নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কর্মকে কর্ম হিসেবে ভাবতে পছন্দ করি । তা চিন্তাবিদ হোক বা ঝাঁড়ুদাড় ।

বিশ্ববিদ্যালয়ের ঝাঁড়ুদাড়

আমি বিশ্ববিদ্যালয়ের ঝাঁড়ুদাড় , আমি মূর্খ মানুষ , জ্ঞান আমার দুর্বল কিন্তু বিবেক এখনও সবল।

বিশ্ববিদ্যালয়ের ঝাঁড়ুদাড় › বিস্তারিত পোস্টঃ

Seasonal বাঙ্গালী ...

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৫৬

ফেব্রুয়ারি মাস , ভাষা শহীদের মাস !!! বাংলা ভাষা-ভাষীদের গৌরবের মাস ।

অতি উৎফলিত/ আবেগী / মৌসুমী ( নায়িকা মৌসুমী না , ইংরেজিতে একে "seasonal" বলে ) বাঙ্গালীদের ফেসবুক প্রফাইল পিকচারে ( আমিও included ) "অ" / "আ" / "ই" / "ঈ" দেখা যাবে । যদিও বাংলার ৫০টি/৫১টি ( "৯" কে ধরলে ৫১টি ) বর্ণমালা অনেকেই পারবে না ( এমনকি আমিও না ) ।

এই "seasonal" বাঙ্গালীরা এই মাসে অতি শুদ্ধ বাংলা ভাষায় কথা বলবে । ইংরেজি ভাষা কেউ এরা সম্পূর্ণ বাংলায় ট্রান্সলেট করে বলবে ( এদের মধ্যে আমিও একজন ) । যেমনঃ Hospital হয়ে যাবে "বৈদ্যশালা" । Chair হয়ে যাবে "কেদারা" । আর Stupid হয়ে যাবে "বুদ্ধিভ্রষ্ট" ।

আমরা কেন পারি না শুধু মাত্র ফেব্রুয়ারি নয় ১২ টা মাসই বাঙ্গালী হয়ে থাকতে । বৈশাখে হুরুম ধুরুম করে পান্তা খেয়ে বাঙ্গালী না হয়ে বাংলার ১২ টা মাসই বাঙ্গালী হয়ে থাকতে ।

Western Culture অবশ্যই শিখব , তবে বাঙ্গালীয়ানা কে বলি না দিয়ে ।

আমরা সবাই পারি , কিন্তু করি না । কেন করি না , তার উত্তর আমরা কেউই জানি না !!!

বাংলা মধুর ভাষা , একে শুধু মাত্র মুখে নয় বুকেও রাখতে শিখি ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.