নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হে দারিদ্র্য, তুমি মোরে কর না মহান!!!

ভাতের মজা কিছুতেই পাই না।

আমি ভাল আছি

ব্লগ তো আমি এমনি এমনি পড়ি আর মাঝে মধ্যে লিখিও;) অন্যদের লেখায় মন্তব্য করার মজাটাই আলাদা। Tareq_chtg@ইয়াহু.কম

আমি ভাল আছি › বিস্তারিত পোস্টঃ

বিদায় সংবর্ধনা!

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:৩২

আমাদের অফিসের পাশেই একটা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। সেখানে মনে হয় পরীক্ষার্থী ছাত্র-ছাত্রীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান চলছে। পবিত্র কুরআন পাঠের মাধ্যমে সেটা শুরু হয়েছিল। এখন অবশ্য “মায়া বন বিহারিনী হরিণি” গানটা একটা মেয়ে খুব সুন্দর করে গাইছে। তার আগে আরেকটা পিচ্চি মেয়ে দরদী কন্ঠে গাইল “আকাশের হাতে আছে এক রাশ নীল” গানটা। পিচ্চিগুলো এত সুন্দর করে গান করে কিভাবে! অফিস থেকে বের হয়ে স্কুলের মাঠের পাশে দাঁড়িয়ে তাদের অনুষ্ঠানের কিয়দাংশ শুনলাম। ছোট ভাই-বোনরা বড় ভাই-বোনদের কাছ থেকে দোয়া চাইছে। দুস্টুমির জন্য ক্ষমাও চাইছে। আবার বলছে বিদায় বন্ধু বিদায়! শুনতে ভালই লাগছে।



অতঃপর বড়রা ছোটদের কাছে দোয়া সহ ভালভাবে পড়াশুনা করার উপদেশ বাণী শুনিয়ে অশ্রুসিক্ত কণ্ঠে বিদায় ভাষণ শেষ করল। আমারও চোখে পানি এসে গেল। খুব করে আমাদের ব্যাচের বিদায় সংবর্ধনার কথা মনে পড়ে গেল। দুই হাজার সালের কথা! কিভাবে দশটা বছর পেরিয়ে গেল টের ই পেলাম না! আহারে, কোনদিন জানি এই পৃথিবী আমাকে বিদায় সংবর্ধনা দিয়ে বসে!

মন্তব্য ২০ টি রেটিং +৭/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:৩৮

উড়ুউড়ু বলেছেন: আমার নিজের বিদায়ের কথাটা ও মনে পড়ে গেল...সেই দিনগুলো আসলেই ভোলা যায় না...

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:৩৯

আমি ভাল আছি বলেছেন: হ্যা ঠিক বলেছেন। সেই দিনগুলো আসলেই ভোলা যায় না

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:৪০

রাজিব খান০০৭ বলেছেন: ২০০০ রে আমারও মনে পড়ে। লেখাটা অনেক ভালো লেগেছে।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:৪২

আমি ভাল আছি বলেছেন: কিছু কথা সব সময়ই মনের কোণে পড়ে থাকে!

৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:৪৮

হুনার মন্দ বলেছেন: আহারে...অতীত তো মনে পড়লোই...কয়েকদিন আগে কনভোকেশনের কথাটাও মনে পইড়া গেল!! কতোজনের সাথে যে জীবনে আর দেখা হবে না!!!

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:৫১

আমি ভাল আছি বলেছেন: হুনার মন্দ বলেছেন: আহারে...অতীত তো মনে পড়লোই...কয়েকদিন আগে কনভোকেশনের কথাটাও মনে পইড়া গেল!! কতোজনের সাথে যে জীবনে আর দেখা হবে না!!!

আমার তো ভাই সত্যি চোখে পানি এনে দিলেন:'(

৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:৫৯

মাহমুদ ফয়সাল বলেছেন: আহারে, কোনদিন জানি এই পৃথিবী আমাকে বিদায় সংবর্ধনা দিয়ে বসে!

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:০০

আমি ভাল আছি বলেছেন: হ্য়ত কোন একদিন!!!

৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:১০

তায়েফ আহমাদ বলেছেন: এক যুগ আগের কথা মনে করিয়ে দিলেন!

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:১২

আমি ভাল আছি বলেছেন: পুরোন কথা মনে পড়া ভাল ;)

৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:১৪

চতুষ্কোণ বলেছেন: তায়েফ আহমাদ বলেছেন: এক যুগ আগের কথা মনে করিয়ে দিলেন!

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:১০

আমি ভাল আছি বলেছেন: আরও এক যুগ পরেও মনে পড়বে।;)

৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:১৭

হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন: ছোট ছোট বিদায়ের ঘটনাই আমাদের কাঁদায়। ভাগ্যিস! নিজের চিরবিদায়ের স্মৃতি মনে রাখার কোনো ব্যবস্থা নেই!

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:১১

আমি ভাল আছি বলেছেন: ভাগ্যিস!

৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:৩৩

সুব্রত চক্রবতর্ী বলেছেন: সবাইকে একদিন পৃথিবীর মায়া ছাড়তে হবে। কারন এ জগত সংসার এক মায়ার খেলা।

:(( :(( তাইতো বলি হায়রে মানুষ রঙিন ফানুস। ;) ;)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:১১

আমি ভাল আছি বলেছেন: দম ফুরাইলে ঠুশ!!

৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:৩৯

পাপতাড়ুয়া বলেছেন: পেছনে চলে গেলাম রে ভাই।

এখনো সবার মন খারাপিয়া মুখ গুলো ভাসছে।

একদিন কত হৈহুল্লোড়,আর এখন দেখাও হয় না।কত টানাপোড়েন।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:১৩

আমি ভাল আছি বলেছেন: আরও কত টানাপোড়েন যে এ জীবনে আসবে!!

১০| ১০ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:১৩

আজমান আন্দালিব বলেছেন: এসএসসি পরীক্ষায় দুই যুগ আগের বিদায় অনুষ্ঠানের কথা মনে পড়ে গেল। বিদায় অনুষ্ঠানে আমাদের একটি করে বই দেওয়া হয়েছিল। বইয়ের নাম মনে আছে- রায়হানের রাজহাস। বইটি কিন্তু সংগ্রহে নেই। কোন বন্ধু বোধহয় পড়তে নিয়ে নিজেই সংরক্ষণে রেখে দিয়েছে।

১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:২৮

আমি ভাল আছি বলেছেন: খুব মজার দিন পার করে এসেছেন। আমাদেরকে দিয়েছিল একটা করে কলম। এখনও সেই দিনটি চোখের সামনে জ্বলজ্বল করে। আপনের বইটা আবার পেয়ে যান সেই দোয়া করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.