নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি লেখক নই, মাঝে মাঝে নিজের মনের ভাবনাগুলো লিখতে ভাল লাগে। যা মনে আসে তাই লিখি,নিজের ভাললাগার জন্য লিখি। বর্তমানের এই ভাবনাগুলোর সাথে ভবিষ্যতের আমাকে মেলানোর জন্যই এই টুকটাক লেখালেখি।

তারেক_মাহমুদ

পৃথিবীর সব ভাল টিকে থাকুক শেষ দিন পর্যন্ত

তারেক_মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

রোজার শৈশব স্মৃতি

২০ শে মে, ২০১৮ দুপুর ১২:০৬



ছোটবেলা আমার কাছে রোজার প্রধান আকর্ষণ ছিল ইফতার এখনো তাই। পৃথিবীর আর কোন খাবারের সাথে ইফতারির তুলনা হয় না। অন্য সময় যত ভাল খাবারই খাই না কেন, সবকিছুর চেয়ে রোজার মাসের ইফতারের ছোলা মুড়ি, শরবত খেজুরকে আমার কাছে সেরা মনে হয়। ছেলেবেলায় ডাইনিং টেবিলে না বসে আমরা ফ্লোরে চাদর বিছিয়ে ইফতার করতে বসতাম। আমার আব্বা বলতো নিচে দস্তরখানা বিছিয়ে ইফতার করলে বেশি ছওয়াব পাওয়া যায়। নানারকম ভাজাপোড়া আইটেম থাকতো ইফতারিতে,সাথে ছোলা মুড়ি । দারুণ মজা করে খেতাম সেসব ইফতারি। আমি ছোট ছিলাম তাই রোজা রাখতাম না, কিন্তু ইফতারি সময় পাঞ্জাবি টুপি পরে আগে আগে বসে পড়তাম। আব্বা বলতেন ইফতারি খেলেও অনেক ছওয়াব পাওয়া যায়,তাই অন্যরা সবাই রোজা রেখে ছওয়াব কামাই করতো আর আমি মজা করে ইফতারি খেয়ে ছওয়াব হাসিল করতাম।

রাতে আব্বার হাত ধরে তারাবি নামাজ পড়তে যেতাম। মসজিদে গেলেই অনেক বন্ধুদের সাথে দেখা হয়ে যেতো। নামাজ পড়ার পাশাপাশি মসজিদের বারান্দায় দুষ্টুমিও করতাম,এজন্য বড়দের কাছে বকাও খেতে হতো মাঝেমাঝে। আট রাকাত তারাবি পড়ে আহালে হাদিসের লোকেদের সাথে বাসায় চলে আসতাম। সে সময় সাড়ে আটটায় বিটিভিতে আলিফ লাইলা, নাটক, টিপু সুলতানসহ অন্যান্য আকর্ষণীয় অনুষ্ঠানগুলো প্রচারিত হতো,সেগুলো দেখার জন্যই এত তাড়াহুড়ো।

আমি ছোট ছিলাম তাই সেহেরিতে আমাকে ডাকা হতো না। তখন সেহেরি নিয়ে আমার কল্পনা ছিল অন্যরকম ,মনে করতাম সেহেরিও ইফতারির মত মজাদার কিছু। একদিন আম্মাকে আগেই বলে রেখেছিলাম আজ আমি সেহেরি খাবোই খাবো। সেহেরিতে ঘুম থেকে উঠে দেখি সবাই আউসের চাউলের ফেনাভাত সাথে আলু বেগুন ভর্তা, ডিম ভাজি, দুধ, দিয়ে সেহেরি করছে দেখে আমি খুবই হতাশ হলাম। সেহেরিকে কত মজার ভেবেছিলাম, এতো খুবই সাধারণ খাবার। এখনো আমাদের বাড়িতে সেহেরিতে আলুবেগুন ভর্তা দিয়ে আউসের চালের গরম ফেনাভাত খাওয়ার প্রচলন আছে। সেহেরিতে মাছ মাংসের চেয়ে এই খাবারটাকে এখনও আমার কাছে অমৃত মনে হয়। রোজার এই একমাস আম্মার ঘুমের খুবই ব্যাঘাত হয় সবসময় ,সেই দুটোর সময় উঠে ভাত রান্না করে ভর্তা বানিয়ে তবেই সবাইকে ডাকে দেন। আসলে মা'দের পরিশ্রম সারাজীবনের, যার কোন পারিশ্রমিক নেই।আর রোজার মাসের পরিশ্রম অনেক বেশি।

