নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কর্মকে কর্ম হিসেবে ভাবতে পছন্দ করি । তা চিন্তাবিদ হোক বা ঝাঁড়ুদাড় ।

বিশ্ববিদ্যালয়ের ঝাঁড়ুদাড়

আমি বিশ্ববিদ্যালয়ের ঝাঁড়ুদাড় , আমি মূর্খ মানুষ , জ্ঞান আমার দুর্বল কিন্তু বিবেক এখনও সবল।

বিশ্ববিদ্যালয়ের ঝাঁড়ুদাড় › বিস্তারিত পোস্টঃ

স্বপ্ন যেখানে বাঁধা মানেঃ নিপু ভাই - পর্বঃ ৩য়

২৫ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৩

হাসি কান্না সম্পন্ন মানুষ হিসেবে নিপু ভাইয়ের জুরি নেই । একজন উদ্যমী বেকার যুবক , যার পিতা মৃত, মা তার দ্বিতীয় স্বামীর সংসারে । আর তার আবাসস্থল তার মামার বাড়ীর এক চিলে কোঠা ।



আছে তার নিজের এক ছোট ভাই , যে তার মায়ের সাথে থাকে । আছে তার এক মামী যে প্রতিদিন তাকে শয়তান-ইবলিশ বলে আক্ষায়িত করে । আর তার আছে এক চায়ের দোকানের মামা , যে তাকে বলে " মামা আপনি খান টাকা পয়সা নিয়ে চিন্তা কইরেন না । " আর আছি আমি , যাকে সে প্রতিদিন ই বলে " স্বপ্ন দেখিস না , স্বপ্ন সত্য না । "



আমি ব্লগিং করি , এটা তিনি জানতেন না । সে দিন জানালাম । তিনি হাসলেন , সিগারেটে প্রশান্তির একটা টান দিলেন । তারপর বললেন " ব্লগে কি লেখিস ! "



আমি বললাম " জাগরণ মূলক কথা-বার্তা "



তিনি বললেন " তুই কি জাগ্রত , নাকি অস্ত্বমিত "



আমি বললাম " অবশ্যই আমি জাগ্রত "



তিনি বললেন " তাইলে তো দেশের অনেক আগেই জাগ্রত হবার কথা "



আমি বললাম " তোমার মতে দেশ পরিবর্তনের জন্য একজন মানুষ যথেষ্ট "



তিনি বললেন " মানুষ দরকার অনেক , আর অনেক মানুষ পরিবর্তন হয় , একজন মানুষ থেকে ! তুই জাগ্রত হ , অন্যকে জাগ্রত কর দেশ একাই পরিবর্তন হবে । "



আমি বললাম " তাই তো করছি , ব্লগিং এর মাধ্যমে "



তিনি বললেন " ব্লগ একটা স্বপ্ন , এর বাঁধা অনেক । তোর ব্লগ একজন দেখবে পড়বে তারপর শেষ । "



আমি বললাম " এই নিয়ে আর তর্ক করতে চাই না "



তিনি বললেন " স্বপ্ন দেখিস না , স্বপ্ন সত্য না । "

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.