নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কর্মকে কর্ম হিসেবে ভাবতে পছন্দ করি । তা চিন্তাবিদ হোক বা ঝাঁড়ুদাড় ।

বিশ্ববিদ্যালয়ের ঝাঁড়ুদাড়

আমি বিশ্ববিদ্যালয়ের ঝাঁড়ুদাড় , আমি মূর্খ মানুষ , জ্ঞান আমার দুর্বল কিন্তু বিবেক এখনও সবল।

বিশ্ববিদ্যালয়ের ঝাঁড়ুদাড় › বিস্তারিত পোস্টঃ

কোনটা পালন করবেন এইডস দিবস নাকি বিজয়ের উচ্ছাস ( নিপু ভাইঃ পর্ব - ০২ )

০১ লা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮

অনেক দিন হল নিপু ভাইয়ের সাথে দেখা নাই ! অবরোধের কারনে তাকে আজকাল বাসায় পাওয়া যায় না । শুনলাম পিকেটিং করে বেড়াচ্ছেন অবরোধ কারীদের বিরুদ্ধে । কালে- বিকালে আজ তার সাথে দেখা হয়ে গেলও মমিনের দোকানে । মনে করেছিলাম সে আমাকে খায়াল করবে না ! কিন্তু আমার মূখ দিয়ে কোন শব্দ বের হবার আগেই তিনি বললেন ,

* " ১৮ জন মরল কেউ কাঁদল না , সংবাদ পত্রে তেমন লেখালেখি হলও না ! আর একজন মরল সব দিকে হিরিক পরে গেলও , রাজনীতিতে যোগ দে !"

- (রাজনীতিতে যোগ দে কথাটা শুনে একটা ছোট্ খাট ধাক্কা খেলাম ,) "কি কউ নিপু ভাই , খাইয়া - দাইয়া কাম নাই রাজনীতিতে যোগ দিব । পাগল হইছ !"

* আমেরিকাতে পুলাপান স্বপ্ন দেখে রাষ্ট্রপতি হয়ে দেশ চেঞ্জ করবে , আমার দেশের পুলাপান ওগো চেয়ে বেশি স্মার্ট , এরা রাজনীতি করে নিজে মরার জন্য আর মানুষ মারার জন্য । মাঝখানে দেশটা ফাঁকে পইড়া থাকে ....

- বাদ দেও তো রাজনীতির আলাপ । আজকে কোউ তো কি দিবস ।

* বাংলাদেশের ৭ জন বীর শ্রেষ্ঠের মধ্যে কয়জনের নাম জানিস ।

- ৪-৫ জনের টা জানি ........

* তোর ছেলে হইলে তারে স্বাধীনতার গল্প না বলে এইডস নিয়ে সচেতন হইতে কইস । ততকালীন সময়ে স্বাধীনতা রক্ষার চেয়ে এইডস নিয়ে মানুষ চিন্তিত তাকবে ।

- এই তুমি কি কইলা...... এইডা কিছু হইল !

* গনতান্ত্রিক দেশে দুই নেত্রীর বিবাদে শত মানুষ মারা যায় , তাদের স্মরণে কেঊ কালো ব্যাচ পড়ে না ! কিন্তু এইডস এ কারনে সবাই ব্যাচ পড়ে ! বাঁচতে হলে জানতে হবে , দেশ বাঁচাতে হলে লড়তে হবে ।

- কথা সত্য !

*থাক পরে কথা হবে , এখন যাইগা । পিকেটিং করতে হবে ।



( জ্বলে উঠুন বিজয়ের আঙ্গিকে )



নিপু ভাইঃ পর্ব - ০১ : Click This Link

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২১

জেমস বন্ড বলেছেন: উপ্স

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.