রোজার মাস হোক প্রকৃতই সংযমের,রোজায় খাবারের কথা বেশি না ভেবে ইবাদতে মনোনিবেশ করা উচিত। সবার রোজা আল্লাহর দরবারে কবুল হোক এটাই প্রত্যাশা।

মন্তব্য ৪৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০১৮ দুপুর ১২:১২

কাইকর বলেছেন: ভাল লাগলো পড়ে। শেষের কথাগুলো খুব ভাল বলেছেন।ধন্যবাদ ও ভালবাসা রইলো।

২০ শে মে, ২০১৮ দুপুর ১২:২২

তারেক_মাহমুদ বলেছেন: কাইকর ভাই
পাঠ এবং মন্তব্যের জন্য ধন্যবাদ। আপনাকে প্রথমবার পেলাম আমার ব্লগে। আপনাকে স্বাগতম অনেক শুভেচ্ছা এবং ভালবাসা।

২| ২০ শে মে, ২০১৮ দুপুর ১২:১৪

বৃষ্টি বিন্দু বলেছেন: আমরা ইফতারেই বেশি মনোযোগী।
অথচ সিয়াম সাধনা এই শিক্ষা দেয়না।
আল্লাহ সুবহানুতায়ালা আমাদের সহি বুঝ দিন, আমিন।
ধন্যবাদ সুন্দর এই লিখা উপহার দেয়ার জন্য।

২০ শে মে, ২০১৮ দুপুর ১২:২৯

তারেক_মাহমুদ বলেছেন: রোজার মাসে আমাদের দেশের মহিলাদের ইফতারি বানাতে বানাতে এতটাই ক্লান্ত হয়ে পড়েন যে ইবাদত করাও তাদের জন্য কঠিন হয়ে পড়ে। আল্লাহ আমাদের ইবাদত কবুল করুন।

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ বৃষ্টি বিন্দু আপু।

৩| ২০ শে মে, ২০১৮ দুপুর ১২:১৬

জুন বলেছেন: আপনার রোজা নিয়ে স্মৃতিচারনটি খুব ভালোলাগলো । মনে পরে গেলো ছোটবেলার আধা রোজা পৌনে রোজার কথা :)
মায়েদের পরিশ্রম শুধু সেহেরী ইফতারেই শেষ নয়। বাসার বে-রোজদারদের জন্যও খাটুনী আছে অনেক। তবে সবই আল্লাহ তালার সন্তষ্টির কথা ভেবে এই পরিশ্রম তারা হাসিমুখেই করে তারেক মাহমুদ :)
পবিত্র রমজানের শুভকামনা আপনার ও আপনার পরিবারের সবার জন্য ।

২০ শে মে, ২০১৮ দুপুর ১২:৪১

তারেক_মাহমুদ বলেছেন: শুভ দুপুর জুনাপি

আধা রোজা পৌনে রোজার বিষয়টিও দারুণ ছিল আপু। জীবনে যেদিন প্রথম একটা পুরো রোজা রেখেছিলাম সেদিন কি যে গর্ব হচ্ছিল সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। আর মহিলাদের রোজার মাসের পরিশ্রম সত্যি অনেক বেশি।

