নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পর্কগুলো আত্নার ভেতরে বাস করে। আত্না অবিনশ্বর, সম্পর্কটাও তাই হারিয়ে যায়না।

তাসজিদ

[email protected] www.fb.com/tasjid.ahmed.9

তাসজিদ › বিস্তারিত পোস্টঃ

সাইবার ক্রাইম স্টোরিঃ Ethics, fuck up and destiny

০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৯





১। কিরে, এই অন্ধকারে বারান্দায় বসে আছিস কেন?



মাসুদের ডাকে রাব্বির ভাবনায় ছেদ পরে।



না, এমনিতেই বসে আছি। কিছু হয় নি।



C’mon buddy. Don’t hide. খুলে বল? কি হয়েছে।



আসলে দোস্ত, মধ্যবিত্ত এক অভাগা শ্রেণী। না পারে উপরে উঠতে, না পারে নিচে নামতে। না পারে অন্যের সম্পদ চুরি করতে, না পারে ভিক্ষা করতে।এদের আছে শুধু আত্মসম্মান। এ নিয়েই জন্ম নেয়, বেচে থাকে এবং কবরে যায়।



হা, কথা সত্য।কিন্তু তুই মধ্যবিত্ত নিয়ে পড়লি কেন?



না, মানে, তুই রিমনের নতুন গাড়িটা দেখেছিস?



হা, দেখবো না কেন? ইউনিভার্সিটির সামনেই তো পার্ক করা থাকে।BMW ৫ সিরিজ। দাম এক দেড় কোটির কম হবে না।



শালার কপাল। রিমন BMW চালায়, আর আমরা তুরাগ লোকাল বাসে ঝুলে যাই।



আরে, তোর রিমনের বাপ সম্পর্কে কোন আইডিয়া আছে। বিশাল বিজনেসম্যান। কোটি কোটি টাকার ডিল করে। যদিও বাবার বাংলাদেশি ডিলার নাকি সেই। লোকমুখে শোনা যদিও।



বাবা মানে ইয়াবা।



তা না হলে আর কি? কিন্তু তুই রিমনের গাড়ি নিয়ে পড়লি কেন? রিমনের এই ভাবভঙ্গি তো নতুন কিছু না। সেই ফাস্ট ইয়ার থেকেই ত এসব চলছে।



না, মানে.........



ওহ, বুঝতে পেরেছি। নিতু রিমনের গাড়িতে উঠেছিল। রাইট?



রাব্বি নিরুত্তর।



দোস্ত, মন দিয়ে শোন। রিমন, নিতু এরা হচ্ছে সমাজের উঁচু তলার মানুষ। বড়লোকের আদরের দুলাল কিংব দুলালি। এরা অভাব কি জিনিস জানে না। এরা জানে টাকা খরচ করতে। টাকা কোথা থেকে এল সেটা তাদের বিষয় না। শোন, নিতুর মাসে যে হাত খরচ পায় তা দিয়ে তুই আমি ৬ মাস ঢাকায় থাকতে পারব। কেন দেশে কি মেয়ের অভাব? না, তার পছন্দ নিতু।



গজগজ করতে মাসুদ বেড়িয়ে যায়। সত্তেই তো নিতু তার জন্য দূর আকাশের শুকতারা। দেখা যায়। স্পর্শ কিংবা অনুভব করা যায় না।



মাসুদ যথারীতি দরজা বন্ধ করে ল্যাপটপ নিয়ে বসেছে। প্রতিদিন রাত ১২টার সময় সে ল্যাপটপ নিয়ে বসে। কি এমন কাজ করে যে দরজা বন্ধ করে রাখতে হবে?







২। কেফেটেরিয়া। রাব্বি আড়চোখে রিমন কে দেখছে। তার চার পাশে রমণীদের মিছিল। হবেই না কেন? রিমন তো টাকা কম খরচ করে না। আর কে না জানে, ভাত ছিটালে কাকের অভাব হয় না।যদিও নিতু এখন আসেনি।

কিছুক্ষণ পর রিমনের নতুন কেনা আইফোন ৫ বেজে উঠে।রাব্বি বুঝতে পারে যে কলটি নিতুর।



বো বো শব্দে রিমনের গাড়ি ছুটে যায়। ভেতরে নিতু। দূরে রাব্বি।









৩। আচ্ছা মাসুদ, রিমনের না এলিনার সাথে রিলেশন ছিল।



আরে এলিনা তো কবেই বাদ। আলিনার পর আরও চার-পাঁচ জনের সাথে ওর সম্পর্ক ছিল।



মানে?

শোন, রিমনের এক গার্লফ্রেন্ড বেশি দিন ভাল লাগে না। ওর চাই নিত্যনতুন মেয়ে।



কিন্তু এলিনার সাথে রিলেশন ভাঙল কি করে?



