নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন থেকে পালিয়ে বেড়াই

তরিকুল ইসলা১২৩

আমি পাঁচ হাজারেরও অধিক ভাষায় চুপ থাকতে পারি

তরিকুল ইসলা১২৩ › বিস্তারিত পোস্টঃ

ফেসবুকের কবিদের প্রকারভেদ- পর্ব-০১

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৪৭

[প্রথমেই বলে রাখি, এটি একটি আঙুর ফল টক জাতীয় স্ট্যাটাস।নিজে কবিতা লিখতে পারিনা তো, তাই অন্যেরটা দেখলে ঈর্ষা হয়। আমার ফ্রেন্ডলিস্টে অসাধারণ অনেক কবি আছেন। উনাদেরকে শ্রদ্ধা করি এবং উনাদের কবিতা নিয়মিত পড়ি।এটা নিতান্তই ‘অলস মস্তিস্ক শয়তানের কারখানা’ টাইপ স্ট্যাটাস]
এককালে মানুষ বলতো দেশে কাকের সংখ্যার চেয়ে কবির সংখ্যা বেশি। ফেসবুক আসার পরে খুব সম্ভবত আকাশের তারার চেয়ে কবির সংখ্যা বেশি।
অসংখ্য ক্যাটাগরির মধ্যে থেকে কয়েকটি নিয়ে লিখতেছি-
১. প্রেমে ডুবে থাকা কবি-
সংখ্যায় সবচেয়ে বেশি এই ক্যাটাগরির কবি। এরা শুধু টাইমলাইনেই কবিতা লিখে ক্ষান্ত হন না, লাস্যময়ী ললনাদের ইনবক্সেও তাদের সাহিত্যকর্মের বিশাল একটা অংশ পাওয়া যায়। এদের সবসময় প্রেম পায়, এরা প্রেম করেন, প্রেমে ঘুমান, প্রেমে খান অর্থাৎ, সবসময় এদের প্রেম জাগ্রত থাকে। সকালের আকাশে এরা প্রেম খুঁজে পান, দুপুরের ’চান্দিফাটা’ রোদ্রসহ সকল আবহাওয়ায় প্রেম খুঁজে পান । আর যদি বৃষ্টি পড়ে, অথবা পূর্ণিমা থাকে, তাহলে তো ‘কম্ম’ সারা। এক বসাতেই ডজন ডজন কবিতা প্রসব করেন।
২. প্রতিবাদী কবি-
প্রতিবাদী কবির ফেসবুক ভ্যালু এখন তুঙ্গে।এদের এক এক কবিতায় সমাজের হাজারো অবিচার, অনিয়ম ‘বেলাইন’ থেকে ‘লাইনে’ চলে আসে। প্রত্যেকটা ইস্যুতে তাদের কবিতা থেকে ঝড়ে পরে প্রতিবাদ আর প্রতিবাদ।ইস্যু না থাকলে নারীদের অধিকার, ধর্ষণ বিষয়ে একের পর এক কবিতা লিখেন।চে, মাক্স, লেনিনেএদের মননে গাঁথা।
মাঝে মাঝে এক চামচ রিয়ালিজম, দুই চামচ সাররিয়ালিজম আর এক মুঠো রোমান্টিসিজম ভালোভাবে মিশিয়ে গরম গরম কবিতা পরিবেশন করেন।
এইসব কবিদের কবিতায় কিছু কমন ‘কিওয়ার্ড’ থাকে। যেমন স্বাধীনতা, রক্ত, ঘাম, বীর্য, অন্ডকোষ ইত্যাদি।
৩. উপমায় বিশেষজ্ঞ কবি-
জগতের সকল বিশেষণ যেকোন জায়গায় ব্যবহার করা এদের জন্য ‘জায়েজ’।
‘স্বাধীনতা তুমি,যেমন ইচ্ছে লেখা আমার কবিতার খাতা’ এই লাইনটা এদের জন্যই লেখা হয়েছে খুব সম্ভবত। এরা মধ্য রাত্রিতেও রোদ্র দেখিয়া থাকেন, এদের কবিতায় মাছকে উড়তে দেখা যায়, গোলাপী রঙের গরুকে হরহামেশা বাদামী রঙের ঘাস খেতে দেখা যায় ।
৪.কামুক কবি-
কথায় নয় ‘কামে’ বিশ্বাসী- এই নীতিতে চলমান এরা। এদের কবিতায় শুক্রাণু গান গায়, ডিম্বাণু নৃত্য করে। বিভিন্ন ধরণের শিল্পের পাশাপাশি হস্তশিল্পের প্রসারেও ব্যপক ভূমিকা রাখেন। কেউ কেউ কবিতার মাধ্যমেই বাচ্চা পয়দা করে ফেলেন।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০৭

মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: আরো কিছু ক্যাটেগরি যোগ হতে পারতো ...
কলামটি ভাল লেগেছে ক্যাটেগরি বৃদ্ধি পেলে আরেকটু উপভোগ করতাম!

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৪১

তরিকুল ইসলা১২৩ বলেছেন: ইনশা আল্লাহ সামনে লেখার ইচ্ছে আছে। :)

২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:১৩

মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: শিরোনামে বুঝা যাচ্ছে চলবে আগে খেয়াল করিনি .... আপনার ফেসবুক দেয়া যাবে ....?

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৪২

তরিকুল ইসলা১২৩ বলেছেন: https://www.facebook.com/mdtarikulislam.ovi

৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:১৬

এম.এইচ. লিটন বলেছেন: ফেসবুকের কবিদের প্রকারভেদ- পর্ব-০১ .... আশা করি দ্রুত পর্ব-০২ পাব।

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৪২

তরিকুল ইসলা১২৩ বলেছেন: ইনশা আল্লাহ সময় করে লিখে ফেলবো। :)

৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:২৮

ধ্রুবক আলো বলেছেন: কলাম খানি পড়িয়া ভালো লাগিলো,,,
কপি পেষ্ট কবিদের নিয়ে কিছু লিখবেন পরবর্তি পর্বে

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৪৪

তরিকুল ইসলা১২৩ বলেছেন: হুমম, এটা একটা গুরুত্বপূর্ণ ক্যাটাগরি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.