নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কর্মকে কর্ম হিসেবে ভাবতে পছন্দ করি । তা চিন্তাবিদ হোক বা ঝাঁড়ুদাড় ।

বিশ্ববিদ্যালয়ের ঝাঁড়ুদাড়

আমি বিশ্ববিদ্যালয়ের ঝাঁড়ুদাড় , আমি মূর্খ মানুষ , জ্ঞান আমার দুর্বল কিন্তু বিবেক এখনও সবল।

বিশ্ববিদ্যালয়ের ঝাঁড়ুদাড় › বিস্তারিত পোস্টঃ

মুক্তি ! আমার লেখা এই ব্লগে প্রথম কবিতা !

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৫

দেখাইবে মোরে কে পথ ,

কে করিবে রাবণকে বধ ।

কে আনিবে হাসি , কে বাজাইবে বাঁশি

কে দিবে ওই পাপীদের ফাঁসি ,



বল মা , বল ! আজ আর চুপ করে থাকিস নে মা !

থাকিসনে চুপ করে , তুই থাকিসনে মা অবিচারে

তুই থাকিস নে দুঃখে ভরা আঁধারে ।



তোর ছেলে নির্বোধ মা ! কেনও বুঝিস না তুই ?

আমি পারব না , আমি পারব না মা

তোকে মুক্তি দিতে ঐ পাষাণ দের হাত থেকে !



কিভাবে পারব বল মা ! আমার হাত যে বাঁধা ,

আমার হাত যেসব নেতা - নেত্রীর জন্য বাঁধা মা !

তাদের আমি ছাড়ব না মা , দেখিস তুই -

তাদের আমি ছাড়ব না !



তোর ছেলে করিবে তোর মুক্তি ,

তুই জানিস তোর ছেলের আছে সেই শক্তি ।

ভাঙ্গবে সকল সকল দেয়াল ,

তোর ছেলে আনবে মা , এক নতুন সকাল ।



শুধু দোয়া কর মা , শুধু দোয়া কর ।

তুই ছাড়া আমার কে আছে বল !

শুধু দোয়া কর মা , শুধু দোয়া কর ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.