নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি লেখক নই, মাঝে মাঝে নিজের মনের ভাবনাগুলো লিখতে ভাল লাগে। যা মনে আসে তাই লিখি,নিজের ভাললাগার জন্য লিখি। বর্তমানের এই ভাবনাগুলোর সাথে ভবিষ্যতের আমাকে মেলানোর জন্যই এই টুকটাক লেখালেখি।

তারেক_মাহমুদ

পৃথিবীর সব ভাল টিকে থাকুক শেষ দিন পর্যন্ত

তারেক_মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

ছুটিরদিন বিকেলে বইমেলায়

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:২৪




গত কয়েকদিন ধরেই বইমেলায় যাওয়ার কথা ভাবছিলাম, অবশেষে ছুটিরদিনে সিদ্ধান্ত নিয়েই ফেললাম মেলায় যাওয়ার। শুক্রবার ছুটির দিন হওয়ায় বইমেলায় উপচে পড়া ভিড়। বিশাল লাইন দেখে বেশ বিরক্তি নিয়েই মেলায় প্রবেশ করলাম।দেখে মনে হল ছুটিরদিনে ঢাকা শহরের সব মানুষ আজ বই মেলায় চলে এসেছে।



 

মেলায় প্রবেশ করতেই বেশকয়েকটি নজরকাড়া স্টল চোখে পড়লো এবারের মেলায়।








 

 

 
 

অন্যপ্রকাশের স্টলের উপরের অংশের ব্যালকনী হুমায়ুন স্যারের প্রতিকৃতি দেখে বুকের ভিতরটা হাহাকার করে উঠলো। মনে হল সেইসময়ের কথা যখন আমরা শুধুমাত্র স্যারের বইকেনার জন্যই মেলায় যেতাম,আর স্যার অটোগ্রাফ দিতে দিতে হিমশিম খেয়ে যেতেন। আজ বইমেলা আছে কিন্তু স্যার নেই।



মেলায় ঢুকে কিছুক্ষণ ঘুরাঘুরির পর উৎস প্রকাশনীর প্যাভিলিয়নে দেখা হল সামু ব্লগের অন্যতম নক্ষত্র ব্লগার কাওসার ভাইয়ের সাথে।কাওসার ভাই খুবই আন্তরিক মানুষ এবং আমার প্রিয় মানুষদের একজন। এবারের বইমেলায় উনার লেখা গল্পের বই বায়স্কোপ ব্যাপক সাড়া ফেলেছে।



বাংলা একাডেমীর ক্যান্টিনে দেখা হল আহমেদ জি এস এবং সৈয়দ তাজুল ইসলাম ভাইয়ের সাথে। আহমেদ জি এস ভাইয়ার মত একজন গুনি ব্লগারের সানিধ্য পেয়ে সত্যি ধন্য হলাম। 

 

এক রঙ্গা এক ঘুড়ি স্টলের সামনে দেখলাম সামু ব্লগারদের মিলনমেলা, একে একে দেখা হল, কাল্পনিক_ভালবাসা, নীলসাধু,প্রামাণিক, অগ্নি সারথি ভাইয়াসহ আরো বেশ কয়েকজন গুণি ব্লগারের সাথে। চললো তুমুল আড্ডা।

 

 




অতঃপর কিছু প্রিয় মানুষের সাথে চমৎকার একটি বিকেল কাটিয়ে এবার ঘরে ফেরার পালা।



মন্তব্য ৩৬ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:২৮

রূপক বিধৌত সাধু বলেছেন: আপনাদের দেখে ভালো লাগলো।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:২৫

তারেক_মাহমুদ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:৪১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বই মেলায় যাওয়ার প্রবল ইচ্ছে থাকার পরও যেতে পারতেছিনা, তবে আশা ছাড়িনি এখনও।

ভালো লাগলো আপনার ও সুপ্রিয় ব্লগারদের দেখতে পেরে।
শুভকামনা রইল

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:২৭

তারেক_মাহমুদ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ নয়ন ভাই, চলে আসুন একদিন সত্যি অনেক ভাল লাগবে।

