নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কর্মকে কর্ম হিসেবে ভাবতে পছন্দ করি । তা চিন্তাবিদ হোক বা ঝাঁড়ুদাড় ।

বিশ্ববিদ্যালয়ের ঝাঁড়ুদাড়

আমি বিশ্ববিদ্যালয়ের ঝাঁড়ুদাড় , আমি মূর্খ মানুষ , জ্ঞান আমার দুর্বল কিন্তু বিবেক এখনও সবল।

বিশ্ববিদ্যালয়ের ঝাঁড়ুদাড় › বিস্তারিত পোস্টঃ

একটা যন্ত্রের কথা বলব...

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২৫

"একটা যন্ত্রের কথা বলব..." শিরোনাম দেখে হয়ত আপনি একটু নাড়া দিয়ে বসবেন । হাতে যদি আপনার সুদর্শন কোন স্মার্টফোন থাকে তবে স্ক্রোল করতে যেয়ে হয়তবা শিরোনামে আপনার চোখ আটকে যাবে । যন্ত্র লিখা দেখে আপনি ১ সেকেন্ডের জন্য হলেও আগ্রহ পাবেন । যন্ত্র, কি যন্ত্র? কার যন্ত্র? নতুন যন্ত্র? নাকি পুরান যন্ত্রের নতুন ভার্সন? বাংলাদেশে পাওয়া যায় তো? নতুন মোবাইল নাকি? যাতা.... এসব আপনার মাথায় এক সেকেন্ডের মধ্যে ঘুরপাক খাবে। আপনি আপনার আগ্রহের পুর্ণতা দিয়ে , আপনার অনুসন্ধান কে মুক্তি দিতে "আরও পড়ুন..." এ চাপ দিবেন । তারপর চলে আসবেন মূল লেখায় । বানোয়াট ভেবে আপনি স্ক্রোলও করে যেতে পারেন । কেননা আপনি যন্ত্র নন । আপনার মাথায় ০ আর ১ দিয়ে কোন কোড করা নেই যে যন্ত্র লেখা দেখেই তাতে আটকে থাকতে হবে । তবে....

মিথ্যা গল্প বলছিনা সত্যি বলছি , একটা যন্ত্রের কথা বলব । যন্ত্রের নাম "লিইফতে" । লিফটে নয় "লিইফতে"। এ এক আজব যন্ত্র । এই যন্ত্রের আপনি কোন মার প্যাঁচ খুঁজে পাবেন না । হু তবে এটুকু বলে রাখা যায় । যন্ত্রটি নতুন আবিষ্কার নয় । এটা পূর্বেও ছিল । তবে একবিংশ শতাব্দীতে এসে এর যথেষ্ট পরিবর্তন এসেছে । "লিইফতে" যন্ত্র বললে আসলে একদিক দিয়ে ভুল হয় । "লিইফতে" এক প্রকার ট্যাবলেট । মানে ওষধ হিসেবে যা ব্যবহার করা হয় ঐ ট্যাবলেট । যা বর্তমানে অল্প বয়স ছোট ছোট মানুষের হাতে থাকে ঐ ট্যাবলেট নয় । এই ট্যাবলেট গ্রহণের পর আপনার সব রকমের সমস্যা ঝাপসা হয়ে যাবে । তার মানে এই নয় দূর হয়ে যাবে । পরে সমস্যা হানা দিতে পারে । তবে আপনাকে এমন প্রশান্তিতে রাখবে মনে হবে আপনার সমস্যা নেই । আরেকটা ব্যাপার হল । এই টেকনোলজির মাধ্যমে আপনি একদিকে খুব শান্তি মত মননিবেশ করতে পারবে । মনে রাখুন এক দিকে । ডাক্তাররা এই পুরান উদ্ভাবনীর নতুন রূপকে সাধুবাদ জানিয়েছে । এটা নেশাজাত দ্রব্য না হয়েও নেশাজাত দ্রব্যের কাজ করতে সক্ষমতা রাখে । আপনি "লিইফতে" গ্রহণের পর থেকে নেশাজাত দ্রব্যাদি থেকে দূরেও থাকতে পারেন । "লিইফতে" যেমন কার্যকারী তেমনি বিশ্বস্ত । এই নতুন আপগ্রেড ভার্সন বিশেষ করে নজর কেড়েছে উঠতি বয়সী তরুন-তরুনীদের । সর্বকালের শ্রেষ্ঠ উদ্ভাবনী হিসেবে নোবেল পেয়ে যেতে পারে "লিইফতে" এর উদ্ভাবকরা । এরকম সম্ভাবনাই প্রকাশ করছে অনেক সংবাদ মাধ্যম । ইন্টারনেটে যদিও বা এর হাঁকডাক তেমন পাওয়া যাচ্ছে না । তবে ধারণা করা হচ্ছে । এশিয়ায় এই উদ্ভাবন প্রবেশ করার সাথে সাথে গনমাধ্যম যোগাযোগ ব্যবস্থায় এক প্রকার ঝড় উঠবে । (সুত্রঃআলজাজরা)











উপরের তথ্য গুলো ভুল এবং বানোয়াট । "লিইফতে" ডাচ শব্দ যার অর্থ "ভালবাসা" ।

যা বুঝাতে চেয়েছি তা যারা বুঝেছেন আর যারা বুঝেন নি তাদের মন থেকে ধন্যবাদ আমার এই অহেতুক লেখা পড়ার জন্য । আর যারা বুঝার চেষ্টা করছেন তাদের বলতে ইচ্ছা করছে , "ভাই/আপু, চলেন এক কাপ চা খাই । জহির মামা ভাল চা বানান । যদিও তিনি দাবি করেন খাঁটি গরুর দুধের চা , তবে আমার তা মনে হয় না । এই দুর্মূল্যের বাজারে খাঁটি গরুর দুধের চায়ের দাম ১৫ টাকা হওয়া উচিত । ১০ টাকা না । আপনি চিনি কম খান নাকি বেশি ?"

সব লেখার অর্থ থাকতে নেই । মানুষ আজকাল অর্থের অনুসন্ধানে ব্যস্ত । সব কিছুর অর্থ খুঁজে । আপনি না হয় আজকে একটা অর্থহীন লেখা পড়লেন সাথে অর্থহীনের একটা গানও শুনে ফেললেন । খারাপ হয়না কিন্তু ।

ওহ বলতে ভুলে গেছি আমার মধ্যে একটু কপটাচারী বা ইংরেজিতে যাকে হিপোক্রিট বলে, সেই স্বভাব হলকা দৃশ্যমান (স্বঘোষিত দৃশ্যমান) আছে । শেষে বলে দিয়েছি কি বলতে চেয়েছি তা যারা বুঝেছেন, আর বলছি অর্থ না খুঁজাই ভাল । ব্লগে ইমোজি দেয়া গেলে ভাল হত ফেসবুক আর ওয়াটস অ্যাপ আবার সব ধরনের ইমোশনের ডিজিটাল ভার্সন বের করার ট্রাই করে যাচ্ছে । এই ক্ষেত্রে হাসি মুখ মাথায় হালকা ঘাম বলে যে হাসিটা দেয় ওইটা দিতাম । এই হাসিকে কি বলা যায় অপ্রস্তুত হাসি নাকি ঘাম হাসি ?

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫০

অংকুর জেসফি বলেছেন: অপ্রস্তুত হাসি :/

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৪

রাজীব নুর বলেছেন: ও -----------

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.