নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কর্মকে কর্ম হিসেবে ভাবতে পছন্দ করি । তা চিন্তাবিদ হোক বা ঝাঁড়ুদাড় ।

বিশ্ববিদ্যালয়ের ঝাঁড়ুদাড়

আমি বিশ্ববিদ্যালয়ের ঝাঁড়ুদাড় , আমি মূর্খ মানুষ , জ্ঞান আমার দুর্বল কিন্তু বিবেক এখনও সবল।

বিশ্ববিদ্যালয়ের ঝাঁড়ুদাড় › বিস্তারিত পোস্টঃ

নতুন করে ভাবুন । আপনার ভাবনায় অন্যকে প্রভাবিত করুন । এখনও অনেক বিষয় ভাবতে বাকি আছে ।

১৮ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৪২

এসব ব্যাপার নিয়ে কখনই আমার লেখার ইচ্ছা ছিল না । তারপরও এক প্রকারে বাধ্য হয়ে লিখতে হচ্ছে ।

আমি আমার পূর্বের কোন লেখায় , " নারী জাতি খারাপ / পুরুষ জাতি খারাপ " ইত্যাদি বৈষম্য মূলক লেখা লিখেছি বলে আমার মনে পরে না । কে খারাপ , কে ভাল ইত্যাদি নিয়ে মাতা-মাতি এবং মাখা-মাখি ব্যাক্তিগত ভাবে আমার পছন্দও না ।

ভাল-খারাপ থাকবেই এটাই স্বভাবিক । তাই বলে একজন খারাপ তাই বলে আমি পুরা জাতিকে খারাপ বলা টা কি ঠিক হবে ?

ধরা যাক , ঢাকা ইউনিভার্সিটি নিয়ে সাময়িক ঘটে যাওয়া একটা লজ্জা জনক বিষয়কে ভিত্তি করে আমি যদি এখন বলি " ঢাকা ইউনিভার্সিটি এর প্রত্যেক শিক্ষার্থী খারাপ ।" সেটা কি শোভনীয় ?

দোষ করেছে কয়েকজন । তাই বলে আমি পুরা গোষ্ঠিকে খারাপ বা অশোভন মন্তব্যে জরানোর অধিকার আমার নাই ।

আজকে কোন এক নারীর স্ট্যাটাস এ দেখলাম তিনি পুরুষজাতিকে কটাক্ষ করে এক জায়গায় লিখেছেন " স্ত্রী ( যৌনদাসী ) " । বিষয়টা কেমন দেখাল না ? আমি মনে করি স্ত্রী কে কোন পুরুষ যৌনদাসী হিসেবে দেখে না । ( ব্যাতিক্রম থাকতে পারে , থাকাটা স্বাভাবিক ) । এখনও পুরুষ তার স্ত্রীকে better half ই ভাবেন । কিন্তু স্ত্রী যখন সেই better half এর সম্মান রাখতে ব্যাহত হয় বা নিজ দোষে সেই সম্মান হারায় তখন দোষটা পুরুষেরই ঘাড়ে পরে ।

আপনি আজকে দেখেছেন একটা ছেলে একটা মেয়েকে টিজ করছে । ছেলেটি খারাপ নিঃসন্দেহে । কিন্তু তাই বলে সকল ছেলেরাই মেয়েদের টিজ করে না ।

পজিটিভলি ভাবাটা একটা বড় গুন । ভাবতে চাইলেই ভাবা যায় । কিন্তু বর্তমানে আমাদের মানসিকতা এতটাই নিচে নেমে গেছে এই গুনটা নিজের ব্যাক্তিত্তার ভিতরেই আজকে আর নেই ।

এর পিছনে দোষটা আপনার বা আমার একার না । সমাজ আজকাল আমাদের এভাবে ভাবতে বাধ্য করেছে এবং আমরাও বাধ্য হচ্ছি । কিন্তু এ বাধ্যতা আমাদের যাতে গ্রহণ করতে না হয় , সেই ব্যাপারে কি আমারা আজকে লড়াই করছি ?

এই প্রশ্ন টা আমি নিজেকে অনেক বার করেছি । উত্তর পাই নি । আপনি নিজেকে করে দেখুন । দেখুন উত্তর পান কিনা ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.