নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পর্কগুলো আত্নার ভেতরে বাস করে। আত্না অবিনশ্বর, সম্পর্কটাও তাই হারিয়ে যায়না।

তাসজিদ

[email protected] www.fb.com/tasjid.ahmed.9

তাসজিদ › বিস্তারিত পোস্টঃ

ক্রেডিট কার্ড এ ক্রেডিট বাড়ে?

০৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:২৬





ধরে নেই, তার নাম আজাদ। একটি প্রাইভেট কোম্পানি তে চাকরি করে, অনেক দিন ধরে। সেই সুবাদে তার এক্সপেরিয়ান্সও ভাল।এক্সপেরিয়ান্সর সুবাদে তার সেলারিও ভাল। প্রায় ৪০ -৫০ ছুঁই ছুঁই করে।





তো একদিন তার কাছে এক টাই পরা ভদ্রলোক এলো। না, শুধু ডেস্টিনি ওলারা টাই পরে না। আরও অনেকেই পরে।



গলায় টাই, আয়রন করা কাপড়, ব্ল্যাক শু, আর মুখে মিষ্টি মিষ্টি কথা।

“বসসসস, কি করছেন? এত বড় জব করেন, এত টাকা সেলারি পান। আর আপনি কিনা ক্রেডিট কার্ড করেননি। আপনি শুধু শুধু ক্যাশ কেন বহন করবেন? কেন ১৯৪৭ এ পরে থাকবেন? কেন? বি স্মার্ট, বসস। টেক এ কার্ড”।





আরও অনেক মিঠা মিঠা কথা বলিলেন টাইওয়ালা ভদ্রলোক। এবং মার্কেটিং এ Gratduation করা বন্ধুও ............... একখান ক্রেডিট কার্ড গ্রহণ করিলেন।



অতঃপর, পাঞ্চ আর পাঞ্চ। শপিং আর শপিং। কখন নিজে আবার কখন Girl freindকে নিয়ে শপিং। দুনিয়া এত সুন্দর!!!!!!









এক বছর পর.....................আমার বন্ধুটির



*লাখ দেড়েক টাকা লোণ হয়েছে।

* অনর্থক জিনিসে ভরে গিয়েছে তার ঘর।

* আর ক্রেডিট কার্ড ইস্যু করা ব্যাংক সপ্তাহান্তে একটি করে কাগজ পাঠায়। টাকা দে, টাকা দে, টাকা দে।

না হলে মামলা করুম, জেলে দিমু। টাই পরা ভদ্রলোকের মুখ দিয়ে মিষ্টি কথা বের না হলেও গালি কিন্তু সঠিক সময়েই বের হয়।







আমার উপলব্ধি: দারিদ্র বিমোচনের নামে যেমন microcredit দিয়ে NGOগুল যেমন গরিবদের রক্ত পান করছে, তেমনি ক্রেডিট কার্ড ইস্যু করা ব্যাংক গুলও একটু ভাল বেতন পাওয়া ছেলেদের রক্ত চুষে খাচ্ছে।



ক্রেডিট কার্ড আমাদের জন্য না, একদম সোজা বাংলায় বললাম। যাদের অসীম টাকা ক্রেডিট কার্ড তাদের জন্য। কারণ তাদের খাওয়া পরার কোন চিন্তা নেই। আর আমাকে, আপনাকে, সবাইকে চিন্তা করতে হয় যে কিভাবে আজকের ক্ষুধা নিবারণ করা যায়।



তাই, ক্রেডিট কার্ড আমাদের জন্য না। কারণ এতে ক্রেডিট বারুক আর নাই বারুক ঋণ ঠিকেই বাড়ে

মন্তব্য ৫০ টি রেটিং +৪/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:২৯

তাসজিদ বলেছেন: আমি কিন্তু ক্রেডিট কার্ড এর বিপক্ষে না। যাদের প্রয়োজন তারা এটি নিতে পারে। কিন্তু দরকার না থাকলেও show off করার জন্য এটি নেয়ার কোন মানে হয় না।

২| ০৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩৮

মুণণা বলেছেন: Sohomot, ekta kintu ase seta holo credit card ekta tools r aita apni bujhe use korle lavoban r vab dhore use korle dhora khaben…

০৯ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:১৯

তাসজিদ বলেছেন: কয়জন বুঝে ব্যাবহার করে। Most of them use it to show off.

