![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
""আমার সকাল হলো মিছে..!!!
আমার রাত পোহাবে কিসে?""
""আমি পাই না তারে খুঁজে
সে যে অন্ধকারে মিশে।""
আমার আকাশ ভারী কালো-
সেথায় চাঁদের বৃথা আলো।
আমি পাই না তারে খুঁজে-
সে যে অন্ধকারে মিশে।
আমার সকাল হলো মিছে..!!!
আমার রাত পোহাবে কিসে?..
২| ২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:৩৩
কে.এম. তারিফুজ্জামান বলেছেন: mone kore jodi janaten valo lagto....
৩| ২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৩৪
রাজীব নুর বলেছেন: বাহ!!
৪| ২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১:৫১
কে.এম. তারিফুজ্জামান বলেছেন: Donnobad! onek valobasa roilo.....
©somewhere in net ltd.
১|
২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:২০
ইব্রাহীম আই কে বলেছেন: কবিতাটার সুরে একটা গান আছে মনে হচ্ছে। কিন্তু এই মুহুর্তে ঠিক মনে আসছেনা