![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রথমেই আমরা করোটিক স্নায়ুগুলোর নাম জেনে নেই
মানুষের ১২ জোড়া করোটিক স্নায়ুর নাম -
১) অলফ্যাক্টরি স্নায়ু(Olfactory Nerve)
২)অপটিক স্নায়ু(Optic Nerve)
৩) অকুলামোটর স্নায়ু (Oculomotor Nerve)
৪)ট্রকলিয়ার স্নায়ু(Trochlear Nerve)
৫)ট্রাইজেমিনাল স্নায়ু(Trigeminal Nerve)
৬)অ্যাবডুসেন্স স্নায়ু (Abdusense Nerve)
৭)ফেসিয়াল স্নায়ু (Facial Nerve)
৮)অডিটরী স্নায়ু (Auditory Nerve)
৯)গ্লোসোফ্যরিন্জিয়াল স্নায়ু (Glossopharyngeal Nerve)
১০)ভেগাস স্নায়ু (Vagus Nerve)
১১)স্পাইনাল অ্যাকসেসরি স্নায়ু(Spinal Accessory Nerve)
১২)হাইপোগ্লোসাল স্নায়ু(Hypoglossal Nerve)
নামগুলো মনে রাখার জন্য
ওহে অপু ওঠ,
অলফ্যাক্টরি স্নায়ু অপটিক স্নায়ু অকুলামোটর স্নায়ু
তামাক টিকা আন
ট্রকলিয়ার স্নায়ু ট্রাইজেমিনাল স্নায়ু অ্যাবডুসেন্স স্নায়ু
ফেলে আন জল,
ফেসিয়াল স্নায়ু অডিটরী স্নায়ু গ্লোসোফ্যরিন্জিয়াল স্নায়ু
ভরে আন হুকা
ভেগাস স্নায়ু স্পাইনাল অ্যাকসেসরি স্নায়ু হাইপোগ্লোসাল স্নায়ু
এখন আমরা মানুষের ১২ জোড়া করোটিক স্নায়ুর কাজ শিখব গল্পের মাধ্যমে
এক চোর যায় হেটেঁ যাচ্ছে
১)হঠাৎ বিরিয়ানীর গন্ধ তার নাকে এসে লাগল
কার্যকর স্নায়ু : অলফ্যাক্টরি স্নায়ু
কাজ: ঘ্রান অনুভূতি মস্তিষ্কে প্রেরণ
২) দেখল রাস্তার পাশেই এক বাড়ির জানালা খোলা
কার্যকর স্নায়ু: অপটিক স্নায়ু
কাজ: দর্শন অনুভূতি মস্তিষ্কে প্রেরণ (অবশ্য অপটিক নাম দিয়েই এর কাজ বুঝা যায়)
৩)খুব সাবধানে জানালার কাছে গিয়ে শুধু চোখ ঘুরিয়ে এদিক সেদিক দেখল
কার্যকর স্নায়ু: তিনটি - অকুলামোটর স্নায়ু, ট্রকলিয়ার স্নায়ু, অ্যাবডুসেন্স স্নায়ু
কাজ: অক্ষিগোলকের সন্চালন
৪)তারপর জানালার শিক কেটে রান্নাঘরে ঢুকে পাতিলের ঢাকনা তুলতে গিয়ে হাতে ছ্যাঁকা খেলো
কার্যকর স্নায়ু: ট্রাইজেমিনাল স্নায়ু
কাজ:সংশ্লিষ্ট অঙ্গগুলোর সন্চালনে সহায়তা এবং চাপ , তাপ, স্পর্শ ইত্যাদি অনুভূতি গ্রহন
৫)কোন মতে ছ্যাঁকা সামলে স্বাভাবিক হতেই বিরিয়ানীর গন্ধে মুখ ভরে গেলো লালাতে, ধোয়া চোখে লেগে বেরোল অশ্রু
কার্যকর স্নায়ু: ফেসিয়াল স্নায়ু
কাজ:মুখবিবরের সন্চালন, লালাক্ষরন, অশ্রুক্ষরন, ইত্যাদি এবং আস্বাদন ও ত্বকের অনুভূতিতে সহায়তা
৬)খেতে গিয়ে শুধুই বাঁধা , ধুপ করে এক বেড়াল পড়ল সানসেড দিয়ে।শব্দ শুনে ভড়কে গেল চোর
কার্যকর স্নায়ু:অডিটরী স্নায়ু
কাজ:শ্রবন ও ভারসাম্য রক্ষা
৭)অবশেষে চামচ দিয়ে বিরিয়ানী নিল মুখে, "আহা! কি স্বাদ!"
