নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...

তারার হাসি

আমার মাঝে লুকিয়ে থাকা এক অন্য আমি...

তারার হাসি › বিস্তারিত পোস্টঃ

আমার বৃষ্টি বিলাস।

০৩ রা জুলাই, ২০০৯ রাত ৯:৫৭





আজ সারাদিন আকাশটা ভালই সেজেছিল। মেঘ রঙে এত চমৎকার লাগছিল পণ করে রেখেছিলাম, ঝড় আসলেই আজ নেমে পড়ব, হোক না তাতে আকাশের সাজ নষ্ট! তখন মনে হচ্ছিল এত কাছে আকাশটা, হাত বাড়ালেই ছোঁব মেঘ সাজে অপূর্ব তাকে। এই আকাশ আমার আজীবনের বন্ধু, ভাবছিলাম আজ কিছু কথা বলব মেঘের কানে কানে, বলা হল না। কারণ অনেক সময় না বলা কথাগুলিই বুঝে নেয় সে, নিজ থেকেই। আমি যখন কাঁদি আকাশ কিন্তু কাঁদেনা, সে আমাকে আদরের পরশ বুলিয়ে দেয় মেঘের রেণু দিয়ে ঠিক তখনই তা আমি বুঝতে পারি।

বৃস্টিতে ভিজতে ভিজতে কারণ ছাড়া কান্না করার মত মজা আর কিছুতে কি আছে? আমার সমস্ত ভালবাসা আর উপলব্ধি যখন প্রেমে আচ্ছন্ন হয় তখন এই আকাশটার কাছেই যেতে ইচ্ছে করে! মাঝে মাঝে ইচ্ছা করে আকাশটাকে পরোয়া না করে মনের পৃথিবী দিয়ে বাঁচতে। এমনও ইচ্ছা করে বৃস্টির সাথে মাটিতে মিশে যাই, বিলীন হয়ে যাই কোন নদের স্রোতধারার সাথে উপধারা হয়ে।



কত কিছুই যে দেখব, হিজল পাতা ভাসবে আমার সাথে, মাছরাঙ্গা তার রাঙ্গা ঠোঁট ডুবিয়ে দিবে, রুপালী মাছ সাঁতার কাটবে আমার দেহে ...

পরক্ষণেই মনে হয়, বৃস্টির দিনে যদি উড়তে উড়তে মেঘের ওপারে চলে যাই তাহলে তাকেও তো সাথে করে নিয়ে যাওয়া যায়। সব কিছু ভুলে অন্য কিছু কি হয়ে যাওয়া যায় না ?

এই যেমন পাখি, উড়তে উড়তে গাছের ডালে একটু বসা, গা ঝাকিয়ে বৃস্টির পানি ছিটিয়ে আবার পথ চলা শুরু করা ...এই পথ চলার কোথায় বা শুরু কোথায় বা শেষ কে জানে !

পাতা হলে কেমন হয়, সবুজ সতেজ পাতা, সারাদিন ভিজবে আর ভিজবে, ভিজতে ভিজতে আরো সবুজ, সতেজ হবে।

দূর চাই! কোনটাই পছন্দ হচ্ছে না আজ, বৃস্টিস্নাত রাতে বৃস্টির শব্দ শুনতেই ভাল লাগছে আর অচেনা কারো উপর খুব অভিমান হচ্ছে! কল্পনাতেই না হয় আজ বৃষ্টিতে নেমে পড়ি...

তারপর স্বপ্নভংগ হলেই টুকরো টুকরো করে আকাশটাকে একটা ফু দিয়ে উড়িয়ে দিব !!

---------------------------------------------------------------



হয়েছে কি আজ আকাশের

চিত্তে বুঝি খুব আনন্দ?

তাই কি এমন গর্জন, বর্ষন!

বেশ, আমিও শুভ্র বসনে

এলো চুল আর কাজল চোখে

জড়িয়ে নিলাম বৃষ্টির আদর!

----------------------------------------------------



হাওয়া এলো মাতাল হয়ে

মেঘ বৃষ্টি সাথে করে

আবৃত কর শুধু শীতল পরশে।

------------------------------------------------------------------------



ঘুম ভাঙল হঠাৎ

মেঘের আদর ডাকে

সে কি আসল দ্বারে?