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:৪৫

জুন বলেছেন: বইমেলার টুকরো খবর আর ছবি দেখে ভালোলাগলো তারেক মাহমুদ।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৩১

তারেক_মাহমুদ বলেছেন: জুনাপি আপনি আসবেন না? নাকি দেশের বাইরে, অনেক ধন্যবাদ ও শুভ কামনা।

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:০৪

ম্যাড ফর সামু বলেছেন: ইশ কি দারুণ একটা মিস! আগে জানলে তো আপনাদের এই সুন্দর মুহুর্তের আমিও একজন অংশীদার হতে পারতাম। আফসোস আফসোস আর আফসোস। বইমেলার এত কাছে থেকেও যাওয়ার সময়টুকু বের করতে পারছি না।

তবে ছবিগুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ, মনে হচ্ছে অনেকের সঙ্গেই আমার পূর্ব পরিচয় আছে, অথবা কখনও কখনও কোথাও না কোথাও দেখা হয়েছিল, মনে হচ্ছে আপনিও আমার পূর্ব পরিচিত। যাহোক স্মৃতিময় বইমেলায় ব্লগারমেলা শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:০২

তারেক_মাহমুদ বলেছেন: আসলেই আমাদের সামু ব্লগারদের মাঝে আত্মার সম্পর্ক, আপনি আসলে ভাল লাগতো, অনেক ধন্যবাদ ও শুভ কামনা।

৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৫৪

পদাতিক চৌধুরি বলেছেন: শুভসকাল প্রিয় তারেকভাই,

বইমেলায় আপনার টুকরো টুকরো মুহূর্ত গুলি ছবিতে দেখে খুবই ভালো লাগলো । শ্রদ্ধেয় হুমায়ূন আহমেদের প্রতিকৃতিটি কিন্তু ছবিতে স্পষ্ট নয় । মোট কয়টি বই কিনলেন সেটা কিন্তু জানতে পারলাম না । ফুড হার্বের কোনো ছবি নেই ! তাহলে কি কিছু খেলেন না ? বইয়ের সঙ্গে এক ঝাঁক ব্লগারকে দেখতে পাওয়া মানে উপরি পাওনা । পোস্টে ভালো লাগা ++

ফাল্গুনের শুভেচ্ছা ও ভালোবাসা জানবেন ।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৫৭

তারেক_মাহমুদ বলেছেন: প্রিয় পদাতিক ভাইয়া, হুমায়ুন স্যারের প্রতিকৃতি সম্বলিত স্টলের ছবিটি আবার দিলাম,খাওয়া বলতে শুধুই কফি খেয়েছিলাম আসলে মেলার ধুলাবালি মিশ্রিত খাবার খাওয়ার ইচ্ছে আমাদের কারোই ছিল না।

মোট বই কিনেছি ৫ টা সবচেয়ে উপরের ছবির বই গুলোই কিনেছি।

আপনাকেও অনেক শুভেচ্ছা ভালবাসা।

৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৫২

শাহরিয়ার কবীর বলেছেন: বইমেলাতে প্রিয় ব্লাগারদের একসাথে ছবিতে দেখে ভালো লাগলো।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৫৯

তারেক_মাহমুদ বলেছেন: আপনাকেও পেলে ভাল লাগতো, অনেক শুভেচ্ছা ও শুভকামনা।

৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:০২

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর পোষ্ট।
ভালো লাগলো পোষ্ট টি।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:০১

তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই এবারো আপনার সাথে দেখা হল না, হয়তো কোন একদিন দেখা হয়ে যাবে। অনেক অনেক শুভেচ্ছা।

৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:০৬

শায়মা বলেছেন: বাহ ভাইয়া!!!!

দারুন পোস্ট!!!!!!!!

প্রিয়তে রাখছি।

আমার পোস্টেও জুড়ে দেবো!

