নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিশিলিন তুরিনের বাংলা ব্লগে স্বাগতম।

মিশিলিন তুরিন

বাঁচার জন্য লিখা, যখন সবকিছু অর্থহীন বলে মনে হয় তখন শুধু কলম ধরার আশায় বাঁচতে ইচ্ছে করে।

মিশিলিন তুরিন › বিস্তারিত পোস্টঃ

ইংরেজ শাসন ও বর্তমান বাংগালী

০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩২

বাংগালি প্রায় ২০০বছর ইংরেজ দের শাসনে থাকার
ফল-
১. নিজস্বতা কে বিসর্জন দিয়ে পরকে আপন করাটার
মাধ্যমে নিজেকে উচ্চ পদ মর্যাদা সম্পন্ন ব্যাক্তি
ভাবা।
২. নিজের দেশের/সমাজের/পারিবারিক আচার-
রীতি- ঐতিহ্য কে ছোট কিংবা খ্যাত ভাবা আর
অন্যদের গুলোকেই উত্তম ভাবা।
৩. অন্যের চাটুকারিতা কিংবা তোষামোদী করা।
নিজের স্বার্থ থাকলেও করে, না থাকলেও করে। এটা
স্বভাব।
৪.ভাষার জন্য জীবন দেয়ার ইতিহাস একমাত্র
বাংগালি জাতিই রচনা করে। অথচ তারপরো বাংলা
ভাষাটা পৃথিবী র প্রথম মাতৃ ভাষা হিসেবে
অবস্থান করে নিতে পারেনি। ঠিক আছে, প্রথম মাতৃ
ভাষা না হোক, ব্যাবসা বাণিজ্য, চাকরী, পড়া শুনার
অবস্থা টাও এমন যে, অন্য দেশের ভাষা শেখার
প্রয়োজনীয়তাকেও উপেক্ষা করতে পারেনা। যেটা
নির্দ্বিধায় করতে পারছে চীন ও জাপান।
৫. "লেখা পড়া করে যে, গাড়ি বাড়ি করে সে"-এমন
উদ্দেশ্য নিয়ে পড়াশুনা করে, কিন্তু মানুষের মত
মানুষ হওয়ার জন্য না। এই জন্যই বাংগালি উন্নত
দেশের তালিকায় নাম তুলতে পারেনা। প্রাকৃতিক
সম্পদে এতো সম্পদ শালী হওয়া সত্ত্বেও,
বাংগালীরা আজ অন্য দেশের উপর নির্ভরশীল। আর
যেই উপমহাদেশ টা ছিলো অন্ধকারাচ্ছন্ন হিসেবে,
সেই উপমহাদেশ আমাদের দেশে বাণিজ্য করতে এসে
শাসন করে নিজেরা হয়ে গেলো উন্নত দেশ গুলোর
একটি। বাংলার মতো ভারত, পাকিস্তান, অন্য দিকে
আফ্রিকারও একি দশা। নিজস্বতা হারিয়ে গেছে।
অবশ্য হারিয়ে গেছে বললে ভুল হবে। চাপা পড়ে
গেছে।
অন্য দিকে এই এশিয়া উপমহাদেশে বাস করেই
জাপান, চীন আজ স্বতন্ত্র দেশ হিসেবে পরিচিত।
কারণ তারা কারো শাসনে কিংবা অধীনে
ছিলোনা।undefined

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.