এক পলকেই উঁকি দিয়ে

দেখি ফাঁকা সব, ফাঁকা বিশ্ব-

আছে শুধু বৃষ্টি!

---------------------------------------------------------------------



আকাশ আমায় আনল টেনে

পুকুর পাড়ে

শোনাতে তার টাপুর টুপুর...

বলল, সব রিমঝিম আজ থেকে তোমার!

তারপর -

যা হবার তাই হল...

আমাকে একলা রেখে সে, আকাশের ওপারে চলে যায়।

---------------------------------------------------------------

সবাইকে বর্ষার শুভেচ্ছা !

মন্তব্য ৯৩ টি রেটিং +৩২/-০

মন্তব্য (৯৩) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০০৯ রাত ১০:০৩

অপ্‌সরা বলেছেন: শুধু বর্ষাকাশই না, অনেক অনেক দিন রাত নিশুথীতে দূরের আকাশটাই হয়ে যায় একমাত্র সঙ্গী। আকাশের তারাগুলোর সাথেই তখন শুধু বলা যায় মনের কথা গুলো নিশব্দে চুপি চুপি। যা আর কাউকেই বলা যায়না।

০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ১:০০

তারার হাসি বলেছেন:
চুপি চুপি ...

২| ০৩ রা জুলাই, ২০০৯ রাত ১০:০৪

সায়েম মুন বলেছেন: ভাল লেগেছে!

০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ১:০১

তারার হাসি বলেছেন:
ভাল লাগার পর জানিয়ে যাওয়া ... ধন্যবাদ অনেক।

৩| ০৩ রা জুলাই, ২০০৯ রাত ১০:০৪

নিপা বলেছেন:

আমার আকাশে বৃষ্টি নেই অনেক দিন ধরে!!!
বৃষ্টি নিয়ে আপনার মনের অনোভূতিগুলো ভালো লাগল।



আপনাকেও বর্ষার শুভেচ্ছা !

০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ১:০৪

তারার হাসি বলেছেন:
মনের আকাশে আনন্দশ্রু হয়ে মেঘ জমুক অনেক।
অনেক শুভেচ্ছা নিপা।

৪| ০৩ রা জুলাই, ২০০৯ রাত ১০:০৫

জেমী বলেছেন: একদম লাস্টের ছবিটা সেইরকম হয়েছে আপু:)

০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ১:০৮

তারার হাসি বলেছেন:
অনেক ধন্যবাদ জেমী, আমি খুব ভাল ছবি তুলতে চাই।
একদিন নিশ্চয়ই হবে...

৫| ০৩ রা জুলাই, ২০০৯ রাত ১০:০৭

মানুষ বলেছেন: সকালে বাস স্টপে দাঁড়য়ে দাঁড়য়ে ভিজেছি

০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ১:৩১

তারার হাসি বলেছেন:
দুধের স্বাধ ঘোলে মেটানো তো হল ...
বিদেশী বৃষ্টি !

৬| ০৩ রা জুলাই, ২০০৯ রাত ১০:০৯

রুদ্র'৭১ বলেছেন: বৃষ্টিতে ভিজলে শরীর পরিচ্ছন্ন হওয়ার সাথে সাথে মনের ক্লেদও ধুয়ে যায়। তাই আমি সুযোগ পেলেই বৃষ্টিতে ভিজি।

০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ১:৫৭

তারার হাসি বলেছেন:
ঠিক তাই, তবে প্রত্যেক মানুষের উচিত নিয়ম করে বৃষ্টিতে ভেজা ...
ভিজুন আর হাল্কা করুন নিজেকে।

৭| ০৩ রা জুলাই, ২০০৯ রাত ১০:১২

রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন: হিংসে, হিংসে আপনাকে। মেঘ আর বৃষ্টিকে কাছে পেয়ে কী সুন্দর সুন্দর ছবি তোলা হচ্ছে, কথামালা সাজানো হচ্ছে, আর আমি এদিকে বৃষ্টিতে ভিজতেই পারছিনা। আমি রাগ করলাম আর আপনার জন্যেও রাগ দিলাম- রাগ মেঘমল্লার।
http://www.youtube.com/watch?v=SaR3IuscivI

০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ২:০২

তারার হাসি বলেছেন:
এটা কেমন রাগ ?
এইতো অল্প কয়টা দিন ... :)
আমি দেখতে পাচ্ছি টার্মিনালে হাটছে সাদাত।

৮| ০৩ রা জুলাই, ২০০৯ রাত ১০:২৬

ভাঙ্গা পেন্সিল বলেছেন: ছবিগুলা তো সেইরকম!!

