নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রবিও বলে নতুন আলোই -\nগুচবো এ কলুষলিপি...\nসদ্য-সাদা কর্ণপাতের -\nলিখবো আজ স্বর্নলিপি....\nএ দুয়ারে বর্ণবিদ-ই-\nহলেম তার-ই অলিকসাথী...\nকে বোঝায়ে কাহার পানে-\nতৃপ্ত আমার অন্তরপূরী!

কে.এম. তারিফুজ্জামান

কে.এম. তারিফুজ্জামান › বিস্তারিত পোস্টঃ

এখনো কাটেনি ঘুম

০৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১১

এখনো কাটেনি ঘুম,,,,,,,
ওঠনি জেগে..!
বিছানায় গাঁ এলিয়ে--
কুলবাঁলিশটা জড়িয়ে,
এলোচুলে আলস্য মেয়ে হয়ে,
কাঁথা মুড়ি দিয়ে
এখনো আছো শুয়ে...!!!

সেই কখন কেটেছে আঁধার,
কেটেছে মেঘ,
আকাশের বুক থেকে...!!!
রক্তিম আভায় রং ঢেলে দিয়ে,
সূর্যটাও আকাশ ভেদ করে-
কালো পর্দা সরিয়ে...
মুখ বের করেই....
খিল খিল করে, চাপা হাসি দিয়ে,
ফ্যাকাশে দাঁতের ফাঁক দিয়ে....
ছির ছির করে থুঁতু ছিটিয়ে দিল...!!!
আর তা থেকেই বুঝি...
এই দু'ফুঁটো শিশিরের জন্ম..!!

অনেক খানি পথ দিয়েছি পাড়ি,,,
হেঁটেছি অনেকটা পথ।
শিশিরে ভেজা নরম ঘাসে,
বুলিয়েছি হাত,দিয়েছি পদধূলি
আলতো পরশ মেখে!!
তাই রঙিন হয়ে মন, উল্লাসে মেতে
গাইছে নতুন গান..!!
বেসুরা হলেও ভালোই শুনালো,
গেয়েছে যে সাথে কাক..!


-------মেঘদূত

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.