৩| ০৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০৬

নীলতিমি বলেছেন: লেখার জন্য ধন্যবাদ। :)

আসলে নব্যযুগের নতুন ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখন ক্রেডিট কার্ড বিক্রেতারা !

০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:১৫

তাসজিদ বলেছেন: নব্যযুগের নতুন ইস্ট ইন্ডিয়া কোম্পানি গুল ছিল, আছে এবং বাস্তবতা হচ্ছে যে এরা ভবিষ্যতেও থাকবে।


তবে সচেতন হতে হবে আমাদের।

৪| ০৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫১

মামুন রশিদ বলেছেন: একদম সঠিক বলেছেন । ক্রেডিট কার্ড ফালতু জিনিস ।

০৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:১৭

তাসজিদ বলেছেন: আসলে যারা ক্রেডিট কার্ড ব্যাবহার করে তারা অনেকেই জানে না, এটি তার সত্তেই প্রয়োজন আছে কিনা।

মধবিত্তের জন্য ক্রেডিট কার্ড গরিবের ঘোড়া রোগ ছাড়া আর কিছুই না।

৫| ০৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩০

সেলিম আনোয়ার বলেছেন: দারিদ্র বিমোচনের নামে যেমন microcredit দিয়ে NGOগুল যেমন গরিবদের রক্ত পান করছে, তেমনি ক্রেডিট কার্ড ইস্যু করা ব্যাংক গুলও একটু ভাল বেতন পাওয়া ছেলেদের রক্ত চুষে খাচ্ছে।

সহমত। রক্তচোষা প্রযেক্ট । :)

০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:১০

তাসজিদ বলেছেন: আসলেই blood sucker এ ধরণের কোম্পানি গুল।

কেননা এর interest হার bmw র গতিতে চলে।

৬| ০৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৮

আশিকুর রহমান অমিত বলেছেন: এর চেয়ে ডেবিট কার্ড রাখুন। হুট হাট হাতে ক্যাশ টাকা আসলে দৌড়ে যেয়ে জমা করে দিন। এইভাবে কিন্তু হ্যান্ডসাম অ্যামাউন্ট কার্ডে জমবে। সুযোগ হলে একদিন খরচ করে নেন। নিজের উদাহরন দেয়, যেহেতু ছাত্র মানুষ এক জায়গা থেকে ১৫০০ টাকা পেলাম। ঐটার এক হাজার টাকা আমার ভিসা ডেবিট কার্ডের অ্যাকাউন্ট এ জমা করে ফেলব। ব্যাস যখন পরে দরকার খরচ করা হয়ে গেল!

০৯ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:৩৫

তাসজিদ বলেছেন: ডেবিট কার্ড ভাল জিনিস, কোন সন্দেহ নেই। সবার জন্যই suitable.

কিন্তু ক্রেডিট কার্ড এর মত হুট হাত শপিং করা যায় না, তাই অনেকেই ভাবে যে খুব এটা কাজের না। আর যেহেতু লিমিট আছে, তাই এর ভাবও একটু কম।

আসলে সবাই ভাবে যে, ক্রেডিট কার্ড বড়লোকের জিনিস, আর ডেবিট কার্ড বেকার আর ছাত্রদের জিনিস।

৭| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৪

কালীদাস বলেছেন: বর্তমান ফাইনানশিয়াল সিসটেমে অনেক জায়গাতেই আপনি না চাইলেও ক্রেডিট কার্ড না চাইলেও ইউজ করতে বাধ্য হবেন। আমাদের দেশে সেরকম পরিস্হিতি এখনও সে আকারে আসেনি বলে যে আসবে না তা না। আর তাছাড়া, কেউ যদি বেহিসাবির মত খরচ করে সেটা তার নিজের প্রবলেম, এটা তো টেকনলজির ফল্ট না/সিসটেমের দোষ না।


তবে পোস্টের একটা জিনিষে আমি সহমত! সেটা হল, কার্ড ডিভিশনের সেলস এক্সিকিউটিভদের কাছ থেকে দূরে থাকুন। এরা আপনাকে সবসময় অর্ধেক ইনফরমেশন দেবে, যেটা পরে মেলা খরচের কারণ হয়ে দাঁড়ায়।

০৯ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪১

তাসজিদ বলেছেন: আসলে আমি বলতে চাচ্ছি, যাদের ক্রেডিট কার্ড প্রয়োজন তারাই যেন এটি ব্যাবহার করেন । ধরুন, একজন গার্মেন্টস ব্যবসায়ী, যার হয়ত কোটি টাকার ডিল করতে হয়, সে কি ক্রেডিট কার্ড ব্যাবহার করবে না? অবশ্যই করবে। কারণ এটি তার প্রয়োজন।