পাঠ সুন্দর মন্তব্য এবং লাইকের জন্য ধন্যবাদ আপু।

৪| ২০ শে মে, ২০১৮ দুপুর ১২:১৬

আকতার১২৩৪ বলেছেন: অনেক সুন্দর বলছেন।

২০ শে মে, ২০১৮ দুপুর ১২:৪২

তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ আকতার ১২৩৪ ভাই।

পাঠ এবং মন্তব্যের জন্য ভালোলাগা এবং ভালবাসা।

৫| ২০ শে মে, ২০১৮ দুপুর ১২:১৯

অনুতপ্ত হৃদয় বলেছেন: আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যে রোজা বা সাওম পালন করে থাকে। সুবহি সাদিক থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যে সকল প্রকার পানাহার ও ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত থাকার নামই হচ্ছে সাওম বা রোজা।

তবে শুধু রোজা রাখলেই হবে না। রোজা কবুল হওয়ার জন্য বিভিন্ন বিষয় আপনাকে মেনে চলতে হবে।
আমাদের প্রত্যকের রোজা কবুল কর আল্লাহ্‌

২০ শে মে, ২০১৮ দুপুর ১২:৫০

তারেক_মাহমুদ বলেছেন: চমৎকার মন্তব্যের ধন্যবাদ, মহান আল্লাহ সুবহানাহু আলা আমাদের সবার রোজা কবুল করুণ।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

৬| ২০ শে মে, ২০১৮ দুপুর ১২:২৮

পদাতিক চৌধুরি বলেছেন: তারেক ভাই, ভাল লাগলো আপনার রমজানের শৈশব রোমন্থনে। তবে আমি বহুদিন পর্যন্ত অর্ধেক রোজা রেখে একটি পূর্ণ ধরতাম। অঙ্কেও তাই বলে। অনেক পরে যদিও বিষয়টি ক্লিয়ার হয়। পোষ্টে ভাল লাগা +++ রেখে গেলাম।

২০ শে মে, ২০১৮ দুপুর ১২:৫৭

তারেক_মাহমুদ বলেছেন: পদাতিক ভাই

আমাদের শৈশবকালটা সবারই একই রকম, আপনার মত আমিও এমনি হিসেব করতাম দুইটা হাফ রোজা সমান একটা পুরো রোযা। তবে জীবনে প্রথম একটা পুরো রোজা রাখার আনন্দের তুলনা হয় না।

পাঠ মন্তব্য এবং লাইকের জন্য ধন্যবাদ এবং ভালবাসা ভাইয়া।

৭| ২০ শে মে, ২০১৮ দুপুর ১:০৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
স্মৃতিচারন ভাল লাগলো।

২০ শে মে, ২০১৮ দুপুর ১:১২

তারেক_মাহমুদ বলেছেন: লেখাটি আড্ডাঘরে শেয়ার করার জন্য লিখেছিলাম একটু বড় হয়ে গেল, তাই প্রথম পাতায় দিয়ে দিলাম। মন্তব্যের জন্য ধন্যবাদ মাইদুল ভাই।

৮| ২০ শে মে, ২০১৮ দুপুর ১:২১

আকতার আর হোসাইন বলেছেন: ভালো লাগলো... ফেনাভাত কি চিনিনা...


রোজার মাস হোক প্রকৃতই সংযমের

২০ শে মে, ২০১৮ দুপুর ১:৩৫

তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ ভাই আকতার।

ফেনাভাত হচ্ছে একটু মাড়যুক্ত ভাত, ভর্তাদিয়ে গরম ফেনাভাত খেতে দারুন লাগে, তবে সেটা বাজারে যে চাউল পাওয়া যায় সেই চাউলের নয়,একেবারে দেশি আউশ ধানের চাল হতে হবে। রোজায় সবার ইবাদত কবুল হোক। মন্তব্যের জন্য ধন্যবাদ এবং শুভ কামনা।

৯| ২০ শে মে, ২০১৮ দুপুর ১:৪৭

শিখা রহমান বলেছেন: তারেক ভালো লাগলো। ছোটবেলার রোজার দিনগুলো মনে পড়ে গেলো। ইফতারের সময়ে সবাই মিলে খাবারের সামনে বসে আজানের জন্য অধীর অপেক্ষা, আধা বেলা রোজা রাখার কথা মনে পড়লো। যখন ছোট ছিলাম রোজা রাখার জন্য জেদ করতাম। অনেক সময়েই সেহেরীর সময়ে উঠতে পারতাম না বা ডাকা হতো না বলে কি কান্নাকাটি!!

