![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উদ্দেশ্যহীন পথচলা , যেন পানিতে ভেসে থাকা খড়কুটো ..................।
১
বাংলাদেশ বিমানের ঢাকা টু লন্ডন সরাসরি ফ্লাইটে লন্ডন যাচ্ছে অভি। বাংলাদেশ দূতাবাসের কালচারাল উপদেষ্টা হিসেবে নতুন জয়েন করেছে সে। অন্য কারো জন্য এই চাকরিটাই হতো সোনার হরিণ কিংবা লক্ষ টাকায় কেনা নিজস্ব সম্পত্তি।
বোয়িং এর জানালা দিয়ে সাদা মেঘের খোলা আকাশের দিকে তাকিয়ে ভাবে তার কথা। আজ থেকে ৬ বছর আগের কথা। ইন্ট্যার পাশ করার পর আর্মিতে নতুন ক্যাডেট হিসেবে যোগদান করে সে। প্রথম যোগ দেয়ার পর কঠিন সব দিন পার করেছে সে। প্রতিটি পরীক্ষা সফলভাবে প্রথম স্থানে থেকে শেষ করেছে। স্কুল জীবন থেকেই তার দৃঢ় লক্ষ্য আর্মিতে জয়েন করে দেশ সেবা করা তার উপর উপরি হিসেবে পাওয়া যাবে রোমান্ঝকর সব অভিজ্ঞতা। কিন্তু ভাগ্যের নির্মমতায় একেবারে শেষ সময়ে এসে পড়ে গিয়ে হাত ভেংগে যায়। হতাশাগ্রস্থ হলেও আশা ছিলো হয়তো তার ট্রেনিং এর রেজাল্টের কারনে হয়তো তাকে সুস্থ হবার পর সুযোগ দেয়া হবে। পায়নি সে তবে যা পেয়েছে তা আবার সবাই পায়নি।
যখন সে হাত ভেংগে বাসায় তার আগে থেকেই একদল বিশেষ পাওয়ারফুল মানুষের নজরে ছিলো সে। আর্মি না ডাকলেও তারা ডেকেছিলো।
২
২০০৬ সাল । বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে কোনো সরকারী গোয়েন্দা সংস্থাই নিরপেক্ষ নয়। যখন তখন সরকারের সাথে তাদেরও নীতি বদলে যায়। তার উপর টাকা বিনিময়ে যে কোন গোপন খবর ফাঁস করা কোনো ব্যাপারই ছিলো না।
এই অবস্থায় তিন বাহিনী প্রধান খুব গোপনে এক সূদুর প্রসারী পরিকল্পনা হাতে নেন। তিন জনের মিলিত সিদ্ধান্তে গঠিত হয় '' বাংলাদেশ সিক্রেট সার্ভিস '' ।
বিএসএস এর দায়িত্ব দেয়া হয় অত্যন্ত বিশ্বস্ত মেজর জেনারেল আলী মনসুরের হাতে। আলী মনসুর দয়িত্ব নিয়েই মাঠে নেমে পড়ে কারন সে বুঝতে পেরেছিলো বিএসএস এর আসলেই কি ভয়ানক দরকার বাংলাদেশে। একেবারে গোড়া থেকে শুরু করে সে। ডিজিএফআই , আর্মি ইন্টিলিজেন্স এর গোপন নথিতে প্রাপ্ত কিছু বিশ্বত্ব অফিসারদের নাম নিয়ে তাদের স্পেশাল কিছু ট্রেনিংয়ের মাধ্যমে কাজ শুরু করেন মে.জে. মনসুর। তবে তাদের কাউকেই প্রথমে জানানো হয়নি কি কারনে তাদের আলাদা এই ট্রেনিংয়ের ব্যবস্থা।
