![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সন্ধ্যারানীরে কি করে বুঝায়-
এ প্রাণেরও দহন জ্বালা...
রাত্রী হয়ে এলে হারানোর ভয় জাগে...
তুমি সন্ধ্যা হয়েই রইতে পারোনা...!
প্রাণেরও আকুতি-মিনতি আমার,
এক মলিন ভাবনার ঘরে-
বদ্ধ জানালার ছোট্ট ফোঁকায়
উঁকি পারে বারে বারে...!
সন্ধ্যারানী তুমি এতো মলিন মুখে,
রাত্রী হয়ে যখন আসো নেমে,
মলিনতা তোমার ব্যাধনা ভারা-
আমার অন্তপুরীতে নামে..!
সন্ধ্যারানী তুমি যুগপৎ-যুগ
জানি মলিন হয়েই রবে-
আমার প্রাণেরও ব্যাকুলতা
তোমার প্রাণে ন'বাজে...!
আমি এ প্রাণেরও ব্যাকুলতায়
আক্ষেপে জ্বলিয়া পুড়ি..
তুমি মলিন ছায়ায়-ছেয়ে দিয়েই যাও-
আমার অন্তরপুরী!!...
©somewhere in net ltd.