নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কর্মকে কর্ম হিসেবে ভাবতে পছন্দ করি । তা চিন্তাবিদ হোক বা ঝাঁড়ুদাড় ।

বিশ্ববিদ্যালয়ের ঝাঁড়ুদাড়

আমি বিশ্ববিদ্যালয়ের ঝাঁড়ুদাড় , আমি মূর্খ মানুষ , জ্ঞান আমার দুর্বল কিন্তু বিবেক এখনও সবল।

বিশ্ববিদ্যালয়ের ঝাঁড়ুদাড় › বিস্তারিত পোস্টঃ

ভাবুন তো..... সফলতা কি?

২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:২২

ভাবুন ব্যর্থতার ছারপোকা আপনাকে গভীর রাতে, আপনার গভীর নিদ্রায় কামড়ে কামড়ে খাচ্ছে । আপনি তা বুঝতেও পারছেন না , কিছু করতেও পারছেন না । যখন বুঝতে পারলেন তখন , হাজার দোকান থেকে, হাজার ধরনের ওষধের ব্যবহার করছেন ছারপোকা তাড়াবার জন্য । কিন্তু মজার ব্যাপার ছারপোকা যাচ্ছে না । যত আধুনিক ওষধ দিচ্ছেন ছারপোকা তত আধুনিক হচ্ছে । প্রতিদিন আপনার আধুনিক ওষুধের সাথে ছারপোকা আধুনিক হচ্ছে । ব্যাপারটা অদ্ভুত না?

আমার ধারণা অনুযায়ী সফলতা বলে কিছু নেই । সফলতা চিন্তা ধারায় । আপনি শেষ বেঞ্চে বসা হয়তবা কোন ব্যর্থ ছাত্র । আপনার কাছে সফলতা হল পরীক্ষায় পাশ করাটা । আস্তে আস্তে আপনি বড় হবেন, আপনার পরিচিত ভাল ছাত্র বন্ধুরা গাড়িতে ঘুরবে নিজের বাড়িতে থাকবে রেস্টুরেন্টে গেলে তারা আপনার খাবারে বিল দিবে , তখন সফলতা হিসেবে আপনি দেখবেন গাড়ি, বাড়ি আর অন্যের বড় অঙ্কের বিল "আইরে ব্যাটা চিল, মাই ট্রিট । " বলে বিল দেয়া কে । আপনি আরও বড় হবেন , আপনার সন্তান হবে । আপনার সেই ভাল ছাত্র বন্ধুদের সন্তান ভাল ভাল জায়গায় পড়বে , তথা কথিত মানুষের মত মানুষ হবে । আপনার সফলতা তখন হবে নিজের সন্তান কে মানুষ করা ।

দেখেছেন, সফলতা সময়ের সাথে কিভাবে পরিবর্তন হচ্ছে? আমি সফল না, আমি সফল হচ্ছি না , এসব হল আপনার গভীর রাতের ছারপোকা । সফলতার সংজ্ঞা আপনি পাবেন না । যত ভাবে ভাবুন আপনার সংজ্ঞার পরিবর্তন তত ভাবে হবে । এই ছারপোকা ধ্বংস করার কোন উপায় আছে কিনা বা কার কাছে পাওয়া যাবে সে সম্পর্কে আমার কোন ধারণা নেই ।

আপনার ধারণা থাকলে জানাবেন ।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:০৫

নতুন বলেছেন: সফলতা অবশ্যই নিভ`র করে আপনার ইচ্ছার উপরে.... মানুষই নিজে একটা গন্তব্য ঠিক করে... সেখানে পৌছানোকেই সে তার সফলতার মাপকাঠি হিসেবে ঠিক করে..

মানুষের উচিত নিজে কিভাবে সুখী হবে সেটার চেস্টা করা...। জীবনটাকে গন্তব্যের পৌছানের প্রতিযোগিতা মনে করা উচিত না।

২| ২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:৪৫

চাঁদগাজী বলেছেন:


অনেক ভাবেচিন্তে লিখেছেন, কিন্তু বিরক্তিকর

৩| ২২ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:১২

ওমেরা বলেছেন: দুনিয়াতে মানুষ যতই সফলতা অর্জন করুন কিছু অপূর্ণতা থাকবেই।

৪| ২২ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:১৭

মোস্তফা সোহেল বলেছেন: সফলতার পেছনে না দৌড়ে চেষ্টা করে যেতে হবে তহলেই হয়তো সফলতা ধরা দিবে।

৫| ২২ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৩০

রাজীব নুর বলেছেন: একটি কিশোরী মেয়ে আমাকে জানালো সে সারাদিনে ৩০০ ইট ভেঙ্গে ২৪০ টাকা পায়। সারাদিন কাজ করার পর হাত ঠোসা পরে যায়, অবশ লাগে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.