০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ২:১৩

তারার হাসি বলেছেন:
সেইরকম খুশি হলাম ..
শুভেচ্ছা রাশি রাশি ।

৯| ০৩ রা জুলাই, ২০০৯ রাত ১০:৩১

একরামুল হক শামীম বলেছেন: ছবিগুলো ভালো লাগছে অনেক :)

০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ২:১৮

তারার হাসি বলেছেন:
অনেক অনেক ভাল থেকো শামীম, আপুর অনেক ভালবাসা তোমার জন্য।

১০| ০৩ রা জুলাই, ২০০৯ রাত ১০:৪১

পাথুরে বলেছেন: আহারে, রিকসাটা দামপাড়ার সামনে না? বাড়ি যাইতে মন্চায়।

০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ২:২৫

তারার হাসি বলেছেন:
ঠিক, চলে আসো সুযোগ পেলেই...
:)

১১| ০৩ রা জুলাই, ২০০৯ রাত ১০:৫৯

রাতমজুর বলেছেন: :)

০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ২:২৮

তারার হাসি বলেছেন:
মানে কি ?
মনে হয় ভিজতে ভিজতেই ব্লগ দেখছেন... :)

১২| ০৩ রা জুলাই, ২০০৯ রাত ১১:১৩

কিসলু বলেছেন: খুব মিস করি প্রিয় শহরের মেঘ বৃষ্টিকে ।

০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ২:২৯

তারার হাসি বলেছেন:
ভাল থাকুন সবসময়
শিকড়কে ভুলবেন না ...

১৩| ০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ২:০৩

নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন: আমি এখনো আপনার শহরে বৃষ্টি ভিতর ঘুরে বেড়াই। আমার ছাতা নাই। ছিলো না কোনো কালে।

০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ২:৩৮

তারার হাসি বলেছেন:
আমার এই বর্ষার ছাতাটির কোন রঙ নেই, শুধু হাল্কা নীল কয়েকটা ফুল এর ছাপ।
আমার মাঝে মাঝে ছাতা হাতে হালকা বৃষ্টিতে হাঁটতে অসাধারণ লাগে...

১৪| ০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ২:১৪

অন্ধ দাঁড়কাক বলেছেন: চমৎকার সব ছবি। এইটা কোন রাস্তা?

০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ২:৩৯

তারার হাসি বলেছেন:
দামপাড়া মসজিদের সামনের রাস্তায় :)

১৫| ০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ২:৩১

কালপুরুষ বলেছেন: বর্ষার শুভেচ্ছা। লেখাটা হৃদয় ভেজানোর মতোই।

০৫ ই জুলাই, ২০০৯ রাত ১২:৫৯

তারার হাসি বলেছেন:
অনেক শুভেচ্ছা !

১৬| ০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ২:৫০

আকাশ অম্বর বলেছেন: বেশ। বর্ষার শুভেচ্ছা।

০৫ ই জুলাই, ২০০৯ রাত ১:১০

তারার হাসি বলেছেন:
এই বর্ষায় ভাল থাকুন অনেক।

১৭| ০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ২:৫৩

নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন: আলমাস সিনেমার সামনের এই রাস্তা ধরে একদিন ঝুমবৃষ্টিতে আমার এক বন্ধুর সাথে রিকশায় ভিজেছি। সে আমার সাথে ছিলো বলে তার ফোন পার্স সব ভিজে গেলো। আমার সাথে ভিজে গেলো একটি প্রিয় কবিতা। পকেট থেকে বের করে বৃষ্টি শেষে তাকে দিতে গিয়ে ছিঁড়ে গিয়েছিলো।
আপনার জন্যে:

The scent of ancient rain
blooming between the stones

the eternal longing for other things
unknown

the rain faids
turns yellow
like the echo of a reed fluit

and this nostalgia
that barely touches the flesh
but mortifies the soul

--Gloria Gervitz.

