ে ,সবুজ শীক্ত ঘাসে হাটতে,
প্রকৃ্তি আমাকে অনেক টানে,
শাড়ি পরতে অনেক পছন্দ করি,নূপূর ,পায়েল,টিপ ..
আমি ঝিরিঝিরি বৃষ্টি ভেজা দুপুর, সন্ধ্যা আর চাঁদনী রাত খুব ভালোবাসি,
দীর্ঘক্ষণ ধরে জোছনা দেখতে পছন্দ করি।চাঁদনী রাতে খোলামাঠে এক সারা রাত জেগে থাকার খুব শখ,
আমার সেই প্রিয় মানুষটার সঙ্গে, যে এখনো আমার জীবনে এসে হাজির হয়নি। কবে হবে বা আদৌ আসবে কিনা অথবা এরই মধ্যে এসে আমার চারপাশে ঘুরঘুর করছে কিনা তার কিছুই ঠিকঠাক বুঝতে পারিনা।
অনেকটা চুপচাপ আমি,কথা কম বলি,শুনি বেশী, মানুষ এর কথায় তার ভেতরটাকে দুমড়ে মুচড়ে পড়খ করার চেষ্টা থাকে আমার,
আমি কবিতা লিখতে, গান শুনতে আর নিজের ছবি তুলতে খুবই ভালোবাসি।
আর আমার মাকে সবচাইতে বেশী ভালবাসি. . . . . তারপর ভালবাসি আমার ছোট্ট বোনকে...আমার অনেক মন খারাপ লাগে যে আমি আম্মু আব্বুর কাছ তেকে এত্ত দূরে থাকি,
ইচ্ছে হলে আম্মুর বুকে ঘুমাতে পারি না,আম্মুর রান্না খেতে পারি না,ছোট্ট বোনটাকে নিজের হাতে রান্না খাইয়ে দিতে পারি না,দাদি মা কে -দাদি মা বলে ডাকতে পারি না,
আদর থেকে কত্ত দূর আমি,
নিজের সব কাজ নিজে করি,অফিস থেকে বাসা,
বাসা থেকে অফিস,
এটাই কি জীবন ? ঘর জুড়ে এত্ত সৌখিন জিনিস ,কিন্তু কথা বলার কেঊ ...নাই,
কি আজব বাস্তবতা তাইনা?
এছাড়া ভালোবাসার মানুষ বলতে আমার চারপাশে আসলে তেমন কেউই নেই.
এটা সত্যিই,কারো জন্য অনেক মন কাঁদে...কেউ আ্জো আঁচল টেনে ধরেনা,
কারোও হাতের কঠর আঁচড়ে চুড়িগুলো ভেঙ্গে পড়েনা,
কারোও অধিকারে আমি কপালে টিপ পড়িনা,নুপুর পড়ে আজ আর ছুটোছুটি করিনা ,বাড়ির এ প্রান্ত থেকে ও প্রান্ত...
আঁচল কোমড়ে বেঁধে রান্না করি না কারো জন্য,
ছুটির দিনে লাল শাড়ি দেহে মাতাল করি না আজ কাওকে,
সকালের সূর্য আসে-তার চোখের ঘুম ভাঙ্গাতে,আমি পারি না আজ সেই আলোটুকু আঁচলে ঢাকতে,
আমার ঘরে ,আমার জীবনে অনেক পাওয়া ,কিন্তু কয়েকটি না পাওয়া আমার চারপাশকে অর্থহীন করে তুলছে,
সাজানো গোছানো একটা সংসার,কারো শক্ত হাতের স্পর্শের সাহস,একটা আশ্র্য় ,চোখ ভর্তি মায়া কে বা না চায় নিজের জন্য দেখতে?
সব কিছুর পর-একটা আর্ত্ননাদ রয়েই যায়-
২| ১১ ই অক্টোবর, ২০১২ রাত ১২:৩২
অপূর্ণ রায়হান বলেছেন: আর্ত মানবতার সেবায় এগিয়ে আসুন, স্বর্গেরমত সুন্দর করে তুলুন এই পৃথিবী কে। কাব্যময় করে তুলুন।
সহমত সহ পোষ্টে +++++
ভালো থাকবেন সবসময়
৩| ১১ ই অক্টোবর, ২০১২ রাত ১২:৫৪
চিগিমিকি বলেছেন: অথবা এরই মধ্যে এসে আমার চারপাশে ঘুরঘুর করছে কিনা তার কিছুই ঠিকঠাক বুঝতে পারিনা।"
চারপাশে ঘুরঘুর করা পুলাপাইন থেকে দূরে থাকবেন। এরাই যত নষ্টের মূল।
৪| ১১ ই অক্টোবর, ২০১২ রাত ১:০৫
শার্লক বলেছেন: আর্ত মানবতার সেবায় এগিয়ে আসুন, স্বর্গেরমত সুন্দর করে তুলুন এই পৃথিবী কে। কাব্যময় করে তুলুন।
৫| ১১ ই অক্টোবর, ২০১২ দুপুর ১২:০৮
লেখাজোকা শামীম বলেছেন: লেখাটা খুব ভালো লাগছিল। আপনার ব্যক্তিগত অনুভূতির কথা। একাকিত্বের কথা। স্বপ্নের কথা। চমৎকার সব ইচ্ছার কথা।
হঠাৎ করে দেশ ঢুকে পড়ে ভেজাল লাগিয়ে দিল। আমরা সবাই দেশ বদলাতে পারি না। দরকারও নাই। আমরা কেবল নিজেকে বদলাই। দেশ আপনা আপনি বদলে যাবে।
নিজে দুর্নীতি না করি, অপরকে দুর্নীতি থেকে বিরত রাখার চেষ্টা করি। এমন কোন পেশা না বেছে নেই, যেটা দুর্নীতিবাজ বানায় নিজেকে। সৎ ও ভালো মানুষের পাশে দাড়াই এবং দুর্নীতিবাজদের থেকে দূরে থাকি।
তবে দেশ বদলানোর জন্য ভালো নেতা নির্বাচন করা দরকার। সেটা করি। ভালো লোককে ভোট দেই - মার্কা দেখে ভোট দেয়া বন্ধ করি।
এগুলো করতে পারলে দেশ বদলাবেই।
৬| ১২ ই অক্টোবর, ২০১২ রাত ১২:৪২
আর.হক বলেছেন: ভালগালা থাকলো আপু
৭| ১২ ই অক্টোবর, ২০১২ রাত ১:৩৪
মাক্স বলেছেন: সহমত+++
©somewhere in net ltd.
১|
১১ ই অক্টোবর, ২০১২ রাত ১২:১৬
নুর ফ্য়জুর রেজা বলেছেন: দেশকে সবাই বদলাতে চায়। কিন্তু আসলে সবাই এক একটা আলাদা দ্বীপ। তাই কারও কিছু করা হয় না। আপনার একাকীত্ব ঘুচে যাক শীঘ্রই- এই শুভ কামনা রইল।