সুন্দর লিখেছেন। ভালোলাগা ও শুভকামনা থাকলো।

২০ শে মে, ২০১৮ দুপুর ২:৩৪

তারেক_মাহমুদ বলেছেন: প্রিয় শিখা আপু
আপনার রোজার অভিজ্ঞতা বর্ণনা করার জন্য ধন্যবাদ, আমাদের সবারই এইদিন দিয়ে মিল আছে, ছোটবেলায় সবার রোজা রাখা দেখে রোজা রাখার জন্য জিদ ধরতাম । সুন্দর মন্তব্য অনেক ভালোলাগা এবং ধন্যবাদ।

১০| ২০ শে মে, ২০১৮ দুপুর ২:০৩

পবন সরকার বলেছেন: আহারে ভাইরে! কি কথা মনে করে দিলেন!! বহু বছর হলো আউশ ধান চোখেই দেখি না। খুব ভালো লাগল আপনার স্মৃতিচারণ।

২০ শে মে, ২০১৮ দুপুর ২:৩৯

তারেক_মাহমুদ বলেছেন: আউসের চাল পাওয়া এখন খুবই কঠিন, কিছু কিছু সুপার সপে এখন চড়া দামে আউসের মোটা চাউল বিক্রি করছে। আমার রোজার স্মৃতিচারণ ভাললেগেছে জেনে আমারো ভাল লাগলো।

ধন্যবাদ প্রিয় পবন ভাই।

১১| ২০ শে মে, ২০১৮ বিকাল ৩:২৭

ঢাবিয়ান বলেছেন: দেশি আউশ চালের ফেনাভাত খাইনি কখনও। গন্ধটা মনে হচ্ছে দারুন হবে।

২০ শে মে, ২০১৮ বিকাল ৩:৩৬

তারেক_মাহমুদ বলেছেন: মোটা লাল চাউল, এক সময় শহুরে মানুষেরা নাক সিটকাতো আউসের চাউল দেখলে, আর এখন অনেকেই বেশি দাম দিয়ে আউসের চাল কিনে খায়,সাথে আলু বেগুন ভর্তা হলে কথাই নেই। আসলেই দারুণ ঢাবিয়ান ভাই। মন্তব্যের জন্য ধন্যবাদ।

১২| ২০ শে মে, ২০১৮ বিকাল ৩:২৭

রাজীব নুর বলেছেন: আপনার শৈশব সৃতি পড়তে পড়তে নিজের শৈশবে ফিরে গিয়েছিলাম।

২০ শে মে, ২০১৮ বিকাল ৩:৪০

তারেক_মাহমুদ বলেছেন: আপনাকে শৈশবে ফিরিয়ে নিয়ে যেতে পেরেছি জেনে ভাল। মন্তব্যের জন্য ধন্যবাদ রাজীব ভাই।

১৩| ২০ শে মে, ২০১৮ বিকাল ৩:৪৪

কাওসার চৌধুরী বলেছেন: রোযার মাসের চমৎকার স্মৃতিচারণমমূলক একটি লেখা। আসলেই ইফতার করাটাই ছিল শৈশবের সবচেয়ে আনন্দের। আর সেহরীও ছিল একটা আলাদা ভাল লাগার।

২০ শে মে, ২০১৮ বিকাল ৩:৫৭

তারেক_মাহমুদ বলেছেন: কাওসার ভাই, শুভ বিকেল

আসলেই রোজার ইফতারের সাথে অন্য কিছুর তুলনা হয় না। অনেক ধন্যবাদ প্রিয় কাওসার ভাই।

১৪| ২০ শে মে, ২০১৮ বিকাল ৪:০৭

মোস্তফা সোহেল বলেছেন: আপনার স্মৃতিচারন ভাল লাগল।

২০ শে মে, ২০১৮ বিকাল ৪:১২

তারেক_মাহমুদ বলেছেন: পাঠ এবং মন্তব্যের জন্য ধন্যবাদ প্রিয় সোহেল ভাই।

১৫| ২০ শে মে, ২০১৮ বিকাল ৪:১৯

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার স্মৃতিচারন !
লেখায় ভালোলাগা।