০৫ ই জুলাই, ২০০৯ রাত ১:১৭

তারার হাসি বলেছেন:
কষ্টমাখা সুন্দর স্মৃতি...
তার দূর্ভাগ্য, কবিতা ছিঁড়ে গিয়েছিল।
তবে কি জানেন, প্রেমিক পুরুষের মৃত্যু নাই।
ভাল থাকুন সবসময়।

১৮| ০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ৩:১১

আকাশচুরি বলেছেন: চমৎকার সব ছবির সাথে এমন মায়াকাড়া লেখা!!

ভালো লাগলো খুব:)

০৫ ই জুলাই, ২০০৯ রাত ১:২৪

তারার হাসি বলেছেন:
ছবি চমৎকার মেনে নিলাম, আর কিছু নয়...
শুভেচ্ছা !

১৯| ০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ৩:৫৮

দ্রোহি বলেছেন: জানালার ধারে বসে
নিজের ভাবনায়
ভরে ওঠে সাদা
কাগজের বুক
সাতরঙা বর্ণমালায়

আজ বৃষ্টি নেমেছে
বিষন্ন কবিতায়............

০৫ ই জুলাই, ২০০৯ রাত ১:৩৮

তারার হাসি বলেছেন:
শুধুই কি কবিতায় ?

২০| ০৪ ঠা জুলাই, ২০০৯ ভোর ৫:০০

আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

ছবি -লেখা দুটোই মনোঃমুগ্ধকর ।

শুভ বর্ষা ।

০৫ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:২২

তারার হাসি বলেছেন:
অনেক ধন্যবাদ, সূয্যি মামা উঁকি দিয়েছে আজ।

২১| ০৪ ঠা জুলাই, ২০০৯ ভোর ৫:০২

গায়ত্রী সান্যাল বলেছেন: and this nostalgia
that barely touches the flesh
but mortifies the soul

--Gloria Gervitz.

০৫ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:২৫

তারার হাসি বলেছেন:
গায়ত্রী, সুন্দর একটি নাম।

২২| ০৪ ঠা জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:১৬

জেরী বলেছেন: :)

০৫ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:৩১

তারার হাসি বলেছেন:
সুইট জেরীটা ... (ভালবাসা প্রকাশের ইমো)

২৩| ০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ১০:২৯

কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: বেশ্শি সুন্দর। এত চমৎকার আদরমাখা লেখা লিখো কি করে আপু? ছবিগুলো দারুন

আকাশ আমারও অনেক কাছের বন্ধু :) (তোমার আর আমার দেখি একি পাগলামী)

অনেকবেশি ভালো থেকো। :)

০৫ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:৪৫

তারার হাসি বলেছেন:
আদরমাখা ?
মন আমার উর্বর মস্তিষ্কে এর চেয়েও হাজার গুন বেশি ভাবে, লিখতে পারি না শুধু ... :(

২৪| ০৫ ই জুলাই, ২০০৯ রাত ১:১৫

আলী আরাফাত শান্ত বলেছেন: ছবিগুইলা ঝাক্কাস তুলছেন আপু
পোস্টটাও লেখছেন দারুন
আপনাকেও বর্ষার কদম ফুল মার্কা শুভেচ্ছা:)

০৫ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:৪৯

তারার হাসি বলেছেন:
কদম ফুল মার্কা, কদম ফুলের নয় কেন ?

২৫| ০৫ ই জুলাই, ২০০৯ রাত ১:২৭

আলী আরাফাত শান্ত বলেছেন: গানটা শুইনা দেইখেন
http://www.youtube.com/watch?v=MJGA9SWcfxg

০৫ ই জুলাই, ২০০৯ রাত ১:৫৯

তারার হাসি বলেছেন:
দারুণ একটা গান শান্ত !!
:)

২৬| ০৫ ই জুলাই, ২০০৯ দুপুর ১:৪১

শেখ রহিম বলেছেন:
সুন্দরতম!!!!

আমার বৃষ্টি বিলাস। ছবি ও লেখা সত্যিই মুগ্ধকর......!!!

বৃষ্টি কথা শুনতেই বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করে। মনে পড়ে সেই ছোটবেলার কথা। ছোটবেলার কত যে কথা বৃষ্টিকে নিয়ে.....!!!

আপনার দ্বারে বৃষ্টিকে নিয়ে কিছু কথা রেখে গেলাম....


