নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য প্রকাশে আপোসহীন :)

তাসলিমা কাজি

এসেছি, চলেও যাবো।

তাসলিমা কাজি › বিস্তারিত পোস্টঃ

লজ্জাহীন জীবন

২৫ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:১০

জীবনে চলার পথে তো অনেক কিছুই দেখেছিস.... অনেক পরিস্থিতির ও শিকার হয়েছিস....... মানুষের আসল রুপ ও কম দেখিসনি তবুও কেনো তোর লজ্জা হয়না? কেনো বেহায়ার মতো এক জিনিসের জন্য মুখিয়ে থাকিস সবসময়? দুনিয়ার মানুষ এতো সরল না তোর মতো। একটুতো শিক্ষা নে জীবন থেকে! একটুতো লজ্জা কর!! একটুতো বুঝ!!!
হাহ্! জীবনে অনেক বাঁধার ই সম্মুখীন হয়েছি, শিখেছিও অনেক কিছু। জীবনের চলার পথের দিক পরিবর্তনও করেছি অনেক! কিন্তু লজ্জাটা আর রইলো না। নির্লজ্জ হয়ে গেছে।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০১৬ ভোর ৫:২৩

নাম্ব পেডেস্ট্রিয়ান বলেছেন: কথাগুলো কি আমাকে উদ্দেশ্য করেই লিখলেন নাকি?????

২| ১৫ ই মে, ২০১৬ দুপুর ১২:৪৭

তাসলিমা কাজি বলেছেন: নিজের বিবেককে বলেছি, হয়তো আপনাকেও :D

৩| ১৫ ই মে, ২০১৬ রাত ৯:২৩

নাম্ব পেডেস্ট্রিয়ান বলেছেন: কথাগুলো আমার ক্ষেত্রে ১০০% প্রজোয্য। আর হ্যা আপনার ১ম নামটা আমার যুগ যুগান্তরের পরিচিত!

৪| ১৬ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:১৯

তাসলিমা কাজি বলেছেন: কীভাবে পরিচিত?

৫| ২৭ শে মে, ২০১৬ রাত ৯:১৯

কালনী নদী বলেছেন: মনে হয় যেন আমাকে উদ্দেশ্য করে! হাহাহা। সুন্দর লেখা হয়েছে বোন।

৬| ১৭ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:০২

খায়রুল আহসান বলেছেন: বাংলা ব্লগের এ আসরে আপনাকে সুস্বাগতম জানাচ্ছি। এখানে আপনার বিচরণ স্বচ্ছন্দ হোক, আনন্দময় হোক, দীর্ঘস্থায়ী হোক, ফলপ্রসূ হোক!
এখানে প্রকাশিত আপনার প্রথম লেখাটি দিয়েই আপনার ব্লগ পড়া শুরু করলাম। লেখাটি ছোট হলেও ভাল লেগেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.