ভাঙ্গার কি আছে? রিমনের ততোক্ষণ পর্যন্ত মেয়ের প্রতি আকর্ষণ থাকবে যতক্ষণ পর্যন্ত না সে.....................



যতক্ষণ পর্যন্ত না সে?????



ইয়ে মানে বুঝতে পারছিস তোআমি কি বুঝাতে চাচ্ছি।

রাবি নির্বাক।



He is addicted. He is terribly addicted for girls flesh.







৪। আরে তুই এত মন খারাপ করে বসে আছিস কেন? নিতু কি তোর গার্লফ্রেন্ড নাকি?



না, তাই বলে নিতুকেও। কি মনেহয় তোর? ও নিতুকেও...



He surely try. অবশ্য নিতুর ক্ষেত্রে সহজ হবে না। এই মেয়ের ঝাঝ কম না। তবে গ্যারান্টি নেই। আর আজকাল কিছু মেয়েও কেমন জানি। কয়েকদিন KFC তে খাওয়ালে আর বসুন্ধরাতে শপিং করালে এরা সব পারে।

Nitu is not that kinda girl.



I hope so. রাব্বি হাসে, হাসতেই থাকে।







৫. কিরে তোর নতুন টিওশনির খবর কি?



আর খবর।এটাও করা যাবে না।



কেন সমস্যা কি?



আর বলিস না। বাচ্চা মেয়ে। এইটে পড়ে। আর সে কিনা............





কেন তরে কিস করসে নি।



দেখ, ফাজলামি করবি না। বাচ্চা মেয়ে,প্রথম দিন কিনা ইচ্ছে করে আমার পায়ে পা লাগায়।

তারপর তুই কি করলি। তুইও পা লাগালি।নাকি?



তোর কি মাথা খারাপ হয়েছে। She is my student.



তুই কি গাধা নাকি বলদ? তোরে দিয়ে কিচ্ছু হবে না। আচ্ছা, তোর কি কখনো মাথায় প্রশ্ন এসেছে যে, আমি এত টাকা ভাঙ্গি, তা কোথা থেকে আসে?



কেন তার বাবা দেয়। আঙ্কেল সিমেন্ট এর ব্যবসা থেকে অনেক লাভ হয়।

দোস্ত, একটি সত্য কথা বলি। আমার বাবা কোন সিমেন্ট এর ডিলার না। ওনি একটি বেসরকারি কলেজের সম্মান্য কেরানি, যে কিনা মাসে আমার জন্য ৩ হাজারের বেশি টাকা পাঠাতে পারে না।





তুই কি আমার সাথে ফাজলামি করছিস? তোর ত ৩ হাজার টাকা মোবাইল বিলই লাগে। আর বাকি টাকা কে দেয়।ভুতে? তুই তো টিওশনিও করিস না।



তোর মত গাধা থাকলে আমিও টিওশনি করতাম। কিন্তু আমি অন্য কিছু করি।

কি?



৬. আবারও বলছি, তুই কি সত্যিই সব জানতে চাস? কারণ একবার এ দুনিয়াতে ঢুকলে বের হবার কোন পথ নেই। It’s a one way journey.



আর এখানে নৈতিকতার কোন বালাই নেই।



আমি জানতে চাই কি করে এত টাকা পাওয়া সম্ভব?আর নৈতিকতা।I fuck all ethics.



ভেরি গুড।শোন। এ সাইটটি দেখ।এটি একটি সিক্রেট ওয়েব সাইট। You cannot find this web site unless you know its real address. এমনকি গুগলও এ সাইট খুজে পাবে না। সে অপশন হাইড করা আছে।



কিন্তু এর কাজ কি?



এটি একটি মার্কেট প্লেস বলতে পারিস। এখানে পণ্য বিক্রি হয়।



পণ্য?কি ধরনের পণ্য?



ভিডিও, ফিল্ম। পর্ণভিডিও, নেকেডফিল্ম। And even rape videos.

মানে?



এখানে পর্ণগ্রাফি বিক্রি হয়। চড়া দামে। তোর কোন আইডিয়া আছে যে, বাংলাদেশে পর্ণগ্রাফির কি পরিমাণ চাহিদা আছে। সবাই পর্ণ দেখে। ছেলে বুড়ো সবাই। ভাল, খারাপ সাবাই। তুই বুকে হাত দিয়ে বল যে কখনও পর্ণ দেখিসনি।



রাব্বি নিরুত্তর।



দেখেছিস, তুই আমি কেও মদিনার বাতাসা না।এ সাইটে পর্ণগ্রাফি বিক্রি করি আমি। বিভিন্ন ধরনের ভিডিওর বিভিন্ন ধরনের রেট। ১০ হাজার থেকে কোটি টাকা পর্যন্ত বিক্রি হয় এসব ভিডিও।



কোটি টাকা!!!!



