নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তারেক ডিজিটাল

tareqbaiya

http://inboxok.com/contact/

tareqbaiya › বিস্তারিত পোস্টঃ

বিটিভি

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪০

বিটিভি

বি,টি,ভি ( বাংলাদেশ টেলি ভিশিন) সরকারি টেলিভিশন। গ্রামের সহজ সরল মানুষের টেলিভিশ ( সহজ সরল বলার কারন হল ঐ সব গ্রামে ডিশ নাই। তাদের জন্য) । দেশের গন মানুষের টাকা ব্যায় করে যে প্রতি নিয়ত সেবা প্রদান করে থাকে। আমাদের গ্রামে ডিশ নাই । তো বজুন আমি একজন বিটিভি অন্ধ বক্ত। ধানমন্ডি কলা বাগান মামার বাসায় বেড়াতে গিয়ে একনাগারে দিন রাত্রি ডিশ দেখার সুযোগ আমার হয়। এবার ও তাই হল। ১৫ দিন মামার বাসা থেকে অনেক চ্যানেল সাথে পরিচয় হল। তবে রাতে বেলা মামির কারনে রিমোট পেতাম না। বিশেষ করে সন্ধ্যার পর জলসা নাটক গুলো। দিনের বেশি ভাগ সময় ডিসকভারী, আর মারামারি চ্যানেল । এই দুইটাই হল আমার চ্যানেল ছিল। গ্রামের এসেই ডিশ লাইন নেবার জন্য চিন্তা মাথায় ডুকল। গেলাম পাশের বাজারে আই মিন ওয়ারুক বাজার, এইটা চাদপুর লাইনে পড়ে। ডিশ লাইন নিতে হলে আমাকে যা প্রথমে অফেরত যোগ্য ১,০০০/ টাকা দিতে হবে। তার পর প্রতি মাসে ২৮০ টাকা শুধু আমার জন্য সবার কাজ হতে ৩০০ টাকা করে নিচ্চে। আর আমাকে তাদের হয়ে গ্রামে আরো লাইন সংযোগ যোগার করে দিতে হবে। কথা কথায় বল্লাম অফেরত যোগ্য যে টাকা দিব তা কি সরকারি কোন চার্জ নাকি। কথার কোন উত্তর ফেলাম না। যাই হোক আবার বিটিভি দেখা শুরু করলাম।

বিটিভি একটি চ্যানেল গ্রামের মানুষ বন্দি এই চ্যানেলে। যে খানে উন্নত যোগাযোগ ব্যবস্থা শিক্ষা, গ্রাম উন্নয়ন এই গুলো সরকারি প্রকল্প। এখানে এক চ্যানেল দিয়ে কি বুজাতে চায় সরকার।
ইন্টারনেট, টেলিভিশন, সাংবাদিক, পড়াশুনা, যে দেশে যত বেশি সহজ করা হচ্ছে সেই দেশ সবার আগে উন্নিতির দিকে যাচ্ছে। আমাদের দেশে তার বীপরিত ভাবে চলে।
বিটিভি চ্যানেল খারাফ নয়। তা শিকার করতে হবে। এখানে উন্নত টেকশিয়ান দ্বারা প্ররিচালিত হয়। গ্রাম নারি, বাল্য বিবাহ, গব্যবতি মহিলা। ইত্যাদি বিষয় সমাজের মানুষ কে বুজানে হয়। তবে আমাদের এক টেলিভিশন চ্যানেল থাকাতে শুধু একই টপিক সারদিন শুনতে শুনতে কান ছালা পালা অবস্থা। তার পর ও দেখি কথায় আছে নাই মামা চেয়ে কানা মামা ভাল। পুরষ গভ্যবতি হতে হবে। তা না হলে এগুলো তার বুজবে না এমন মনে হয় তাদের অনুষ্ঠানে। এবার খবরে - বললেই শান্তি। দেশ খুব শান্তি। আমি অবশ্যই বিটিভির খবর দেখি তাই মন সব সময় পিট থাকে কোন খারাফ নিউজ নাই। এই জন্য বিটিভি কে ধন্যবাদ। জানি আপনি ধন্যবাদ দিতে যাবেন না এখন আপনার মনে ও কিছু কথা কিছু কমেন্ট ..। তা র উত্তরে বলব দেখুন বেশি খবর রাখা ভালো না । আপনার মনের প্রসান্তির জন্য বিটিভির খবর দেখন। আয়ু বাড়ান। ( আর তোশামদ )
আবার আসি আমার মুল কথায়-
বিটিভি সাথে বাংলাদেশের বেসকারি চ্যানেল গুলো ডিশ চারা বিটিভি তথ্য পেরন কেন্দ্র হতে যদি সম্প্রচার করা হয়। তাহলে সরকার পাবে রাজশ্ব। দেশের টেলিভিশন খাত হবে উন্নত। বেসরকারি টিলিভিশন গুলে আন্তজাতিক সটেলাইট ভাড়া করে প্রচার করে । প্রতি মাসে মোটা অংক টাকা গুনতে হচ্ছে। যদি সরকার ভাবে তা বিটিভির টাওয়ার ব্যবহার করে দেশের ভিতর প্রচার কার সুযোগ দেয় । তা হলে বিদেশ স্যটেলাইট নির্ভর না হয়ে বাংলাদেশের চ্যানেল গুলো এই দেশের বিতর সম্প্রচার করতে চলে আসবে।
ইন্ডিয়া চ্যানেল গুলো ডিশ ব্যবহার করে নিতে হবে। তা হলে আমরা গ্রামের মানুষ বাঙ্গালি বাংলাদেশের কিছু চ্যানেল তো পেতাম। আর আমি মনে করি সরকারি এই উদ্যোগে ফলে শহর মানুষ যারা প্রতি মাসে টাকা প্রে করতে হচ্ছে ডিশ কে । তারাও আমাদের চ্যানেল গুলো প্রতি ঝুকে যেত । কারন তো ডিশ তো আর ফ্রি না বটে। তখন প্রতিযোগিতা হত। দেশের স্পনসার গুলো । দেশের নতুন উদ্যক্তা তার পন্য দেশের মানুষ দেখাতে উঠে পড়ে লেগে যেত ব্যবসা হত। পন্য প্রচার হত।
বিশেষ অনুরোধ এই লেখটুকু শেয়ার করুন। অথবা দেশের বড় বড় নেতা যারা আজু ঘমন্ত। তাদের কে মেইল করুন। এবং বলুন দেশ কেন আজ উদ্যক্ত বা ব্যবসায়ী তৈরি হচ্ছে না। কেন ব্যাংক লক্ষ লক্ষ টাকা অলস পড়ে আছে । কেন ছোট ব্যবসায়ীরা উঠতে পারছে না । কারন তাদের কাছে মিডিয়া নাই। এই লেখাটা আমার চিন্তা ধারা হতে লেখা।
মূল লেখক: তারেক: মোবাইল: ০১৭৭-৯৩৯৩২০০

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.