তখনও বৃষ্টি, এখনও বৃষ্টি
সেইতো সেদিন ছুটেছি বৃষ্টির নায়ে
আজও ছুটি, কিন্তু হিসেব মেলানো হয়না সময়ের তরে!!!
তবুও
বৃষ্টির গন্ধ আজও শুনি
আমার এই অন্তরে!!!!

কেমন আছেন মিস/ মিসেস তারার হাসি ?

০৫ ই জুলাই, ২০০৯ বিকাল ৫:০১

তারার হাসি বলেছেন:
আয় বৃষ্টি ঝেঁপে
ধান দেবো মেপে...
ভাল আছি, ধন্যবাদ।

২৭| ০৫ ই জুলাই, ২০০৯ বিকাল ৫:৩৬

বিষাক্ত মানুষ বলেছেন: বৃষ্টি বিলাস ভালো হয়েছে।

এবার এটা শোন Click This Link

০৭ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:৩৩

তারার হাসি বলেছেন:
:)
লিঙ্কের জন্য ধন্যবাদ, বষ্টি হচ্ছে এখনো।

২৮| ০৬ ই জুলাই, ২০০৯ রাত ১:০৩

রাজ০০৭ বলেছেন: অসাধারণ !

০৮ ই জুলাই, ২০০৯ রাত ১১:২৫

তারার হাসি বলেছেন:
ধন্যবাদ আপনাকে, রাজ।

২৯| ০৬ ই জুলাই, ২০০৯ রাত ১:০৭

সাইফুর বলেছেন: শেখ রহিমের কমেন্টসে মুগ্ধ..কমেন্ট করাও একটা প্রতিভা..বাহ

০৮ ই জুলাই, ২০০৯ রাত ১১:২৪

তারার হাসি বলেছেন:
তোমার মন্তব্য কোথায় ? :)

৩০| ০৭ ই জুলাই, ২০০৯ রাত ১১:১২

বায়লোজি বলে আমি নাকি ছেলে!! বলেছেন: য়েই যে তুমি অনলাইন!!
খাওন দাও য়েক্ষন..ক্ষুদায় আমার নাড়িবুড়ি পিঠে লেগে যাচ্ছে..:(:(
আমার আজকে কাহিল অবস্থা...বাসায় কেউ নাই..প্রেকটিস থেকে বেক করছি সাড়ে নয়টার দিকে..:( য়েসে দেখি সব শপ বন্ধ:(:(

সকাল ৭ টায় আবার জিম য়েটেন্ড করতে হবে:(:(

আমার ব্লগে যায়া দেখ..:(

০৭ ই জুলাই, ২০০৯ রাত ১১:৩৩

তারার হাসি বলেছেন:
বোকা ছেলে, দেখ ভাল করে।
কেউ নেই কিন্তু ঘরে কিছুই কি নেই?

৩১| ০৭ ই জুলাই, ২০০৯ রাত ১১:৩৮

নাজনীন খলিল বলেছেন: চমৎকার লেখা।চমৎকার ছবি।+++++++++++++++++++++++++++++

০৮ ই জুলাই, ২০০৯ রাত ১১:১৮

তারার হাসি বলেছেন:
শুভেচ্ছা অনেক। :)

৩২| ০৮ ই জুলাই, ২০০৯ রাত ১২:১৪

শয়তান বলেছেন: খিকজ ।

যে এলাকায় একটু বৃষ্টি হৈলেই বাসার ভেতর হাটু পানি জমে ঐখানে বৃষ্টি বিলাস কেমন যেন বেমানান লাগতেছে :)

০৮ ই জুলাই, ২০০৯ রাত ১১:২১

তারার হাসি বলেছেন:
তাই?
আমি জীবনে প্রথম শুনলাম, আমার বাসায় হাটু পানি দেখার অপেক্ষায় থাকলাম তাহলে।

৩৩| ০৮ ই জুলাই, ২০০৯ সকাল ৯:৫৩

সুলতানা শিরীন সাজি বলেছেন:
বৃষ্টিতে তারার হাসির পাগলামী ইচ্ছেগুলো মিলে গেলো । ছুঁয়ে গেলো।
ছবিগুলো খুব সুন্দর।

আশাকরি ভালো আছো।
(বুঝতে পারো বলেই এমন হৃদয়ের খুব কাছে থাকো।
ভীষন কষ্ট হচ্ছিল।)
শুভেচ্ছা নিরন্তর..........
ভালো থেকো ।অনেক।তারায় তারায়।

