![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বিশ্ববিদ্যালয়ের ঝাঁড়ুদাড় , আমি মূর্খ মানুষ , জ্ঞান আমার দুর্বল কিন্তু বিবেক এখনও সবল।
০৫/০৭/২০১৭ ইং
মনপ্রাসাদ, চিলেকোঠার উপর, ঢাকা।
প্রিয় অদিতি,
তুমি কি অদিতি শব্দের অর্থ জানো । জানো মনে হয় । আচ্ছা ধরে নেই , তুমি জানো না । "অদিতি" শব্দের অর্থ পৃথিবী । "আদিত্য" শব্দ থেকে অদিতি শব্দের উৎপত্তি । "আদিত্য" শব্দ এসেছে মারাঠি থেকে । এর অর্থ উদার । অনেকে অদিতি শব্দের অর্থ হিসেবে উদার কেও আখ্যায়িত করেছেন । আচ্ছা আমরা অদিতি অর্থ পৃথিবীই ধরি । তুমি আমার পৃথিবী । তোমার আসল নাম যদিও বা অদিতি না । তারপরও তোমাকে অদিতি ডাকতে আমার খুব ইচ্ছা হয়, জানো তো? তোমার শুধু নামেরই পরিবর্তন হয় না , কিন্তু ক্ষণে ক্ষণে , কালে কালে নামধারী মানুষের পরিবর্তন । আজকে তোমার নাম আর নাম ধারী মানুষের কাছেই শেষ চিঠিখানা লিখছি ।
জানো অদিতি , কালকে তোমার কাছে একটা চিঠি লিখেছিলাম । ভার্চুয়াল চিঠি না । হাতে কলমে কাগজে লেখা চিঠি । তারপর তা পুড়িয়ে ফেলেছি । কেন পুড়িয়ে ফেলেছি তা জানি না । জানতে চাইও না । আজকাল জানার ইচ্ছাগুলো দমে গেছে । আজকাল কল্পনার জগতেই বেশি থাকা হয় । কল্পনার জগতে আবার জানার আগ্রহ কম থাকে । কল্পনায় তুমি থাকো । তোমার সাথে থাকি । তোমার হাত ধরি । তোমার কপালে চুমু দেই । সবুজ ঘাসের সাগরে , তুমি নীল শাড়িতে আর আমি সাদা পাঞ্জাবিতে পাশাপাশি বসে সূর্যাস্ত দেখি । মাঝে মাঝে আমাদের বসা হয় সাদা বেঞ্চিতে । আমি পলকহীনভাবে তোমাকে দেখতে থাকি , আর তুমি লজ্জায় লাল হয়ে যাও । এত কিছুর মাঝে বলো অদিতি, নতুন কিবা জানার থাকে ।
জানো, মানুষ আজীবন স্বপ্ন দেখতে পারে না । একদিন তার ঘুম ভাঙ্গে । ঘুম ভেঙ্গে গেলে সে আফসোস করে , তার ভেঙ্গে যাওয়া স্বপ্ন নিয়ে আফসোস করে । সময়ের সাথে সাথে সেই আফসোস মাটি চাপা পরে । নতুন স্বপ্ন আবার বাসা বাঁধে । আবারও ঘুম ভাঙ্গে , আবারও কষ্ট জমা হয় । এটাই মানব জীবন । এখন আমার ঘুম ভেঙ্গেছে ।
জানো অদিতি , তোমার ভুল কোথায় । তুমি ভুল মানুষের দোয়াড়ে দাঁড়িয়ে আমার অনুসন্ধান করছিলে । যে আমাকে অতটা চেনে না , জানে না , বোঝে না আমার ভাবনা । একদিন তুমি তোমার ভুল বুঝতে পারবে । একদিন তুমি বুঝতে পারবে কদমের গাছে আর কদম ফুল নেই । কদম ফুল চেনতো, অদিতি ?
ভালো থেকো ।
ইতি,
অনন্ত
©somewhere in net ltd.
১|
০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:১১
বিজন রয় বলেছেন: শেষটায় মজে গেলাম।
+++++