ধর, তুই তোর ছাত্রীর সাথে একটি ভিডিও এনে দিলি। এখানে উচ্চ দামে বিক্রি করতে পারবি।



তোর কি মাথা খারাপ হয়েছে? আমার ভিডিও ছাড়লে আমি সমাজে কি মুখ দেখাতে পারব?



আরে গাধা, আগে সবটা শোন। আমাদের কে ওরা বলে ক্লায়েন্ট। ভিডিও যখন আপলোড হবে তখন ক্লায়েন্ট এর মুখ অস্পষ্ট করে দেয়া হবে। কিংবা আলো আধারির খেলা চলবে। ১০০ পারসেন্ট সেফ। আমি আমার নিজের একটি.......................................

Forget that.



আচ্ছা, ধর আমি একটি ভিডিও মানে ছাত্রীর সাথে এনে দিলাম। কেমন দাম উঠতে পারে।



That’s the talk like a man, real man.



দাড়া, তোর একটি অ্যাকাউন্ট খুলে দিচ্ছি।..................



হা, হয়ে গেছে। যেহেতু ভিডিও এখন হাতে আসেনি, তাই কিছু তথ্য দেয়া লাগবে। যেমন, ছবি, হাইট, ফিগার এমনকি বাবার নাম পর্যন্ত।



বাবার নাম কেন?



কি জানি। আরে ভয় নেই। সমস্ত তথ্য সিক্রেট থাকবে। ভয় নেই। হয়ে গেছে। দিলাম এন্টার।



কতক্ষণ লাগবে উত্তর আসতে?

এসে গেছে।Oh my God. ৩ লাখ টাকা,৩ লাখ টাকা!!!!!দোস্ত, You’re gonna rock.









৭। টিওশনি চলছে।সমান তালে পা চালাচালিও চলছে। এখন আর রাব্বি পা সরিয়ে নেয় না। বরং বেশ উৎসাহ নিয়েই করে। হাজার হলেও ৩ লাখ টাকা।



৮। দোস্ত, কই তুই?



এইতো আসছি।



জলদি আয়।



দোস্ত, আমার মাথা পুরা নষ্ট হয়ে গেছে।



কেন কি হয়েছে।



সাধারণত বেস প্রাইজ বদলানো হয় না। কিন্তু এবার হয়েছে। তুই যদি ভিডিও এনে দিতে পারিস তাহলে ৩ নয় তুই মানে আমরা পাব ১০ লাখ টাকা, ১০ লাখ !!!!!!!



হয়ে যাবে, হয়ে যাবে। ১০ লাখও পেয়ে যাব।











৯। হ্যান্ডিক্যামের দিকে বার বার তাকাচ্ছে রাব্বি।এটি এখন আর কোন হ্যান্ডিক্যাম নয়। কারণ এর দাম এখন ১০ লাখ টাকা।





১১। পার্টি চলছে, ডিজে পার্টি।



রাব্বি, মাসুদ আজ গলা পর্যন্ত মদ খেয়েছে। প্রাণ ভরে। এখন dance হচ্ছে।



মাসুদ, শুধু মদে কাজ হবে। অন্য কিছু দরকার না।



আরে দোস্ত, সব হবে। এখানে সব পাওয়া যায়। ওই দেখ।



ওহ মাই গড। Lets go.







১২। California, Unitd States of America



স্যার, বিশিষ্ট শিল্পপতি ইকবাল মাহমুদের মেয়ের ভিডিও এখন আমাদের হাতে। বাংলাদেশি টাকায় প্রায় দেড কোটি দাম উঠছে। Should we upload it?



No, I have a plan. Different plan. দেড় কোটি থেকেও অনেক বেশি টাকার প্লান আছে আমার মাথায়।









১৩।বদরাগী হিসেবে ইকবাল মাহমুদের বিশেষ খ্যাতি আছে। নিজের অফিসের স্টাফদের সাথে বাড়ির চাকরবাকর দের মত ব্যাবহার করেন তিনি। কারণ তিনি বিশ্বাস করেন, চাকরি মানে চাকরগীরি। সেই হিসেবে এ অফিসে সবাই তার চাকর।



স্যার, এ কুরিয়ার টি আমেরিকা থেকে এসেছে।



কি আছে ভেতরে?



স্যার, একটি চিঠি আর একটি সিডি।



চিঠি তে কি লেখা আছে?



See this video alone.Totally alone. Pls.



Then, get lost, now.