০৮ ই জুলাই, ২০০৯ রাত ১১:২২

তারার হাসি বলেছেন:

তারায় তারায়, হাওয়ায় হাওয়ায়...
ভালবাসার গান শুনাব তোমায়।

৩৪| ০৮ ই জুলাই, ২০০৯ সকাল ৯:৫৯

স্পর্শহীন কিছুদিন বলেছেন: অসম্ভব ভালো লাগলো। +++++++++++++++++++++

০৮ ই জুলাই, ২০০৯ রাত ১১:২৩

তারার হাসি বলেছেন:
অনেক ধন্যবাদ, ভাল লাগায়।
স্বাগতম আমার ব্লগ বাড়িতে।

৩৫| ০৯ ই জুলাই, ২০০৯ ভোর ৫:২৮

আশরাফ মাহমুদ বলেছেন: শুভ বর্ষণ

১২ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:৫৩

তারার হাসি বলেছেন:
শুভ হোক সব ...

৩৬| ১২ ই জুলাই, ২০০৯ বিকাল ৫:১৮

সহেলী বলেছেন: ছবি আর লেখায় তাল রেখে কেমন সুন্দর পোষ্ট দাও তুমি , হিংসা হয় না বুঝি !

তোমরা আছো বলেই সা.ইনের বর্নালী সাজ !

ভাল থেকো ।

১৩ ই জুলাই, ২০০৯ রাত ১২:০২

তারার হাসি বলেছেন:
ইমোগুলির ব্যাবহার আমার ভাল জানা নেই।
খুব লজ্জ্বা পাবার ইমো হবে এখানে...
এটা কেন বললে না সহেলী, "তোমরা আছ বলেই ভাল আছি"।
অনেক ভালবাসা।

৩৭| ১৬ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:৫৬

অন্ধ দাঁড়কাক বলেছেন: আজকে চট্টগ্রাম যাবো। এখনো কি বৃষ্টি হচ্ছে?

১৮ ই জুলাই, ২০০৯ রাত ২:০৭

তারার হাসি বলেছেন:
আজ শুক্রবার কোন বৃষ্টি ছিল না...
ভাল কাটুক সময়।

৩৮| ১৮ ই জুলাই, ২০০৯ রাত ১:৫৯

নাজনীন খলিল বলেছেন: নতুন লেখা দাও।

১৮ ই জুলাই, ২০০৯ রাত ২:০৮

তারার হাসি বলেছেন: আবারো ছুঁয়ে দিলাম তোমাকে, কি মজা!

৩৯| ১৮ ই জুলাই, ২০০৯ রাত ৩:০২

টোনা বলেছেন: আমি বৃষ্টি হইলেই ভিজি ... সত্যি কথা বলতে কি , যখন ভিজি তখন দুনিয়ার সব দুঃখ ভুইলা যাই .. মনে হয় আমি সুখীতম মানুষ .. ভিজার পর যখন মার কাছে বকা খাই তখনও অনুভূতিটা থাকে ... আমার মনে হয় এই অনুভূতিটার জন্য পৃথিবীতে না ...

১৮ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:৫৭

তারার হাসি বলেছেন:
:)
এ একেবারে অন্যরকম ব্যাপার, সবাইকে আকর্ষন করে না। ভাল থাকেন সবসময়।

৪০| ১৮ ই জুলাই, ২০০৯ বিকাল ৫:০৪

প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: উমম

১৮ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:১৯

তারার হাসি বলেছেন:
খুব বৃষ্টিতে ভেজা হচ্ছে বুঝি !
শুভেচ্ছা।

৪১| ২০ শে জুলাই, ২০০৯ বিকাল ৩:৫৮

আইরিন সুলতানা বলেছেন: বর্ষাস্নাত লেখা ...:)

ছবিগুলো তোমার তোলা ?? বেশ লাগছে ...পুরো বর্ষার আমেজ যেন ..