কিন্তু যাদের ইনকাম লিমিটেড, তাদের ক্রেডিট কার্ড কোন দরকার নেই। এটি তাদের জন্য show off ছাড়া আর কিছুই না।



আর ক্রেডিট কার্ড র সিস্টেম এমনিই যে আপনার খরচ বাড়বেই। কারণ এটি আপনাকে খরচের দিকে প্রলুব্ধ করবে। যখন দেখবেন যে একজন ক্রেডিট কার্ড দিয়ে শপিং করছে, তখন আপনিও খরচ করতে শুরু করবেন, মনের অজান্তেই।

০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৮

তাসজিদ বলেছেন: অফ টপিকঃ আপনি ব্লগে এত অনিয়িমত কেন? আগে তো প্রায়ই দেখতাম। এখন একদম দেখি না।

সামুর ভাল ব্লগাররা যদি সামু তে নিয়মিত না হয় তাহলে ব্লগের মান কমে যায়

৮| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:১৩

মদন বলেছেন: +++++++++++++++

০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:১৭

তাসজিদ বলেছেন: মদন ভাই, মন্তব্যের জন্য আপনাকেও ++++++++++++++++++++++

৯| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:২৬

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ১০০% সত্য, আমার কিছু পরিচিতের অবস্থা দেখছি...

০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:২২

তাসজিদ বলেছেন: ক্রেডিট কার্ড গরিবের ঘোড়া রোগ । X( X( X( X(

১০| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৪৭

ferrari_ বলেছেন: যারা বিনা কারনে অদ্ভুত রকমের খরচ করে ইহা তাদের জন্য নয়। একান্তই নিজের দরকার অনুযায়ী ব্যবহার করলে সমস্যা হবার কথা না।

০৯ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪৫

তাসজিদ বলেছেন: দরকার অনুসারে কয়জন ব্যাবহার করে? সবাই ভাবে যে, ক্রেডিট কার্ড পেয়ে গেছি, খরচ করতে নেই বাধা।

এক গবেষণা প্রমান করেছিল যে, যখন মানুষ ক্রেডিট কার্ড এ খরচ করে, তখন ৮০+ এর মনে থাকে না যে , এই টাকা তাদের ব্যাক করতে হবে


ভাল থাকবেন। মন্তব্বের জন্য অনেক ধন্যবাদ।

১১| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৫১

নাম বলবো না বলেছেন: ক্রেডিট কার্ড হাতে থাকলে খরচের হাতটা এমনিতেই একটু বড় হয়ে যায়, অবশ্য যারা বেহিসেবি তাদের হাতে টাকা রাখা কঠিনই। হিসেব করে ইউজ করতে পারলে ক্রেডিট কার্ডে অনেক লাভ আছে।

০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৪

তাসজিদ বলেছেন: কিন্তু কয়জন তা মনে রাখে?

এক গবেষণা প্রমান করেছিল যে, যখন মানুষ ক্রেডিট কার্ড এ খরচ করে, তখন ৮০% এর মনে থাকে না যে , এই টাকা তাদের ব্যাক করতে হবে।

১২| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৩

স্বপ্নবাজ অভি বলেছেন: হুম !

০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:০৭

তাসজিদ বলেছেন: অভি ভাই, কেমন আছেন?

মা কে নিয়ে লেখার চেষ্টা করছি। কিন্তু ভাল প্লট পাচ্ছি না। তবে আশা করি দ্রুতই লিখে ফেলব।

১৩| ০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১:০০

কান্ডারি অথর্ব বলেছেন:



কি আর বলি দুঃখের কথা ভাইরে এই ক্রেডিট কার্ডের জন্য ফকির হতে বসেছি :(( :(( :((

০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৬

তাসজিদ বলেছেন: কি আর করা। যদি প্রয়োজন হয় তাহলেই ব্যাবহার করুন।

তা না থাকলে এ শ্বেতহস্তী পালন করার কোন মানে হয় না

১৪| ০৯ ই নভেম্বর, ২০১৩ ভোর ৪:২৩

অন্ধকার ছায়াপথ বলেছেন: ভাইরে আসলেই সত্য কথা বলেছেন..এই ক্রেডিট কার্ড করেছিলাম ২ টা ব্যাংকের...এখন ফকির হতে বসেছি...সেলারীর অর্ধেক টাকাই চলে যায় এর বিল পরিশোধ করতে করতে..। :(( :(( :(( :((