এক রঙ্গা এক ঘুড়ি আমাদের স্টল, আমাদের প্রকাশনী, আমাদের প্রকাশক ভাইয়া আর আমাদের বই!!!!!!!!!

অনেক ভালো লাগা!!!!

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:০৪

তারেক_মাহমুদ বলেছেন: যাই হোক আপনি কবে আসছেন মেলায়? আসলেই এক রঙ্গা এক ঘুড়ি সাথে ব্লগারদের আত্মার সম্পর্ক। অনেক শুভেচ্ছা ভালবাসা আপুনি।

৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৬

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: গুড।

আমিও যাব, কোন একদিন..:)

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:০৬

তারেক_মাহমুদ বলেছেন: যান যান তাড়াতাড়ি যান নিজের মুখখানা এবার একটু দেখান নিজাম ভাই।

১০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:০৯

প্রামানিক বলেছেন: মাঝে মাঝে এমন আড্ডায় যোগ হতে পারলে ভালই লাগল। ধন্যবাদ পোষ্টটি দেয়ার জন্য।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:০৮

তারেক_মাহমুদ বলেছেন: তাতো পারেই তবে পুরো ফ্রেবুয়ারী জুড়েই চলুক এমন মিলন মেলা। অনেক শুভেচ্ছা ও ভালবাসা।

১১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:২৮

ভুয়া মফিজ বলেছেন: প্রাণের মেলার ছবিগুলো দেখে ভালো লাগলো। কিছু কিছু স্টল দেখতে আসলেই দারুন হয়েছে। আপনার মেলা ভ্রমনের আনন্দে শরীক করলেন। এজন্যে আপনাকে অনেক ধন্যবাদ। :)

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:১০

তারেক_মাহমুদ বলেছেন: আপনি যদি দেশে থাকেন তবে একদিন সময় করে ঘুরে যান প্রাণের মেলায়, আরতো মাত্র কটা দিন। আপনাকে অনেক ধন্যবাদ মফিজ ভাই।

১২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩১

হাবিব বলেছেন: খুব ভালো লাগলো । কেমন আছেন তারেক ভাই?

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:১১

তারেক_মাহমুদ বলেছেন: আলহামদুলিল্লাহ ভাল আছি হাবিব ভাই।বসন্তের অনেক অনেক শুভেচ্ছা।

১৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:০৯

আরোগ্য বলেছেন: সুন্দর মুহূর্তগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:১২

তারেক_মাহমুদ বলেছেন: আপনাকেও ধন্যবাদ আরোগ্য ভায়া।

১৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:২৯

বলেছেন: ভালো লাগা যত ---------

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:১৩

তারেক_মাহমুদ বলেছেন: শুভেচ্ছা তত-----

১৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:২৩

সুমন কর বলেছেন: সবাইকে দেখে ভালো লাগল। আপনার কেনা ৫টির মধ্যে, ৪টি কিনেছি....

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩১

তারেক_মাহমুদ বলেছেন: অনেক ধন্যবাদ সুমন ভাই।

১৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৮

জাহিদ অনিক বলেছেন: খুব খুব খুব সুন্দর পোষ্ট। আলোকিত সবাই ব্লগের

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:৩৯

তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ কবি ভায়া।

১৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৯

অগ্নি সারথি বলেছেন: ভালোবাসা অফুরান প্রিয় সহব্লগার!

১৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৫৮

মেহেদী হাসান হাসিব বলেছেন: আমিও শুক্রবার গিয়েছিলাম।

১৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৫৮

মেহেদী হাসান হাসিব বলেছেন: আমার লেখা শোভার মৃত্যু গল্পটি আলোচিত ব্লগে এসেছে। সময় করে পড়ার অনুরোধ রইলো।

২০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:০০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: বাহ! দারুণ। আপনার কেনা পাঁচটির সাথে আরও দু'চারটি বই কেনার ইচ্ছে আছে।

ভালো থাকুন সবসময়, অনেক অনেক শুভকামনা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.