![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগে আমি নিয়মিত লেখিনা...আমি নিজেকে কখনো ব্লগার দাবিই করতে পারিনা কারন মন থেকে মানি আমি ব্লগার হয়ে উঠিনি এখনো..
লেখালেখি একটা শখ হিসেবে থাকাতে মাঝে মাঝে কিছু ভাবনাকে ব্লগে প্রকাশ করি। ব্লগেই মানুষরা লেখাকে সমাদর করে তাই ফেসবুকে না লিখে ব্লগে লিখতে সাচ্ছন্দ্যবোধ করি। নতুন নতুন কলেজ লাইফ শুরু করেছি...নিজ জীবন গোছানোর প্ল্যানে সময় ব্যায় করছি...সবকিছু ঠিক থাকলেই হয়। অনেক সাফার করতেছি লাইফে...সব ঠিক হবার আশাতে আছি।
ব্লগে কাউকে না চিনলেও ব্লগের মানুষগুলোকে কেনো যেনো আপন লাগে তাই আজ এগুলো আবেগের বশে বলে দিলাম।
সবাইকে ইদের শুভেচ্ছা রইলো...আশা করি অনেকেই বন্যার্তদের পাশে রয়েছেন,অসহায়দের সাথে রয়েছেন
ভালো থাকবেন সবাই।
২| ২৫ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫৮
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ব্লগার আত্মার আত্মীয়। কারণ, আমরা একে অন্যের সাথে মনে মনে কথা বলি।
স্বাগত জানাই।
©somewhere in net ltd.
১|
২৫ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫২
কথাকথিকেথিকথন বলেছেন:
লেখালেখির একটা রূপ আছে তা অঙ্গে মেখে নিন । দেখবেন সবসময় সবকিছু ঠিকভাবে চলছে ।
আপনাকেও অগ্রীম ঈদের শুভেচ্ছা । চমৎকার আহবান । আপনি ভাল থাকুন ।