০৯ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:২৬

তাসজিদ বলেছেন: ক্রেডিট কার্ড আসলে তাদের জন্য যারা মাসে লাখ খানেক টাকা জলে ফেলার মত সামর্থ্য রাখে। সহজ কথায় উচ্চবিত্তদের এক ধরণের শখ এটি।



আর আপনি ক্রেডিট কার্ড ক্লোজ করতে যান, দেখবেন নানান ফন্দি ফিকির। এই সমস্যা, সেই সমস্যা, বিভিন্ন technical problem তারা দেখাবে।


এত সহজে তারা ক্রেডিট কার্ড ক্লোজ করতেও দিবে না।

১৫| ০৯ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:৪১

দি সুফি বলেছেন: নিজেকে নিয়ন্ত্রন করতে না পারলে ক্রেডিট কার্ড ব্যাবহার করা ভালো সমাধান।

অঃটঃ স্কীপ করে মন্তব্যের জবাব দেয়াটা ভালো অভ্যাস না! সবাই অনেক কষ্ট করে আপনার পওষ্টে মন্তব্য করেছেন। আপনারও উচিত তাদের সবাইকে উত্তর দেয়া। যদি না পারেন, তাহলে পোষ্টের মন্তব্য অপশনটা বন্ধ করে রাখতে পারেন, অথবা পোষ্টের শেষে লিখে দিতে পারেন "সকল মন্তব্যের জবাব দেয়া হবে না"!

০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৪২

তাসজিদ বলেছেন: স্কিপ করা আসলেই কোন ভাল অভ্যাস না। কারণ এতে অনেকে ভাবতে পারে যে তাকে কম গুরুত্ব দেয়া হচ্ছে। ব্যস্ততার কারণে একটু হয়ত সময় লাগে। তবে উত্তর অবশ্যই দেই। কেও এত কষ্ট করে পড়ছে এবং কমেন্ট করছে। আমি নিশ্চয়ই তার উত্তর দিব।

১৬| ০৯ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০৫

ফকির মজুমদার বলেছেন: ক্রেডিট কার্ডের ফান্দে পড়িয়া মুই অহন ৮০,০০০ টাকা লোনের মাঝে বন্দী

০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:০৫

তাসজিদ বলেছেন: আসলে কর্পোরেট বেণিয়ারা বুঝে শুধু ব্যবসা। কতগুল টাই পরা ছেলেদের মাঠে নামিয়ে দিয়েছে, মুরগি (কাস্টমার) ধরে আনো। না আনতে পারলে গালি গালাজ করে ওদের।


টাইওলাদের বকে কি লাভ? ওদের ত এ করেই পেট চালাতে হয়

১৭| ০৯ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৬

মাহতাব সমুদ্র বলেছেন: খুবই ভালো বলেছেন।

০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:২১

তাসজিদ বলেছেন: অনেক ধন্যবাদ মাহতাব ভাই।

১৮| ০৯ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: ক্রেডিট কার্ড সঠিক পথে ব্যবহার না করলে কিন্তু বিরাট ঝামেলা।

১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ৭:৫৪

তাসজিদ বলেছেন: আসলে একটু সচেতন হলেই কিন্তু প্রবলেম অনেক কমে যায়। কিন্তু আমরা ভুলেই যাই যে এ টাকা ফেরত দিতে হবে।

১৯| ০৯ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৪৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: //লাখ দেড়েক টাকা লোণ হয়েছে।
অনর্থক জিনিসে ভরে গিয়েছে তার ঘর।
আর ক্রেডিট কার্ড ইস্যু করা ব্যাংক সপ্তাহান্তে একটি করে কাগজ পাঠায়। টাকা দে, টাকা দে, টাকা দে। না হলে মামলা করুম, জেলে দিমু//


-ঠিকই বলেছেন, ক্রেডিট কার্ডে ক্রেডিট বাড়ে।

১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ৭:৫৮

তাসজিদ বলেছেন: ক্রেডিট কার্ড =

ক্রেডিট(show off-ভাব দেখান) ++++++
ক্রেডিট (লোন)+++++++++++++++++++++++++++++++++++++++

২০| ০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৪০

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ক্রেডিট কার্ড পছন্দ না। আমার কখনও থাকলে অবশ্যই ইচ্ছা মত খরচ করব না।

১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:০৫

তাসজিদ বলেছেন: কোথায় ছিলেন এতদিন? আপনাকে তো দেখাই যায় না। ব্যস্ততা মনেহয় খুব বেশি।

আমেরিকাতে দিনকাল কেমন কাটছে?