চায়না , যুক্তরাস্ট্র এবং যুক্তরাজ্যের সাথে বন্ধুত্বের সুবাদে নিয়মিতই সামরিক ট্রেইনিং আদান-প্রদান হতো। ট্রেনিং গ্রাউন্ডের সেরা স্টাফদের পাঠানো হয় উচ্চতর প্রশিক্ষনের জন্য। তারপর তাদের নিয়ে গঠিত হয় দেশের সেরা সামরিক ট্রেনিং টিম।তারা সবদিকেই সেরা মানে স্থল , বিমান এবং নৌ ক্ষেত্রে। তারপর একটা টিম মোটামোটি দাড়িয়ে গেলে শুরু হয় জনবল খোজা। আর্মি , বিমান ,নৌ বাহিনীতে যেইসব তরুন যোগদান করে তাদের মধ্যে সেরাদের নিয়ে আসা হয় বিএসএস তে। আরেকটি টিম কাজ করে দেশের বিশ্ববিদ্যালয়ের মেধাবীদের নিয়ে। ফিজিক্স , কেমিস্ট্রি , বায়োলজী, ইন্জিনিয়ারিং এর সেরাদের নিয়ে গঠিত হয় স্বয়ং সম্পূর্ন গবেষনা উইং। যাদের কাজ হলো বিভিন্ন প্রচলিত অস্ত্র , এসপায়োনাজ জগতের টুকিটাকি প্রয়োজনীয় বিভিন্ন জিনিসের গোপন উন্নতি সাধন।
বিসিসির সেরা বিভাগ হলো হ্যকার উইং। দেশের অসাধারন সব তরুন হ্যকার যারা প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই হ্যাক করতো সেরা সব অনলাইন নিরাপত্তা ব্যবস্থা , তাদের গোপনে নিয়ে আসা হয় বিএসএস তে। তাদের সাথে দেশ সেরা কম্পউটার বিশেষজ্ঞদের নিয়ে এই উইং গঠিত হয়।তারপর দীর্ঘ ৫ বছর পর আজ বিএসএস সম্পূর্নভাবে আধুনিক একটা ইন্টিলিজেন্স বাহিনী।
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
প্রবাল দ্বীপ - ২ ( রহস্য গল্প )
রহস্য গল্প লেখার একটা চেষ্টা করছি। মাসুদ রানার অন্ধ ভক্ত হিসাবে গল্পে তার ছায়া খুজে পাওয়া গেলে আমি দায়ী না।
মেঘের দেশে
১২ ই ডিসেম্বর, ২০১১ রাত ৩:২৩
মেঘের দেশে বলেছেন: ধন্যবাদ
২| ১২ ই ডিসেম্বর, ২০১১ রাত ৩:৩৩
রিয়েল ডেমোন বলেছেন: ছোট, পড়তে ভালো লাগছিল। পরের পর্বে কিছু চমক রাখবেন আশাকরি, যেন পড়তে উৎসাহ এবং প্রবল আগ্রহ পাওয়া যায়, যেমন ছিল এই পর্বের শেষটায়।
১২ ই ডিসেম্বর, ২০১১ রাত ৩:৪২
মেঘের দেশে বলেছেন: ধন্যবাদ রিয়েল।
চেষ্টা করছি কিছু লেখার । পরের পর্ব লেখার মাঝপথে.........
৩| ১২ ই ডিসেম্বর, ২০১১ ভোর ৪:৪৮
সুদীপ্ত কর বলেছেন: পরের পর্ব তাড়াতাড়ি দেন। এসব গল্প ভালু পাই।
+
তবে, কিছু অনিচ্ছাকৃত(মনে হচ্ছে) ভুল বা অসংগতি চোখে পড়লো।
বাংলাদেশ সিক্রেট সার্ভিস = বিসিসি????? (বি এস এস হতে পারে)
শেষের আগের লাইনে মনে হয় উইং শব্দটা মিস হয়ে গেছে।
তবে গল্প ভালো হচ্ছে
১২ ই ডিসেম্বর, ২০১১ ভোর ৫:৩৮
মেঘের দেশে বলেছেন: ওহো আসলেই ধুর
ধন্যবাদ
পরের পর্ব আসবে তাড়াতাড়িই
৪| ১২ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:২৮
শশী হিমু বলেছেন: বাহ বাহ! শেষে আইসা মজা পাইতাছিলাম। চলুক চলুক।
১২ ই ডিসেম্বর, ২০১১ রাত ৮:৫১
মেঘের দেশে বলেছেন:
৫| ১২ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ২:১০
সুমন্তত্রিদিব বলেছেন: চালিয়ে যাও বন্ধু।।
১২ ই ডিসেম্বর, ২০১১ রাত ৮:৫১
মেঘের দেশে বলেছেন: ধন্যবাদ বন্ধু
৬| ১২ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:৩২
অচেনা রাজ্যের রাজা বলেছেন: এবার মনে ব্লগে নতুন কিছু পড়বো....
তাড়াতাড়ি নতুন পর্ব দেন.... অপেক্ষায় আছি...
