![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বহুদিন থেকেই এই গেমসটি খুবই প্রিয়। চিটাগাং ইউনিতে উঠে প্রথম এই গেম্সটি শিখেছিলাম। তিন ঘণ্টার ট্রেন জার্নিটি কাটাতে এই গেমসটির তুলনা ছিলনা। আহা চলন্ত ট্রেনে এটি খেলার মজাই আলাদা ছিল। বাসায়ও এটির জমিয়ে আসর বসাতাম বন্ধুদের নিয়ে। এখন আর কোন বন্ধু বাসায় আসেনা খেলতে। সবাই ব্যস্ত। ট্রাকের সাথে ধাক্কা খাওয়ার সুবাদে এখন হাতে অফুরন্ত সময়। কাল হটাতই গুগলে এই গেমটি পেয়ে গেলাম। এর ৬ মাস আগেও গেমটি খুঁজেছিলাম কিন্তু কেন জানি ডাউনলোড করতে পারি নাই। কাল রাতে পারলাম। প্লেয়ার নেইম চেঞ্জ করে বন্ধুদের নাম দিয়েছি। পুরোনো নস্টালজিক ফ্লেবার পাচ্ছি। Download করতে পারেন http://www.sanjayhumania.com থেকে। সাইজ মাত্র ৩ mb এর মত। আমার জন্য দোয়া করবেন। মৃত্যুর কাছ থেকে ফিরে এসেছি। এখন আজম খানের গান শুনতে শুনতে 29 খেলছি।
২| ১২ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৫৪
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ভাই ২৯ খেলা নিয়ে যে কি হতো আমাদের বন্ধুদের মাজে, টাইম মেশিন থাকলে আপনাকে নিয়ে দেখাতাম।
আপনার লেখা পড়ে আমার আজকে একটা ২৯ খেলা নিয়ে পোস্ট দিতে ইচ্ছে করছে।
ধন্যবাদ।
৩| ১২ ই মার্চ, ২০১৪ দুপুর ১:২৩
সপ্নময় তপু বলেছেন: ধন্যবাদ দেওয়ান কামরুল হাসান রথি ভাই। এই 29 খেলার জন্য যে ফার্স্ট ইয়ারে কত ক্লাস মিস দিয়েছি। ট্রেন থেকে নেমে সোজা চাকসুতে নাস্তা করে দুই তলায় খেলতে বসে যেতাম। সব ঝানু ঝানু প্লেয়ার। বিভিন্ন ডিপার্ট্মেন্টের 29 পাগলাদের দল। সিট পাওয়াই মুশকিল তারাতারি না গেলে। লজ্জা লজ্জা নিয়ে আরেকটা কথা বলি। এদের মধ্যও আমি বস হিসেবে পরিচিতি পেয়েছিলাম। আর বন্ধুদের মাঝেতো আমাকে পার্টনার করার জন্য কাহিনী ছিল। তবে ঝানু প্লেয়ারদের সাথে খেলে যে মজা তা আর বলতে। তবে আমি চুরি ছাড়া খেলতাম অলওয়েজ। আর ঝানুদের সাথে চুরি ধরা পড়ে যায়। তাই আমি বসলেও চুরি আর কেও করতোনা।
৪| ১২ ই মার্চ, ২০১৪ দুপুর ১:২৯
সুমন কর বলেছেন: আপনার দেয়া সাইটে গিয়ে গেমটি পেলাম না।
আপনি মৃত্যুর কাছ থেকে ফিরে এসেছেন, এ্যাকসিন্ডেট করেছিলেন, নাকি !
৫| ১২ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৪৬
সপ্নময় তপু বলেছেন: Thanks Sumon Kor da. Games ti ami ei website thekei download koreci. Niche ekta link ace deikhen. Na pele webpage e 29 lekhe find dien.
Ji vi. Kothin accident korecilam. Cng te silam. Truck dhakka dia cng urie nie gelo. Vaggo valo kotha vangeni. But komor soja kore darate parina. Doctor 2 month complete bed rest diesen. (mobile theke liksi tai ei obostha lekhar. Ektu kosto kore poiren)
৬| ১২ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:২৫
কামরুল ইসলাম রুবেল বলেছেন: আপনার দেয়া লিংকে পাইনি। একটু যদি স্পেসিফিক করে দিতেন।
৭| ১২ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৩৭
দি সুফি বলেছেন: ছাত্রজীবনে প্রায় প্রতি রাতেই ২৯ খেলা হত। মিড-টার্ম বা ফাইনাল-টার্ম পরীক্ষার আগের সারা রাত জুড়ে কার্ড খেলা হত!
২৯ এর একটা গেইম তৈরি করেছিলাম জাভা কোর্সের প্রোজেক্ট হিসেবে। গেইমটা পুরোপুরি শেষ করলেও হইত!
৮| ১২ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৪০
সপ্নময় তপু বলেছেন: Thanks kamrul vi. Google e gie lekhen: (sanjayhumania.com 29 card game download). Likhe search dilei direct link asbe.
৯| ১২ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৪৪
সপ্নময় তপু বলেছেন: Thanks Sufi vi. Exam er agee 29 khele je moja ta onno somoy khele pawa jeto na. Rohosso ta ki?
©somewhere in net ltd.
১|
১২ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:১৭
সপ্নময় তপু বলেছেন: আরেকটা কথা এটি আমি XP আর উইন্ডোজ 8 দুটিতেই ইন্সটল করেই খেলতে পেরেছি। আর কখনোই বন্ধুদের সাথে টাকা দিয়ে এই গেমটি খেলিনাই ইভেন মজা করেও।