২০ শে জুলাই, ২০০৯ বিকাল ৪:১৮

তারার হাসি বলেছেন:
আমার তোলা :) আজকাল খুব চেষ্টা করছি এ বিদ্যা রপ্ত করার।
যখন স্রষ্টা ঠিক করলেন আমাদের পাঠাবেন বাংলাদেশ, তখন এক্সট্রা কিছু প্রোগ্রাম সেট করলেন আমাদের মাথায়...... বর্ষা এলেই যেন আমরা একটু এলোমেলো হয়ে পড়ি।
ভালবাসা আইরিন।

৪২| ০১ লা আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:৩১

সোহানা মাহবুব বলেছেন: বৃস্টিতে ভিজতে ভিজতে কারণ ছাড়া কান্না করার মত মজা আর কিছুতে কি আছে?

খুব চমৎকার লিখেছেন তারার হাসি।
বেশ লাগল পড়তে।
শুভকামনা রইল।
+++

০১ লা আগস্ট, ২০০৯ রাত ১১:৩৬

তারার হাসি বলেছেন:
শুভকামনা...

৪৩| ০৩ রা আগস্ট, ২০০৯ রাত ১২:৩৭

|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন: পিলাস - এক নাম্বার ছবিটারে। বিষন্ন, অমোঘ।

পোস্ট পড়ে মন বিষণ্ণ হলো। মনে আছে , ফেলে আসা নিজের এই শহরে- চট্টগ্রাম কলেজ হতে গণিবেকারী -ডিসি হিল হয়ে তুমুল বৃষ্টিতে ছাতা হাতে নিয়ে ইচ্ছে করে ভিজে ভিজে গল্প করতে করতে আসা; কই যে গেলো শাইখ রনি তানিয়ারা .। জীবন কারে যে কই নিয়ে গেলো, আর একসাথে বৃষ্টিতে পারবো না ভিজতে কোনদিন.।:(

০৪ ঠা আগস্ট, ২০০৯ রাত ১২:১৯

তারার হাসি বলেছেন:
সত্যিই দুঃখজনক, সময়গুলি হারিয়ে ফেলা... সবার কথা জানি না, আমি খুব কস্ট পাই পিছনের দিন আর বন্ধুদের জন্য.. যদিও সবাই যোগাযোগ করি ...
পরিচিত সব, চট্টগ্রাম কলেজ হয়ে গণি বেকারী... খুব একটা বেশী পরিবর্তন হয়নি কিন্তু।
কলেজের পিছনের দিকে সরু রাস্তা ছিল প্রিয়।
আর বৃষ্টি মানেই আমাদের শহর... :) তীব্র সবুজ হয়ে যায় পাহাড়গুলি, সমুদ্র হয় পুর্ণ যৌবনবতী !!!

৪৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:১৫

ছায়ার আলো বলেছেন: বৃষ্টি জিনিসটা আমার একেবারেই পছন্দ না। কিন্তু ছবিগুলা খুব সুন্দর হয়েছে! :)
শেষের টা সবছে সুন্দর...

২০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:২৪

তারার হাসি বলেছেন:
সুন্দর প্রোফাইলের ছবিটা।
অনেকে বৃষ্টিতে ভিজতে পছন্দ করে না অথবা মাতামাতি করে না কিন্তু অপছন্দ ... এই প্রথম কারো কাছে শুনলাম।

৪৫| ২০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:০৩

ছায়ার আলো বলেছেন: হা হা! অপছন্দ ঠিক না, মানে কোথাও বের হওয়া যায়না, আর কেমন জানি বিষন্ন একটা ব্যাপার আছে...সব মিলিয়ে ভাল্লাগেনা আরকি।
কিন্তু বৃষ্টিতে ভিজতে তো অনেক মজা! :)
ছোট বেলায় বৃষ্টিতে ভিজে স্কুলে অনেক মজার মজার কান্ড করতাম... :(

২০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৩৪

তারার হাসি বলেছেন:
যেমন, শুনি কিছু...
বিষন্ন হওয়া আর বিষন্ন ভাব, এর মাঝে কিন্তু অনেক কিছু আছে ..
শুভেচ্ছা অনেক।

৪৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:৪২

মে ঘ দূ ত বলেছেন: খুব সুন্দর মেঘের ছবি। সাথে লেখা এবং বৃষ্টি মিলিয়ে অসাধারণ একটা পোষ্ট।

০১ লা অক্টোবর, ২০০৯ দুপুর ২:২৪

তারার হাসি বলেছেন:
অনেক অনেক শুভেচ্ছা!

৪৭| ২৮ শে অক্টোবর, ২০০৯ রাত ১:৪৬

নিহন বলেছেন: +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.