নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কর্মকে কর্ম হিসেবে ভাবতে পছন্দ করি । তা চিন্তাবিদ হোক বা ঝাঁড়ুদাড় ।

বিশ্ববিদ্যালয়ের ঝাঁড়ুদাড়

আমি বিশ্ববিদ্যালয়ের ঝাঁড়ুদাড় , আমি মূর্খ মানুষ , জ্ঞান আমার দুর্বল কিন্তু বিবেক এখনও সবল।

বিশ্ববিদ্যালয়ের ঝাঁড়ুদাড় › বিস্তারিত পোস্টঃ

অবরোধে কারনে বিশ্ববিদ্যালয়ের ভর্তির আগেই হতে পারে সেশন জট !

০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৩

বাংলাদেশের রাজনীতি নিয়ে নতুন করে বলার কিছু নাই । এর চেয়ে আসুন ক্রিকেট নিয়ে আলাপ করি । কিন্তু মজার ব্যপার কি ক্রিকেট নিয়ে আলাপ করুন আর জেমস বন্ডের গারলফ্রেন্ড নিয়েই আলোচনা করুন , বক্তব্য শেষ হবে রাজনীতি নিয়ে ।



রাজনীতির এই রেশারেশি আর পেশাপেশি তে সাধারণ মানুষের পাশাপাশি এর দুর্বিষহতায় ভুগছে সাধারন ছাত্ররাও ।



অবরোধের কারণে ভর্তি পরিক্ষা পিছিয়ে যাচ্ছে খরগোশের গতিতে । আবার পেট্রোল বোমার আতঙ্কে সাধারণ ছাত্রদের ঢাকা যাওয়া হয়ে গেছে কালো স্বপ্নের আর মৃত্যু মুখীতার মত । তাছাড়া বহু ছাত্র রাজনীতিতে জড়িয়ে থাকে এবং পিকেটিঙ্গে ছাত্রদের নাম জুড়িয়ে দেয়া হয় বিধায় বিনা কারণে পুলিশের লাঠির পেটা খাচ্ছে সাধারণ ছাত্র ।



এর চেয়েও বড় ব্যপার হলও জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি পাবলিক বিশ্ববিদ্যালয়েরও সেশন জট দেখা দিতে পারে । এখনও অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্য শেষ হয় নি । আবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন কৃত ছাত্ররা তাদের আবেদন পত্র অবরোধের জন্য জমা দিতে পারছে না । অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পেছানোর পাশাপাশি এর ভর্তি কার্য ও পিছেয়ে যাচ্ছে।



এসব রাজনৈতিক রেশারেশিতে ভবিষ্যতে বিপাকে পড়তে পারে অনেক সাধারণ ছাত্র । এদের জীবণ থেকে ১টি বছর হারিয়ে যেতে পারে বিনা দোষে , বিনা কারণে ।



এ ব্যপারে সরকার ও বিরোধী দলের উচিত সচেতন হওয়া । এই আবেদন আমার একার না অসংখ্য সাধারণ ছাত্র-ছাত্রীর ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.