ইকবাল মাহমুদ ঠিক বুঝতে পারছেন না কে তাকে এ কুরিয়ার পাঠিয়েছে? তিনি সিডিটি নিজের ল্যাপটপ এ ভরলেন।









১৪। জীবনে অনেক ধরনের বিপদে পড়েছেন ইকবাল মাহমুদ। কিন্তু কখনও ভয় পান নি। কিন্তু আজ মনে হচ্ছে তিনি ভয় পেয়েছেন। না, তার মেয়ের জন্য নয়। এ ভিডিও প্রকাশ পেলে তার ব্যবসায় ধস নামবে তাতে কোন সন্দেহ নেই। তার শেয়ারের দাম পড়ে যাবে। সমাজে দাপট নিয়ে বেচে থাকা যাবে না। সবার হাসির পাত্র হবেন তিনি। সবাই বলবে ওই যে ইকবাল মাহমুদ, যার মেয়ের পর্ণ বাজারে সিডির দোকানে পাওয়া যায়। হা হা হা।



কিন্তু এখন পেনিক হবার সময় না। কারণ সারা জীবন মানুষকে ট্র্যাপে ফালানো ইকবাল মাহমুদ আজ নিজেই ট্র্যাপে পরেছেন। তবে সন্দেহ নেই যারা এ কাজ করেছে তারা নেগসিয়াট করতে চায়।

ফোন বাজছে।







১৫। অনেক কষ্টে চোখ খুলল রাব্বি। একটি ৬০ ওয়াটের লাইল জ্বলছে। যার নিচে একজন ষণ্ডামার্কা লোক বসে আছে। ৬ ফিট লম্বা, ভাবলেশহীন চোখ। হাতে ছুড়ি। দেখেই বোঝা যায় যে এই লোক বহু মানুষকে পরপারে পাঠিয়েছে।







শোন হারামজাদা। তরে মারার ওডার আইছে। তবে এক্কেবারে না। তরে মারমু খুচায়া খুচায়া। তরে এক মাস জ্বালায়া পুড়ায়া তার পর মারুণ লাগব।কুণ্ডা দিয়া শুরু করি। এক কাম করি। তর এক হাতের আঙ্গুল কাটি। কি কস তোরা।



জি বসস।



এই তোরা গান গা।



গান হচ্ছেঃ চলি কে পিছে কেয়া হে, চলি কে পিছে







১৬। এক বছর পরঃ

১।ইকবাল মাহমুদের বিজনেস ভালই যাচ্ছে। যদিও ভিডিও যাতে না রিলিজ হয় তার জন্য মাসে ১ কোটি টাকা গচ্ছা দিতে হচ্ছে। যেটি তার দুই দিনের ইনকাম মাত্র।



২। মাসুদ জেলে আছে।পর্ণ বেবসায়ি হিসেবে ৬ বছরের জেল হয়েছে। বলা বাহুল্য কেরানির চাকরিওঁ চলে গেছে।



৩। রিমন নতুন গার্লফ্রেন্ড সাথে ডেটে গিয়েছে।



৪। ইকবাল মাহমুদ সাহেবের মেয়ে মডেল হবার জন্য অডিশানে টিকেছে।



৫। রাব্বির মা সারা দিন নামায পড়েন আর দোয়া করেন, কারণ তিনি আশাবাদী তার নিখোঁজ ছেলে একদিন ফিরে আসবে।





উৎসর্গ : প্রিয় ব্লগার নাজিম উদ দৌলা যার প্রতিটি লেখা ভাবতে শেখায়।

মন্তব্য ৬৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (৬৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৩

তাসজিদ বলেছেন: Why this name?

আমাদের সবার কাছে ethics বইয়ের একটি শব্দ ছাড়া আর কিছুই না। কারওঁ কাছে এটি একটি fuck up মানে সমস্যা।

But if ethics is a problem, then where is your destiny???????????

Think.

২| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৪

আজ আমি কোথাও যাবো না বলেছেন: অসাম! প্লাস!

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৩

তাসজিদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।

৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২১

নাহিদ রুদ্রনীল বলেছেন: দারুন লেগেছে। তবে আমার মনে হয় পার্ট একটু বেশি দিয়ে ফেলছেন। ১৬ পার্ট না করে আরও কম পার্টে করলে ভালো হতো এবং ইংরেজিও একটু বেশিই লেগেছে :-)

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩৬

তাসজিদ বলেছেন: হা, আপনার সাথে আমি একমত। পার্ট ১৬ টি অনেক বেশি হয়ে গেছে। আসলে আগে যে প্লট ভেবেছিলাম, লেখার সময় সে প্লট কিছুটা বদলে
যায়। তাই পার্ট বেশি হয়ে গেছে। তবে কিছু পার্ট কিন্তু বেশ ছোট।

আর ইংলিশ............ বেশি হয়ে গেছে?