কার্যকর স্নায়ু:গ্লোসোফ্যরিন্জিয়াল স্নায়ু
কাজ:স্বাদগ্রহন ও জিহ্বার সন্চালন
৮)খেতে খেতে হঠাৎ বুঝতে পারল আর খেলে মনে হয় তার পেটটা ফেটে যাবে
কার্যকর স্নায়ু:ভেগাস স্নায়ু
কাজ:হৃদপিন্ড,ফুসফুস,স্বরনালী ও পাকস্থলীর সন্চালনএবং অনুভূতি গ্রহন
৯)খাওয়া শেষে কাঁধ ঝাকিয়ে নিল বেশ, হল একটু ফ্রেশ।
কার্যকর স্নায়ু:স্পাইনাল অ্যাকসেসরি স্নায়ু
কাজ: মাথা ও কাঁধের সন্চালন
১০)সবশেষে চোর বেটা জিব দিয়ে ঠোঁট চেটে, শিষ দিতে দিতে চলে গেল।
কার্যকর স্নায়ু: হাইপোগ্লোসাল স্নায়ু
কাজ: জিহ্ববার সন্চালন
করোটিকার উপর ঝাক্কাস, অসাধারন, তথ্যবহুল tune
Click This Link
০৩ রা ডিসেম্বর, ২০১১ দুপুর ১:৩৬
তরিকুল ইসলা১২৩ বলেছেন: আমিও বায়োলজিকে খুব ভয় পাই.... কোন রকমে S.S.C & H.S.C পার করছি ....... H.S.C থাকতে এভাবে মনে রাখছিলাম
ভাবলাম আমার মত কারো হয়ত কাজে লাগবে
বি.দ্র: এইটা এক বড় ভাইয়ের কাছ থেকে শিখেছিলাম
২| ০৩ রা ডিসেম্বর, ২০১১ দুপুর ১:২১
শিশিরের শব্দ বলেছেন: উপায় মনে রাখতে গিয়াই দিশেহারা
০৩ রা ডিসেম্বর, ২০১১ দুপুর ১:৪০
তরিকুল ইসলা১২৩ বলেছেন:
আগে পুরা গল্পটি একবার পড়েন...... তারপর আবার বিরতি দিয়ে পড়েন আশা করি সহজ লাগবে(আমার মত বেকুব যেহেতু পারছে আশা করি সবাই পারবেন)
৩| ০৩ রা ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:০১
সরলতা বলেছেন: হাহাহা! সুন্দর লিখেছেন। আমি যখন ছোট ছিলাম, তখন নামগুলো মনে রাখার জন্য একটা কবিতার মত বানিয়েছিলাম। এখন ভুলে গেছি। এখন অবশ্য কবিতা লাগে না, অটো মনে থাকে!
০৩ রা ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:২৮
তরিকুল ইসলা১২৩ বলেছেন: ভাল ভাল...... আমার কাজে লেগেছে
৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১১ সকাল ১০:২৭
নীল্ মেঘ বলেছেন: HSC এর বায়োলজির কথা মনে পড়ে গেল, কত কষ্ট করে পড়তাম আর চিন্তা করতাম কবে পরীক্ষা শেষ হবে ।
০৫ ই ডিসেম্বর, ২০১১ রাত ১:১২
তরিকুল ইসলা১২৩ বলেছেন: আমারও একই দশা ছি............
৫| ০৫ ই ডিসেম্বর, ২০১১ রাত ১২:৪০
হ্যাপি বলেছেন: আমাদের ২মি. করে সময় দিতো স্যার পুরো ১০/১৫ টা করে নাম মুখস্ত করতে !! গল্প বানাতে এতো সময় দিতো না
০৫ ই ডিসেম্বর, ২০১১ রাত ১:১০
তরিকুল ইসলা১২৩ বলেছেন:
হুমমমমমমমম...............
৬| ০৫ ই ডিসেম্বর, ২০১১ রাত ১:০৪
মোঃ মোশারফ হোসেন বলেছেন: বায়োলজি বড় ভয় পাই।
০৫ ই ডিসেম্বর, ২০১১ রাত ১:০৯
তরিকুল ইসলা১২৩ বলেছেন: আমিও Biology কে অনেক ভয় পাই!!!!!!!!!!!
৭| ০৫ ই ডিসেম্বর, ২০১১ সকাল ১১:৪৮
ফিরোজ-২ বলেছেন: উপায় মনে রাখতে গিয়াই দিশেহারা
২০ শে এপ্রিল, ২০১২ সকাল ৮:১৭
তরিকুল ইসলা১২৩ বলেছেন: আগে পুরা গল্পটি একবার পড়েন...... তারপর আবার বিরতি দিয়ে পড়েন আশা করি সহজ লাগবে(আমার মত বেকুব যেহেতু পারছে আশা করি সবাই পারবেন)
৮| ৩০ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:১৩
সোহেল সি এস ই বলেছেন: মজা পাইলাম
২০ শে এপ্রিল, ২০১২ সকাল ৮:২২
তরিকুল ইসলা১২৩ বলেছেন: ধন্যবাদ
৯| ১৮ ই এপ্রিল, ২০১২ রাত ১০:৪২
স্বাধীনতার বার্তা বলেছেন: ভাই, আপনার নতুন পোস্টে কমেন্ট করতে পারছি। মন্তব্য প্রকাশ করুন এ ক্লিক করলেই ব্লগের হোমপেজে চলে যাচ্ছে। অথচ অন্য আরেকজনের পোস্টে কমেন্ট করতে পারলাম। (আশা করছি এটাতেও পারব)। কি হয়েছে কিছু জানেন নাকি?
১০| ১৮ ই এপ্রিল, ২০১২ রাত ১০:৪২
স্বাধীনতার বার্তা বলেছেন: ভাই, আপনার নতুন পোস্টে কমেন্ট করতে পারছি না।
ভুল হয়েছিল।
২০ শে এপ্রিল, ২০১২ সকাল ৮:২৪
তরিকুল ইসলা১২৩ বলেছেন: নারে ভাই আমিও জানি ন..................
১১| ১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৩৭
এহসান সাবির বলেছেন: দারুন তো.....!!
১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৯
তরিকুল ইসলা১২৩ বলেছেন: ধন্যবাদ...
১২| ১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৪৩
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
বায়োলজি ভাল লাগে না।
১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৫১
তরিকুল ইসলা১২৩ বলেছেন: আমারও ভালো লাগে না...........
©somewhere in net ltd.
১|
০৩ রা ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:৫৫
নষ্ট কবি বলেছেন: মাফ করেন
এই জিনিস রে ডরাই বলে আইজকা আমি আরকিটেক্ট
ব্লগে আইসিলাম এখানে কেউ মেডিক্যাল টীচার নাই মনে করে
এখন আপ্নে আইসে টিচিং শুরুকরে দিলেন