আমেরিকা তে তো ক্রেডিট কার্ড ছাড়া এক মুহূর্তও চলা সম্ভব না(আমি যতদূর জানি)

ভাল থাকবেন।

২১| ১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ২:০৬

নাজিম-উদ-দৌলা বলেছেন:
মাস স্কেলে এদেশে ক্রেডিট কার্ড ইস্যু করার সময় এখনও আসেনি।

১৩ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:২২

তাসজিদ বলেছেন: আসলে ক্রেডিট কার্ড ধনীদের জন্য পারফেক্ট। আমাদের জন্য নয়। তারপরেও অনেকে অনেক আশা নিয়ে ক্রেডিট কার্ড গ্রহণ করে। এবং লোনের জালে আবদ্ধ হয়।

২২| ১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ২:৪২

খেয়া ঘাট বলেছেন: পুরো আমেরিকান লাইফে আমার একটাই ক্রেডিট কার্ড আছে। যেটা থেকে ক্যাশ রিওয়ার্ড পাওয়া যায় প্রতিমাসে।

অনেক ভালো পোস্ট ভাই।

১৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:০৮

তাসজিদ বলেছেন: ঢাকার বাইরে ছিলাম। তাই উত্তর দিতে দেরি হল।

আমি আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে লিখেছি। এটি তাদের ব্যাবহার করা উচিৎ যাদের জন্য এটি খুব বেশি প্রয়োজনীয়। show off করার জন্য না।

কারণ একটি বড় অংশ এখন show off করার জন্য credit card নিচ্ছে। যা তাদের কোন দরকার নেই।

আমেরিকাতে তো ক্রেডিট কার্ড ছাড়া মনে হয় এক মুহূর্তও থাকা যায় না। এটি ওদের লাইফ স্টাইলের একটি পার্ট।

২৩| ২২ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৫

সালাহউদ্দীন আহমদ বলেছেন:
একসময় ছাগলের মত ক্রেডিট কার্ড ব্যবহার করতাম। পরে অবস্থা এমন দাড়িয়েছিলো যে এক ঈদের পুরো বোনাস দিয়ে তাকে ঠান্ডা করতে হয়েছিলো। এরপর থেকে সতর্ক হয়েছি।

এখন যখন নতুন ভাল বেতনে চাকরী করা যুবকের দলকে দেখি Fish & Co., Bistro কিংবা Gloria'তে per head ৩০০০ টাকা ক্রেডিট কার্ডের জোরে উড়িয়ে দিতে তখন মায়াও, লাগে হাসিও পায়।

আপনি যুবক বয়সেই ব্যাপারটা ধরতে পেরেছেন। আপনাকে অভিন্দন!

০৯ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৭

তাসজিদ বলেছেন: কি আর করা। দিন আনি দিন খাই টাইপের মানুষ। না বুঝলে চলে।

২৪| ২২ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০০

নতুন বলেছেন: ভাব দেখানোর জন্য ক্রেডিট কাড` ব্যবহার করলে সমস্যায় পড়বেই...

কিন্তু হিসাব করে খরচা করতে পারলে লাভই আছে... সমস্যা হইলো ৯০% মানুষই ক্রেডিট কাড` থাকলে বেশি খরচা করে।

আমি ও করছি। এখনো মেলা টাকা বাকি আছে... :((

০৯ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০০

তাসজিদ বলেছেন: ধরুন, আপনি বেতন পেলেন ২৫০০০ টাকা। সাথে ২৫০০০ টাকাই রাখলেন। অথবা সাথে ২৫০০ টাকা রাখলেন। আপনার লাইফ স্টাইল বদলে যাবে না?

সত্যি কথা হচ্ছে মানুষ টাকা খরচ করতে ভালবাসে। পকেটে থাকা থাকলে সে খরচ করবেই। আর সে সুযোগ টাই নেয় ব্যাংক ওয়ালারা।

২৫| ০৯ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩১

নতুন বলেছেন: প্লাস্টিক মানি খরচে হিসাব কম...সেই তুলনায় নগদ টাকা খরচে হিসাব বেশি।

তাই ব্যাংক সবাইকে ক্রেডিট কাডে উতসাহিত করছে...

২৬| ০৯ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: ক্রেডিট কার্ডও নাই টেনশনও নাই ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.