আসলে এটা সচেতন ভাবেই করেছি। দেখি পাঠকরা কেমন পতিক্ক্রিয়া দেখায়। নেতিবাচক হলে পরবর্তীতে আর এত ইংলিশ আসবে না।

৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১৪

ফাইয়াদ ইফতিখার রাফী বলেছেন: ভাল লাগলো :)

০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৩২

তাসজিদ বলেছেন: অনেক ধন্যবাদ।

৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫০

মামুন রশিদ বলেছেন: দারুণ একটা গল্প পড়লাম । ছোট ছোট ফ্ল্যাশব্যাকে চমৎকারভাবে তুলে এনেছেন সাইবার ক্রাইমের মত ভয়াবহ ব্যাপারকে ।

গল্পে প্লাস++

০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১১

তাসজিদ বলেছেন: মামুন ভাই, কেমন আছেন?

গল্প ভাল লেগেছে শুনে খুব খুশি হলাম।

ভাল থাকবেন। শুভ সন্ধ্যা

০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪

তাসজিদ বলেছেন: সাইবার ক্রাইম নিয়ে একটি সিরিজ লেখার ইচ্ছে আছে। আশা করি পাশে থাকবেন।

৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২০

প‌্যাপিলন বলেছেন: খুব অনীহা নিয়ে পড়া শুরু করলেও শেষ পর্যন্ত জিতেই গেলাম ভাল একটি গল্প পড়তে পেরে। যদিও গল্পটা বড় বেশি বাস্তবকে টেনে এনেছে.......

০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫২

তাসজিদ বলেছেন: আপনাকে আর কি বলব, প্রথম দিকে আমার লিখতেই বোরিং লাগছিল।
তবে শেষ পর্যন্ত আশা করি পুষে গেছে?


আর বাস্তবতা যে নিষ্ঠুর, নির্মম। কেও বাস্তবতা থেকে বাচতে পারে না। কারণ এর অস্তিত তার সাথেই বিদ্যমান।

৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২২

রাধাচূড়া ফুল বলেছেন: সমাজের বেশ ভালো একটা চিত্র ফুটিয়ে তুলেছেন। ভাল লাগল।

০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০০

তাসজিদ বলেছেন: আমাদের চেনা জানা অনলাইন দুনিয়ার বাইরেও এক ভয়ঙ্কর দুনিয়া আছে ওখানে। তার কিছু সামান্য অংশ উঠে এসেছে লেখায়।

৮| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩০

বৃশ্চিক রাজ বলেছেন:
তাসজিদ ব্রাদার অনেক ভালো লাগল গল্প পড়ে।

নাইস +++

ভাবলাম ও শিখলাম থেঙ্কস । :)

০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৩

তাসজিদ বলেছেন: ভাবলাম ও শিখলাম থেঙ্কস??????

#:-S #:-S #:-S #:-S #:-S

৯| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৫

ইমরাজ কবির মুন বলেছেন:
ভাল লিখসেন তাসজিদ।
কিছু ইংরেজীতে সমস্যা আসে, সময় সু্যোগ হলে চেক কৈরেন ||

০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

তাসজিদ বলেছেন: Many many thanks for your comment

১০| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫৫

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: অসাধারণ!


+++++++

০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

তাসজিদ বলেছেন: অনেক ধন্যবাদ, বর্ষণ ভাই।

১১| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৯

হাসান মাহবুব বলেছেন: একটানে পড়ে ফেললাম। বাংলাদেশে আসলেই এমন আন্ডারগ্রাউন্ড সাইবার মার্কেট আছে নাকি? বেশ কিছু বানান ভুল আছে, ঠিক করে নিয়েন।

০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৭

তাসজিদ বলেছেন: বাংলাদেশে আছে কিনা ঠিক জানি না।

অন্যের মুখে একবার শুনেছিলাম। তবে ব্ল্যাক-মেইল কিন্তু হচ্ছে প্রচুর।

একটি সিরিজ লেখার ইচ্ছে আছে এ ব্যাপারে। আশা করি পাশে থাকবেন।

১২| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১৭

নাজিম-উদ-দৌলা বলেছেন: তাসজিদ ভাই, পোষ্টের শেষ বাক্যটি কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করে রাখল।