১২ ই ডিসেম্বর, ২০১১ রাত ৮:৫১
মেঘের দেশে বলেছেন: নতুন পর্ব মাঝপথে আছে
৭| ১২ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:৪৪
ছাইরাছ হেলাল বলেছেন:
এক সময় মাসুদ রানার ভক্ত ছিলাম।
আপনার লেখা আগ্রহ নিয়ে পড়লাম এবং পড়ব ।
১২ ই ডিসেম্বর, ২০১১ রাত ৮:৫১
মেঘের দেশে বলেছেন: ধন্যবাদ
৮| ১২ ই ডিসেম্বর, ২০১১ রাত ৮:৫৯
বৃষ্টিবেস্ট বলেছেন: খুব ভাল লাগছে, চলুক।
১৩ ই ডিসেম্বর, ২০১১ ভোর ৬:৪৩
মেঘের দেশে বলেছেন: ধন্যবাদ
৯| ১২ ই ডিসেম্বর, ২০১১ রাত ৯:৩৫
সায়েম মুন বলেছেন: +
১৩ ই ডিসেম্বর, ২০১১ ভোর ৬:৪৩
মেঘের দেশে বলেছেন: ধন্যবাদ
১০| ১৩ ই ডিসেম্বর, ২০১১ রাত ১২:১৩
মোঃ গোলাম কিবরিয়া বলেছেন: কাল রাতে মোবাইল দিয়া পরছিলাম , শেষ হওার পর ভিশন মন খারাপ হল এত তাড়াতাড়ি শেষ হইয়ে গেল তাই আপনার কাছে একটা দাবি আছে , প্লিজ গল্পতা সিরিজ আকারে যত বড় করা যায় করেন , আর এই কাহিনী মাসুদ রানার মত চলুক , আপনি লেখা বন্ধ কইরেন না একটা গল্প লিখে , এই সিরিজ এর আরও গল্প চাই , পরিশেষে একটাই কথা গল্প টা অনেক অনেক অনেক ভাল লাগছে
প্রিয়তে , আর গল্প শেষ হলে একটা ই বুক করে দিয়েন ,,
১৩ ই ডিসেম্বর, ২০১১ ভোর ৬:৪৪
মেঘের দেশে বলেছেন: ওক্কে চেষ্টা করবো আর ধন্যবাদ
২য় পর্ব আসবে শিগগিরই
১১| ১৩ ই ডিসেম্বর, ২০১১ রাত ২:২৭
চাটিকিয়াং রুমান বলেছেন: ভালো লেগেছে গল্পটা।
পরের পর্ব পড়ার অপেক্ষায়।
১৩ ই ডিসেম্বর, ২০১১ ভোর ৬:৪৪
মেঘের দেশে বলেছেন: ধন্যবাদ
১২| ১৩ ই ডিসেম্বর, ২০১১ ভোর ৬:৫০
রোজেল০০৭ বলেছেন: পিলাচ।++++
পরের পর্ব পড়ার জন্য অধীর অপেক্ষা।
১৩ ই ডিসেম্বর, ২০১১ সকাল ৭:৫০
মেঘের দেশে বলেছেন: অনেক ধন্যবাদ
১৩| ১৩ ই ডিসেম্বর, ২০১১ রাত ১০:৫৭
নীরব 009 বলেছেন: পড়েছি আজ। কিন্তু কমেন্ট করা হয়নি
নাইস...
১৩ ই ডিসেম্বর, ২০১১ রাত ১১:১১
মেঘের দেশে বলেছেন: ধন্যবাদ
পরের পর্ব আসবে আজকেই একটু পর
১৪| ১৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ২:৫০
নীরব 009 বলেছেন: ফেসবুকে পড়ে আসলাম। ২য় পর্ব নাই কেন? লিঙ্কে গেলে কয় লেখক পোস্ট সরায় ফেলসে...
নোটে বলে দিসি, বাকি অংশ না লিখলে থ্রি ডাব্লিউকে যেন বিশ্বাস করতে হয়, এমুন অভিশাপ দিবো
১৭ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৪৯
মেঘের দেশে বলেছেন: হা হা হা ২য় পর্বে ১ম অংশ যোগ করে দিছি
১৫| ১৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ২:৫২
নীরব 009 বলেছেন: আমার মস্তিস্কে কিঞ্চিত মনে হয় সমস্যা হইসে। প্রথম কমেন্টটা যে কেন করসিলাম কিংবা অন্য কোন পোষ্টে করসিলাম কি না, এখন কিছুতেই মনে করতে পাড়ছি না
১৭ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৫০
মেঘের দেশে বলেছেন: কি কয়
©somewhere in net ltd.
১|
১২ ই ডিসেম্বর, ২০১১ রাত ৩:১৫
ইসরা০০৭ বলেছেন: প্রথম প্লাস
ভালোলাগলো।