নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন থেকে পালিয়ে বেড়াই

তরিকুল ইসলা১২৩

আমি পাঁচ হাজারেরও অধিক ভাষায় চুপ থাকতে পারি

তরিকুল ইসলা১২৩ › বিস্তারিত পোস্টঃ

ছাপ এবং ছ্যাপ

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৩

উন্নত বিশ্বের মানুষের সাথে আমাদের দেশের মানুষের পার্থক্য খুব সামান্য। ছাপ আর ছ্যাপ। তারা যেখানে চায় সবখানে কৃতিত্বের ছাপ ফেলতে আর আমরা সেখানে ব্যস্ত সবজায়গায় ছ্যাপ ফেলতে।
.
‘‘আমার থু থু আমি ফেলবো যেখানে খুশি সেখানে ফেলবো’’এই মটোতে বিশ্বাসী হয়ে ছুটে চলছি আমরা সবাই। আরে বাবা, কুকুরগুলোও তো তাদের প্রাকৃতিক কর্ম খাম্বা অথবা রাস্তার এককোণায় সাধন করে। এরা মনে হয় ভাবছে সাহিত্যিক মুনীর চৌধুরী বলছেন ‘অন্তরে অমৃত না থাকলে মুখ দিয়ে এত তরল উগরে দিতে পারতো না। তাই নিজের ভিতরের অমৃতের জানান দিতেই এই চেষ্টা।
.
হুমায়নু আহমেদ এর হিমু পড়ে অনেক যুবকই হিমু হওয়ার চেষ্টা করেছিলো। কিন্তু কেউই ২/৩দিনের বেশি হিমু হয়ে থাকতে পারেনি।তাদের প্রত্যেকেরই একই অভিযোগ- উন্মুক্ত পায়ে হাঁটলে একটু পরপরই পায়ের নিচে ছ্যাপের অস্তিত্ব পাওয়া যায়।
.
অবস্থাদৃষ্টে মনে হতে পারে সারা ঢাকা শহর আমাদের বাসার ওয়াশরুম। বাসের পাশ দিয়ে আপনি নিশ্চিন্তে কখনোই হেঁটে যেতে পারবেন না, দেখবেন কোনো এক রসিক মানুষ ঠিকই উনার গন্ডদেশ বাড়িয়ে ওয়াক ওয়াক থু করবেনই।
আসুন যত্রতত্র এটা সেটা ওটা না ফেলে সঠিক জায়গায় সঠিক জিনিস ফেলি।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১৪

বিজন রয় বলেছেন: ছাপ ও ছ্যাপ।
+++

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০৮

তরিকুল ইসলা১২৩ বলেছেন: আহারে কেউ পড়লো না :(
ধন্যবাদ পড়ার জন্য :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.