গল্প ডিফারেন্ট হয়েছে অনেক, নতুন একটা ব্যাপার জানা হয়ে গেল। এভাবে অনলাইনে পর্ণগ্রাফির অকশন চলে এটা জানা ছিলনা আমার। গল্পটা মনে হচ্ছে যেন একটু তাড়াহুড়ো করে লেখা। কয়েক যায়গায় অযত্নের ছাপ, বেশ কিছু বানানভুল চোখে পড়ে, ইংরেজি বাক্যগুলোও একটু ঠিক ঠাক করা লাগে। তবে ওভারল সত্যিই ইম্প্রেসড হয়েছি গল্পটি পড়ে। ভাল থাকুন ব্রাদার।

আর গল্পের শিরোনামে অতি অবশ্য প্লাস প্রাপ্য আপনার।

০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৪২

তাসজিদ বলেছেন: এক্সপার্ট দের চোখকে ফাকি দেয়া আসলেই কঠিন। সাধারণত কোন লেখা আমি একদিনে লিখিনা। দুই তিন দিন এমনকি কয়েক মাস ঝুলিয়ে রাখি। এ কারণেই আমার লেখার সংখ্যা কম।


কিন্তু এ লেখাটি মাত্র কয়েক ঘণ্টায় লেখা। সন্ধ্যার সময় প্লটটি মাথায় আসে। দুই ঘণ্টার মাঝে শেষ করি। আমার সমস্ত লেখা ডেস্কটপে লেখা। কিন্তু গতকালের লেখাটি ছিল ল্যাপটপে । যাতে স্পেল চেকার অপশন টি ছিল না। তাই এত স্পেলিং মিসটেক।

পরবর্তীতে আর তাড়াহুড়া হবে না।

০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৪

তাসজিদ বলেছেন: অনলাইন পর্ণগ্রাফী সম্পর্কে আমরা অনেক কম জানি। এ নিয়ে নাকি কোটি কোটি টাকার বিজনেস হয়। ব্ল্যাক-মেইল করা হয় অসহায় মানুষদের।


বাংলাদেশের পর্ণগ্রাফী বিজনেস নাকি দেশের বাইরে থেকে কন্ট্রোল করা হয়। গল্পের কিছুটা ফ্যাক্ট কিছুটা ফিকশন।



আর গল্পের নাম নিয়ে আমি বেশ কনফিওসড ছিলাম। কারণ সব কিছুর পরও fuck up শুধু একটি স্ল্যাং নয় অশ্লীল শব্দও। তাই অনেক পাঠক এ শব্দ নিয়ে নেতিবাচক ধারণা পোষণ করতে পারে।

যদিও আমি জানতাম সবটুকু পড়লে খারাপ লাগার কথা না

১৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৪

অপু তানভীর বলেছেন: অনেক দিন পর একটা গল্প পড়লাম !!

ভাল লাগলো !!

০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

তাসজিদ বলেছেন: ?????????????????????

অনেক দিন পর অপু তানভির আমার ব্লগে আসলো।

১৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৪

ধানের চাষী বলেছেন: দারুন লিখেছেন :)

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১০

তাসজিদ বলেছেন: ধানের চাষি ??? এই নিক কেন?

১৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৭

Ðârķŋễšs বলেছেন: পড়লাম, লেখার আরও উন্নতি দরকার। আসা করি ঠিক হয়ে যাবে B:-/

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২১

তাসজিদ বলেছেন: সবাই কি সব পারে? না

সব মানুষ তাদের বৃত্ত ভাঙ্গার চেষ্টা করে। কেও পারে, কেও পারে না। তারা বৃত্তের মাঝে ঘুরপাক খায়। বার বার। এক পথ থেকে অন্য পথ ধরে। কিন্তু বৃত্ত আর ভাঙ্গা হয়ে উঠে না।

১৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৫

আম্মানসুরা বলেছেন: মুগ্ধপাঠ। এক টানে পড়লাম

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৪

তাসজিদ বলেছেন: অনেক ধন্যবাদ।

আসলে অনেক বড় হয়ে গিয়েছিল লেখাটি। ভয়ে ছিলাম ব্লগাররা পড়ে কিনা।

১৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১০

বিশ্বাস করি 1971-এ বলেছেন: অসাধারণ লেখা বলতেই হবে। সত্যি কথা বলতে ethics জিনিসটা কেন জানি টাকা/আর্থসামাজিক অবস্থার সাথে জড়িত। হয়তোবা কিছু মানুষ অভাবে থেকেও নিজের ethics বজায় রাখতে পারেন তবে তাদের সংখ্যা সমাজে ১%-২% এর বেশী নয়। আর যেটা ৯৮% ভাগ মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয় তা সবার জন্য প্রযোজ্য নয়। তবে এটাও সত্য প্রত্যেকটি মানুষই জীবনের কিছু কিছু মুহূর্তে/ক্ষেত্রে সেই ১%-২% মানুষের একজন হয়ে যান। আর এভাবেই হয়তোবা পৃথিবীতে মানুষেরা টিকে আছে সামান্য সততা/ ethics উপর র্নিভর করে।

০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০৯

তাসজিদ বলেছেন: আসলে আমরা মনে করি যে ছোটবেলায় পড়া সেই আদর্শ কথা শুধুই বুলি। যার অস্তিত্ব শুধুই বইয়ের পাতায়।
কিন্তু নৈতিকতা বিহীন জীবন কাওকে কোথায় নিয়ে যেতে পারে? তা কি আমরা ভাবি?


