নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রবিও বলে নতুন আলোই -\nগুচবো এ কলুষলিপি...\nসদ্য-সাদা কর্ণপাতের -\nলিখবো আজ স্বর্নলিপি....\nএ দুয়ারে বর্ণবিদ-ই-\nহলেম তার-ই অলিকসাথী...\nকে বোঝায়ে কাহার পানে-\nতৃপ্ত আমার অন্তরপূরী!

কে.এম. তারিফুজ্জামান

কে.এম. তারিফুজ্জামান › বিস্তারিত পোস্টঃ

যাও ফিরে এলাম----------- কে.এম.তারিফুজ্জামান

২১ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:৪০


এমন কোনো এক ভোর সকালে,
উষার আলো আলতো পরশে
জানালায় নুয়ে পরার আগেই,
কয়েক বিন্দু শিশির,
আর একঝাক কদম হাতে নিয়ে,
দাড়াবো তোমার দূয়ারে,
দেখি তখন ফেরাও কি করে…!!
কি তবু ফিরিয়ে দেবে?
যাও ফিরে এলাম!!

আবার
কোনো একদিন,কোনো এক ছলে,
ঘ্রাণছড়ানো একমুঠো বকুল ফুলে,
ছোট্ট একটি মালা গেঁথে-
আর এক রাশি গোলাপ হাতে নিয়ে,
একটু মুচকি হেসে, দাড়াবো দুয়ারে।
একডাসা অভিযোগ আর,
অভিমানের পর্দা ফেলে,
পারবে কি ফেরাতে?
জানি পারবে না ফেরাতে,
তাই.....
কপট খুলে বের ই হবেনা।
কি তাইতো?
যাও তবুও ফিরে এলাম!!

কিন্তু,
যেদিন জোছনা মাথায় নিয়ে
গধূলীর কোন এক রাতে,
কনকনে শীতে, হুবুথুবু খেয়ে-
একহাটু ভিজে, দিঘির জলে-
লাল,নীল পদ্ম তুলে এনে
নিশিরাতের শেষ প্রহরে-
দূয়ারের এক কোনে দাড়িয়ে
জড়সড় হয়ে, ডাকবো তোমাকে!!
সেদিন পারবে কি ফেরাতে ?
জানি ফিরে যেতে চাইলেও,
ফিরতে দেবেনা তখন,
বাহুকোনে বাঁধবে আমাকে!!
জড়িয়ে নেবে উষ্ণচাদরে-
গভীরে আরও গভীরে!!

Hometown:Jamalpur
Mob:01703419620

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৫৫

মাহবুবুল আজাদ বলেছেন: ভাল লিখেছেন।

২| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:৫৪

কে.এম. তারিফুজ্জামান বলেছেন: thanks bro.....

৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:১৬

অলওয়েজ সাইলেন্ট বলেছেন: বস, চরম হইছে। চালিয়ে যান বস।

৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৫:০৫

কে.এম. তারিফুজ্জামান বলেছেন: thanks bro....@Aloez silent...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.