নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রবিও বলে নতুন আলোই -\nগুচবো এ কলুষলিপি...\nসদ্য-সাদা কর্ণপাতের -\nলিখবো আজ স্বর্নলিপি....\nএ দুয়ারে বর্ণবিদ-ই-\nহলেম তার-ই অলিকসাথী...\nকে বোঝায়ে কাহার পানে-\nতৃপ্ত আমার অন্তরপূরী!

কে.এম. তারিফুজ্জামান

কে.এম. তারিফুজ্জামান › বিস্তারিত পোস্টঃ

তবু বাঁচতে হয় ---------কে.এম.তারিফুজ্জামান।

২১ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:৩৫



বাঁচতে আমি চাইনা তবু,
বাঁচতে আমায় হয়।
মায়ার বাঁধন এতোই মধুর
মরণ? সে তো বহুদুর!!
এক কদম মরতে গেলেই
মায়ার জালে যাই জড়িয়ে,
অশ্রুসিক্ত আঁখি মেলে
কয়েক কদম যাই পিছিয়ে।
মাপতে গেলেই হয় না শেষ এ
এ যে অনেক বেশ!!
তাই শুনলাম, নিজেই নিজের আদেশ,
মরবো কেনো,বাঁচবো আমি
করবো আকাশ ভেদ!!
কোথায় সুখের স্বর্গরাজ্য?
খুঁজবো এরই শেষ।
জীবন যুদ্ধে হারবো না'কো
জয়েই গড়বো দেশ!!
এর থেকে আর কি থাকে বলো-
এইতো সবের ঠেস!!!

K.M. Tarifuzzaman Tarif
Nov 11


Hometown:Jamalpur
Mob:01703419620

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.