আপনার নিকটি সুন্দর। ১৯৭১ আছে আমাদের অস্তিত্তে, মননে, দুর্যোগে, বিপ্লবে।

১৮| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৪

কালীদাস বলেছেন: ভালই, টাইটেলও মন্দ না :)

০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:৩৬

তাসজিদ বলেছেন: ভাল লাগেছে, সেজন্য অনেক ধন্যবাদ

১৯| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৪

জনাব মাহাবুব বলেছেন: মুগ্ধ হয়ে পড়লাম। এক অজানা অন্ধকার জগত সম্পর্কে জানলাম। :|| :|| :|| :|| :||

০৯ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯

তাসজিদ বলেছেন: আসলে সাইবার ক্রাইমের খুব সামান্য অংশই উঠে এসেছে লেখায়। বাস্তবে এ দুনিয়া অনেক বড়। আমাদের ধারণার থেকেও অনেক

২০| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪২

সোজা কথা বলেছেন: সাইবার ক্রাইম নিয়ে সুন্দর গল্প লিখেছেন।খুবই বাস্তবিক।

০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৫

তাসজিদ বলেছেন: সাইবার ক্রাইম নিয়ে আমাদের সচেতন হবার সময় এখনেই। কারণ প্রযুক্তিগত উৎকর্ষতা বাড়ছে প্রতিদিন। আর সে কারণে এ ধরণের অপরাধ বেড়ে যাচ্ছে

২১| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৪

সুমন কর বলেছেন: ভালো লাগল। তবে একটু তাড়াতাড়ি লিখেছেন, যদিও আপনি তা বলেছেন।

০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২২

তাসজিদ বলেছেন: আর নয় তাড়াহুড়া। Never , ever

২২| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:২৩

বেঈমান আমি. বলেছেন: ভাল লিখছো ব্রো :)

০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৯

তাসজিদ বলেছেন: অনেক ধন্যবাদ। ব্রো

২৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৩৩

সুদিন বলেছেন: সমােজর কঠিন বাস্তব চিত্র

১১ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:৪৮

তাসজিদ বলেছেন: হুম্মম্ম।

২৪| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩৭

মশিকুর বলেছেন:
অনেকদিন পর ভিন্ন ধর্মী একটা চমৎকার গল্প পড়লাম।

লাইন গুলোর মাঝে এত স্পেস কেন? পড়ার সময় অস্বস্তি লাগছিলো:( প্রথমে স্লো স্টার্ট হয়েছে। তারপরই চরম গতিতে এগিয়ে গেল। অসাধারন! অসাধারন!! একেবারে শেষে, সব কিছু আবারো নষ্টদের অধিকারে গেল!! এটাই আসলে বাস্তবতা:( তবে যেকোনো গল্পের শেষে পজেটিভ ফিনিশিং গল্পের মর্যাদা অনেক গুন বাড়িয়ে দেয়। ভালো কিছুতে আগ্রহী হওয়ার একটা রেশ পাঠকের মস্তিস্কে থেকে যায়। ভেবে দেখবেন আশাকরি।

মনটা ভালো হয়ে গেল, তাই গল্পে ভালো লাগা ++++

১০ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৫০

তাসজিদ বলেছেন: লেখা ভিন্নধর্মী লেগেছে, শুনে খুব ভাল লাগল। এ ব্যাপারে সিরিজ লেখার ইচ্ছে আছে। আশা করি পাশে থাকবেন।
এ গল্পটি ল্যাপটপে লেখা। যেহেতু ল্যাপটপে অভ্যস্ত না, তাই সমস্যা হয়েছে। আর হবে না। গ্যারান্টি।

গল্পটি প্রথমে খুব বেশি স্লো ছিল। এত বেশি যে আমার লিখতেই বোরিং লাগছিল।তবে শেষে গতি পেয়েছে লেখা।

আসলে আমি দেখাতে চেয়েছি যে, লোভে পরলে তা আপনাকে ধ্বংস করতে পারে। হ্যাঁ, চাইলে তাকে ভাল পথে নিয়ে আসা যেত। তাহলে কিন্তু পাঠক জানতে পারত না যে, বিপথে গেলে তার পরিণতি কি হতে পারে।

