নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কর্মকে কর্ম হিসেবে ভাবতে পছন্দ করি । তা চিন্তাবিদ হোক বা ঝাঁড়ুদাড় ।

বিশ্ববিদ্যালয়ের ঝাঁড়ুদাড়

আমি বিশ্ববিদ্যালয়ের ঝাঁড়ুদাড় , আমি মূর্খ মানুষ , জ্ঞান আমার দুর্বল কিন্তু বিবেক এখনও সবল।

বিশ্ববিদ্যালয়ের ঝাঁড়ুদাড় › বিস্তারিত পোস্টঃ

"কনকাঞ্জলী"

১৩ ই মার্চ, ২০১৪ দুপুর ১:২৭

খাতার পাতা শেষ হয়ে গিয়েছে , তবুও তোমার তরে তে লেখা চিঠিটা এখনও শেষ হয়নি "কনকাঞ্জলি" । তুমি বলেছিলে কৃষ্ণের মত বাঁশি বাঁজাতে পারলে তোমার মন পাওয়া যাবে । কি করে বুঝাব তোমাকে, কৃষ্ণের বাঁশি বাজানো বড়ুচন্ডি দাসের "শ্রীকৃষ্ণকীর্তন" এ সীমাবদ্ধ । কৃষ্ণের বাঁশির সুর এর সমাপ্তি "শ্রীকৃষ্ণকীর্তনে" । সে বাঁশির সুর ছিল রাধার তরে তে । তুমি রাধা নও । তোমার রাধা হবার যোগ্যতাও অনেক আগেই হারিয়েছ ।



আমি না হয় তোমাকে ভালবাসলাম শাহ মুহাম্মাদ সগীর এর "ইউসুফ-জোলেখা" এর মত । না হয় দৌলত উজির বাহরাম খান এর "লায়লী মজনু " এর মত । আমাকে ফিরেয়ে দিও না "কনকাঞ্জলী" । আমাকে ফিরিয়ে দিও না ।



দিন শেষে তুমি নিষ্ঠুরের মত বল না , " তুমি পথ হারাইয়াছ পথিক , তুমি পথ হারাইয়াছ । "



জানই তো, আমি সব কিছু তুচ্ছ করে তোমার নিকট ফিরে আসতে পারব না । আমার পা যে বাঁধা গোলাকার চক্রের কেন্দ্র বিন্দু তে । যেখান থেকে ফিরে আসার পথ নেই ।



আমি জানি না তোমার আমার বিভেদ কোথায় ! মৃত্যুঞ্জয় আর বিলাসীর মত আমাদের গোত্র-বর্ণ বিভেদ নেই । নেই আমরা ইব্রাহীম কার্দি আর জোহরা বেগমের মত যুদ্ধ ক্ষেত্রে , যে ভালবাসা প্রকাশ করতে পারব না ।



তোমার আমার সম্পর্ক হবে অক্সিজেনের মত । কেন তুমি মাঝে মাঝে কার্বনের মত বিষাক্ত হয়ে যাও । এর অর্থ কি আমি ধরে নিব , তুমি আমাকে আর চাও না । চাওনা তোমার আমার দুনিয়ায় আমার অস্তিত্ব রাখতে ।



এই যদি তোমার সীধান্ত হয় তাহলে আমি চলে যাব কুবেরের মত ময়নাদ্বীপে , আমার নৌকায় তোমার জায়গা হবে না কনকাঞ্জলী । আমার নৌকায় তোমার জায়গা হবে না।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই মার্চ, ২০১৪ দুপুর ২:১৬

উদাস কিশোর বলেছেন: ভাল লাগলো

২| ১৩ ই মার্চ, ২০১৪ রাত ৯:৩৩

বিশ্ববিদ্যালয়ের ঝাঁড়ুদাড় বলেছেন: thank you !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.