নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রবিও বলে নতুন আলোই -\nগুচবো এ কলুষলিপি...\nসদ্য-সাদা কর্ণপাতের -\nলিখবো আজ স্বর্নলিপি....\nএ দুয়ারে বর্ণবিদ-ই-\nহলেম তার-ই অলিকসাথী...\nকে বোঝায়ে কাহার পানে-\nতৃপ্ত আমার অন্তরপূরী!

কে.এম. তারিফুজ্জামান

কে.এম. তারিফুজ্জামান › বিস্তারিত পোস্টঃ

সন্ধ্যারানী

২৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪২

আমার সন্ধ্যারানীরে কি করে বুঝায়-
এ প্রাণেরও দহন জ্বালা...
রাত্রী হয়ে এলে হারানোর ভয় জাগে...
তুমি সন্ধ্যা হয়েই রইতে পারোনা...!

প্রাণেরও আকুতি-মিনতি আমার,
এক মলিন ভাবনার ঘরে-
বদ্ধ জানালার ছোট্ট ফোঁকায়
উঁকি পারে বারে বারে...!

সন্ধ্যারানী তুমি এতো মলিন মুখে,
রাত্রী হয়ে যখন আসো নেমে,
মলিনতা তোমার ব্যাধনা ভারা-
আমার অন্তপুরীতে নামে..!

সন্ধ্যারানী তুমি যুগপৎ-যুগ
জানি মলিন হয়েই রবে-
আমার প্রাণেরও ব্যাকুলতা
তোমার প্রাণে ন'বাজে...!

আমি এ প্রাণেরও ব্যাকুলতায়
আক্ষেপে জ্বলিয়া পুড়ি..
তুমি মলিন ছায়ায়-ছেয়ে দিয়েই যাও-
আমার অন্তরপুরী!!...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.