![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি বন্ধুর স্বার্থে বন্ধু আসে,
রক্তের স্বার্থে রক্ত!
মানুষের স্বার্থে মানুষ আসে,
শত্রু কোন পক্ষ?
আপন ধরায় আপনার হয়ে,
পারে না কেউ মরতে!
তাইতো এতো জাত ভেদাভেদ -
এতো যুক্তি তর্ক!
যদি জীবনের তাগিদে-
জীবন-জীবন, বলে কেউ কাঁদিত!
তবে জীবনের মূল্য হয়ে যেতো-
সন্তান সমতূল্য!!
২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ৩:০৩
কে.এম. তারিফুজ্জামান বলেছেন: Apnar Jonno onek valobasa roilo....!!!! প্রিয় নাঈম জাহাঙ্গীর নয়ন
২| ২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৩১
রাজীব নুর বলেছেন: সুন্দর।
২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:২৮
কে.এম. তারিফুজ্জামান বলেছেন: Donnobad! onek valobasa roilo.....
৩| ২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:১৩
মোঃসালাহ্উদ্দিন বলেছেন: চমৎকার।।শুভকামনা।।
২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:২৯
কে.এম. তারিফুজ্জামান বলেছেন: Donnobad! onek valobasa roilo.....
©somewhere in net ltd.
১|
২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ১:২৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারণ, অল্পতেই অধিক বলেছেন কবি, গেয়েছেন সাম্যের গান, দেখেছেন বৈষম্যহীন সমাজের স্বপ্ন। মুগ্ধতা জানবেন কাব্যের কথামালায়।
ফিরে আসুক প্রাণে প্রাণে ভ্রাতৃত্বের বোধ,
জীবনের জন্যই জীবন নিবেদিত হোক।
শুভকামনা কবির জন্য