২০ শে মে, ২০১৮ বিকাল ৪:২৩

তারেক_মাহমুদ বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে আমারো ভাল লাগলো। ধন্যবাদ প্রিয় মনিরা আপু।

১৬| ২০ শে মে, ২০১৮ রাত ৮:০২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: রোজা নিয়ে আমারো অনেক স্মৃতি আছে।

২০ শে মে, ২০১৮ রাত ৮:১৫

তারেক_মাহমুদ বলেছেন: রোজা নিয়ে আমাদের সবার স্মৃতি ভান্ডারে কিছু না কিছু স্মৃতি জমে আছে। শেয়ার করে ফেলুন শাহাদাৎ ভাই।
মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৭| ২০ শে মে, ২০১৮ রাত ৮:৩১

সুমন কর বলেছেন: আপনার স্মৃতিচারণ পড়ে বেশ ভালো লাগল। +।

২০ শে মে, ২০১৮ রাত ৯:৪৮

তারেক_মাহমুদ বলেছেন: অনেক ধন্যবাদ এবং ভালবাসা সুমন ভাই।

১৮| ২১ শে মে, ২০১৮ রাত ২:২৯

চাঁদগাজী বলেছেন:


আউস চালের ভাত খেতে ভালো লাগতো; ফেনাভাত কি রকম ভাত?

২১ শে মে, ২০১৮ সকাল ৮:২১

তারেক_মাহমুদ বলেছেন: ভেনাভাত হচ্ছে মাড়যুক্ত ভাত,এই ভাত গরম গরম আলু বেগুন ভর্তা দিয়ে খেতে হয়।

১৯| ২১ শে মে, ২০১৮ সকাল ৭:৪২

আকিব হাসান জাভেদ বলেছেন: তারেক ভাই আপনি কি এখনো আহলে হাদিসে আছেন । এমনেতেই বললাম । আউস চাল ছাড়া বাকি সব কিছু মিলে গেছে খাপেখাপ । রোজার মাসে আমাদের সকলের ইবাদাত আল্লাহ কবুল করুণ । আর আমরা যেন সঠিক সহিত ভাবে ইবাদাত করতে পারি তার তৈাফিক দান করনে । সুন্দর , ভালো পোষ্টে ভালোলাগা রহিলো।

২১ শে মে, ২০১৮ সকাল ৮:২৫

তারেক_মাহমুদ বলেছেন: হা হা হা, আসলে ২০ রাকাত তারাবি নামাজ পড়া বেশ কঠিন কাজ। সব এলাকায় আউসের চাল পাওয়া যায় না তাই আউসের চাল মেলার সম্ভাবনা কম। মন্তব্যের জন্য ধন্যবাদ জাভেদ ভাই।

২০| ২১ শে মে, ২০১৮ সকাল ৯:৫০

শামচুল হক বলেছেন: ছোটকালের স্মৃতিচারণ খুব ভালো লাগল।

২১ শে মে, ২০১৮ সকাল ১০:৩৩

তারেক_মাহমুদ বলেছেন: পাঠ এবং সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ শামচুল ভাই।

২১| ২৩ শে মে, ২০১৮ দুপুর ২:৫২

মিরোরডডল বলেছেন: খুব ভালো লাগলো

২৩ শে মে, ২০১৮ বিকাল ৩:০০

তারেক_মাহমুদ বলেছেন: বরাবরই আপনাকে পাশে পাই সেজন্য অনেক ধন্যবাদ, আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগলো ।

২২| ২৬ শে মে, ২০১৮ রাত ১০:০৮

শিমুল_মাহমুদ বলেছেন: নিজের শৈশবকে খুঁজে পেলাম।

২৭ শে মে, ২০১৮ সকাল ৮:০৫

তারেক_মাহমুদ বলেছেন: জেনে ভাল লাগলো ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.