নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রবিও বলে নতুন আলোই -\nগুচবো এ কলুষলিপি...\nসদ্য-সাদা কর্ণপাতের -\nলিখবো আজ স্বর্নলিপি....\nএ দুয়ারে বর্ণবিদ-ই-\nহলেম তার-ই অলিকসাথী...\nকে বোঝায়ে কাহার পানে-\nতৃপ্ত আমার অন্তরপূরী!

কে.এম. তারিফুজ্জামান

কে.এম. তারিফুজ্জামান › বিস্তারিত পোস্টঃ

সমতূল্য

২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ১:০৬

যদি বন্ধুর স্বার্থে বন্ধু আসে,
রক্তের স্বার্থে রক্ত!
মানুষের স্বার্থে মানুষ আসে,
শত্রু কোন পক্ষ?

আপন ধরায় আপনার হয়ে,
পারে না কেউ মরতে!
তাইতো এতো জাত ভেদাভেদ -
এতো যুক্তি তর্ক!

যদি জীবনের তাগিদে-
জীবন-জীবন, বলে কেউ কাঁদিত!
তবে জীবনের মূল্য হয়ে যেতো-
সন্তান সমতূল্য!!

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ১:২৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারণ, অল্পতেই অধিক বলেছেন কবি, গেয়েছেন সাম্যের গান, দেখেছেন বৈষম্যহীন সমাজের স্বপ্ন। মুগ্ধতা জানবেন কাব্যের কথামালায়।

ফিরে আসুক প্রাণে প্রাণে ভ্রাতৃত্বের বোধ,
জীবনের জন্যই জীবন নিবেদিত হোক।

শুভকামনা কবির জন্য

২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ৩:০৩

কে.এম. তারিফুজ্জামান বলেছেন: Apnar Jonno onek valobasa roilo....!!!! প্রিয় নাঈম জাহাঙ্গীর নয়ন

২| ২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৩১

রাজীব নুর বলেছেন: সুন্দর।

২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:২৮

কে.এম. তারিফুজ্জামান বলেছেন: Donnobad! onek valobasa roilo.....

৩| ২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:১৩

মোঃসালাহ্উদ্দিন বলেছেন: চমৎকার।।শুভকামনা।।

২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:২৯

কে.এম. তারিফুজ্জামান বলেছেন: Donnobad! onek valobasa roilo.....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.