![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিবছর লাখ লাখ শিক্ষার্থীরা বিভিন্ন বোর্ড পরীক্ষাতে অংশগ্রহণ করে। জীবনের ধাপ হিসেবে বিবেচিত এই পরীক্ষাগুলো.......
প্রতিবছরে পরীক্ষা দেওয়া এই পরীক্ষার্থীরা জীবনের সত্যতা উপলব্ধিও করে এই বোর্ড পরীক্ষাগুলোর মাধ্যমে। পরীক্ষার আগে খুব পরিশ্রম করা, পরীক্ষা দেওয়া... তারপর যদি বাই চান্স রেজাল্ট ভালো না আসে অর্থাৎ এ প্লাস না পেলে ফ্যামিলির চাপ, আশেপাশের মানুষের নানান কথা সহ আরো কতো ড্রামা। আফসোস! আমরা ভালো রেজাল্টের তালিকাতে শুধুমাত্র এ প্লাস এবং গোল্ডেন এ প্লাসকেই রেখেছি।
এসএসসি! ছাত্রজীবনের বড় প্রধান একটা বোর্ড পরীক্ষা...হাইস্কুল জীবন শেষ হওয়ার আনুষ্ঠানিক পরীক্ষা! পরিচিত গন্ডি পেরিয়ে বড় হবার উপলব্ধি নেবার পরীক্ষা! খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা।
এবছরের আর ২৮/২৯ দিন পরই এই পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে....সব এসএসসি পরীক্ষার্থীদের প্রিপারেশন ও নেয়া হচ্ছে...সবাইকে শুভেচ্ছা জানাই।
পিএসসি দিয়েছি, জেএসসি দিয়েছি, এবার আমারও এসএসসির পালা! এক মাসের ও কম সময় আমার আছে। প্রিপারেশন নিচ্ছি যথাসম্ভব। সবাই দোয়াতে রাখবেন আমাদের সবাইকে। এবছরই ৭টা সৃজনশীলের আইন প্রয়োগ করা হবে আমাদের উপর। সবাই ভালো থাকুন
০৪ ঠা জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪১
তাসলিমা কাজি বলেছেন: ধন্যবাদ!
©somewhere in net ltd.
১|
০৩ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:০৫
বিজন রয় বলেছেন: আপনার পরীক্ষা ভাল হোক এই শুভকামনা রইল।
এই বয়সে কেই ব্লগিং করছে, এটাও একটা ভীষণ ব্যাপার।