আসলে এত সুন্দর মন্তব্য পড়লে লেখার উৎসাহ অনেক বেড়ে যায়।

২৫| ১০ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:৫৪

সায়েদা সোহেলী বলেছেন: লেখা সম্পর্কে নতুন করে কিছু বলার নেই বর্তমান সময়ে আসেপাশে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা গুলো ই উঠে এসেছে ,


।তবে ভাইয়া একটা কথা না বলেই পারছি না , চাইলেই কিন্তু দুএকটা শব্দ এভয়েড করা যেত :| তাতে গল্পের কোন মাধুর্য কমতি হত বলে আমার মনে হচ্ছে না ।

আমরা না বুঝেই অনেক স্লাং ইউজ করি , যারা করে একটা কুল ভাব নিতেই করে হয়তো কিন্তু কি বলছে তার মানে কি? কেন বলছে? কাকে বলছে? এসব একটু চিন্তা করে নেওয়া উচিত । sh..t এই শব্দ নির্দিধায় ছোট বড়
সবাই বলে কিন্তু বাংলায় বোধহয় চিন্তাতেও আনবেননা।

শুভকামনা

১০ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৪২

তাসজিদ বলেছেন: হ্যাঁ, লেখায় কিছু শব্দ কে অশ্লীল বলা যায়। আসলে ওই শব্দ গুল ব্যাবহার করবো কিনা তা নিয়ে আমি বেশ অস্বস্তিতে ছিলাম। তারপরও আমি ব্যাবহার করেছি। কেন?

কারণ প্লটের প্রেক্ষাপট। যাদের কথা বলা হচ্ছে তারা গভীর অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে। যাদের কাজ মানবতার জন্য চরম অবমাননাকর। তাদের জন্য ওই শব্দও গুলই কি ঠিক নয়?

আপনাকে অনেক দিন পর দেখলাম। কেমন আছেন?

২৬| ১০ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩৯

লিংকন১১৫ বলেছেন: হুম , গপ্পটা ভালো লেগেছে ,
কিন্তু ..........

১০ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১০

তাসজিদ বলেছেন: কিন্তু কি লিংকন ১১৫ ভাই?

২৭| ১২ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪১

অদৃশ্য বলেছেন:





আপনার লিখাটি পড়তে শুরু করলাম... আজকে আর শেষ করতে পারবোনা বলেই মন্তব্য করছি... লিখাটি শেষ হলে আবারো কথা বলে যাব...


শুভকামনা...

১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩২

তাসজিদ বলেছেন: বেশ বড় পোস্ট। তাই একটু কষ্ট করে পড়তে হবে।

পড়া শেষ হলে আপনার মতামত জানাবেন আশা করি।

২৮| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫৩

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভালো লাগলো।

১৪ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:০৪

তাসজিদ বলেছেন: অনেক ধন্যবাদ, দুর্জয় ভাই।

২৯| ২১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১২

শায়মা বলেছেন: মন খারাপের গল্প!

২১ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩২

তাসজিদ বলেছেন: মন কি বেশি খারাপ হয়ে গেছে?

আসলে বাস্তবতা মানেই নির্মমতা ।

৩০| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৩

উদাসী স্বপ্ন বলেছেন: বাংলাদেশের পরিস্হিতি কি সত্যি এরকম এখন?

২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪১

তাসজিদ বলেছেন: সবকিছুর পরও এটি একটি গল্প।

তবে সাইবার ক্রাইম অনেক বেড়েছে। এমনকি ব্ল্যাকমেইল হচ্ছে।

আসলে প্রযুক্তিগত উৎকর্ষতা যত বাড়তে ততই সাইবার ক্রাইমও বাড়বে। যদিনা আমরা সতর্ক হই।

৩১| ০৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১৫

অপর্ণা মম্ময় বলেছেন: পড়লাম। ব্ল্যাকমেইলিং ব্যাপার স্যাপার শুনলেই গা শিরশির করে। এ দেশে অনলাইনে এরকম ডিলিংস হয় কিনা জানি না তবে অন্য কোথাও না কোথাও তো হচ্ছেই।

ভালো লেগেছে পড়তে। উৎসর্গ টা দেখেও ভালো লাগলো

০৯ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৮

তাসজিদ বলেছেন: কষ্ট করে পড়ার জন্য অনেক ধন্যবাদ। আপু।

আমাদের দেশে এ ধরণের ব্ল্যাকমেইল হচ্ছে কিনা সে ব্যাপারে আমরা শুধু শুনছি। কারণ অপরাধ জগত সম্পর্কে আমরা আসলে খুব কম জানি।

তবে এটুকু বলতে পারি গল্পের থেকে বাস্তবতা অনেক বেশি ভয়ঙ্কর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.