নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসসালামু আলাইকুম পুরাতন নিকে লগ ইন করতে পারিনা তাই নতুন নিক।আমি মোহাম্মদ তাসনিম। থাকি বাংলাদেশের ঢাকায়।

ভার্চুয়াল তাসনিম

বিসমিল্লাহির রাহমানির রাহিম

ভার্চুয়াল তাসনিম › বিস্তারিত পোস্টঃ

প্রিয়াঙ্কার রেস্তোরাঁয় শিঙাড়ার দাম ১ হাজার ১১০ টাকা! (পোস্টটি আপনার ভালো লাগবে)

২৩ শে জুন, ২০২২ রাত ৮:১৯


সোনা ও সোনা হোমের সব পাত্র, বাসন–কোসন, ডিনার সেট ডিজাইন করে বানানো। এ কারণে এগুলো আর কোথাও খুঁজে পাওয়া যাবে না।

বিদেশে ঘুরতে গিয়ে অনেকেই সেখানকার স্থানীয় খাবারের স্বাদ নিতে চান। তবে মনে মনে যে দেশি খাবার খোঁজেন না, তা নয়। আবার মার্কিন মুলুকের লোকেরাও যে ভারতীয় খাবার চেখে দেখতে চান! তাই প্রিয়াঙ্কা চোপড়া তাঁর ‘সেকেন্ড হোম’ মার্কিন যুক্তরাষ্ট্রে সেখানকার প্রবাসী ভারতীয় বন্ধুবান্ধবের সঙ্গে খুলেছেন রেস্তোরাঁ ‘সোনা’। সম্প্রতি ‘সোনা’ শুরু করেছে নতুন কার্যক্রম, ‘সোনা হোম’। সেখানে বিভিন্ন অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হবে। হবে ‘গেট টুগেদার’, আংটি বদল বা বিয়ের অনুষ্ঠান! এক নজরে দেখে নেওয়া যাক সোনা ও সোনা হোমের অন্দর।

‘সোনা’য় কলকাতার মাটন কাটলেট থেকে শুরু করে গোয়ার চিংড়ি আর দইয়ের কারি, সবই পাওয়া যায়।

এ ছাড়া ভারতের অলিগলির স্ট্রিটফুডের স্বাদও দিচ্ছে এই রেস্তোরাঁ। ফুচকা, বড়া পাও, কুলচা, দোসা—এই সব আছে প্রিয়াঙ্কার রেস্তোরাঁয়

মনীষ ও প্রিয়াঙ্কা— এই দুই প্রবাসী ভারতীয় সোনার উদ্যোক্তা

এ ছাড়া এখানে জনপ্রিয় বিদেশি খাবারও ঠাঁই পেয়েছে পাশাপাশি। বার্গার, পিৎজা, ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন, সালাদ, বাদাম—কী নেই!

তবে এখাসে খাবারের দাম শুরু হয়েছে ১২ ডলার থেকে। আর সবচেয়ে কম দামি সেই খাবার হলো শিঙাড়া। তবে একটি শিঙাড়া পাওয়া যায় না। এক প্লেটে ৪টি শিঙাড়া থাকে। আর সেই প্লেটের দাম ১২ ডলার বা ১ হাজার ১১০ টাকা।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই প্রিয়াঙ্কার রেস্তোরাঁর খাবারের ভূয়সী প্রশংসা করেছেন। এক প্লেট ফুচকার দাম ১৪ ডলার বা ১২৯৫ টাকা! প্রথমবার প্রিয়াঙ্কা এই রেস্তোরাঁ খোলার পর জীবনসঙ্গী নিককে নিয়ে এসে ফুচকা খেয়েছিলেন । বার্গারের বাইরে এই রেস্তোরাঁর অন্যতম ‘বেস্ট সেলিং’ আইটেম হলো চিংড়ির পাকোড়া ও চাটনি। এখানে প্রিয়াঙ্কা নিজের ডাকনাম ‘মিমি’ নামে একটি প্রাইভেট ডাইনিংয়ের ব্যবস্থাও রেখেছেন। সেখানে খেতে গেলে গুনতে হবে এক্সট্রা পয়সা। সেখানে ভারতীয় শিল্পীদের আঁকা ছবিও বিক্রি হয় । প্রিয়াঙ্কার রেস্তোরাঁর সহ–মালিকানায় রয়েছেন তাঁর ভারতীয় বন্ধু মনীষ গোয়াল। মূলত তিনিই রেস্তোরাঁটির দেখাশোনা করেন।

কিছুদিন আগেই নিউ ইয়র্ক গিয়ে ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল ঘুরে এসেছেন এই রেস্তোরাঁ থেকে।

কয়েকদিন আগে ব্লগার জুলভার্ণ মন্তব্যে বলেছিলেন ব্লগে পাঠক নেই তাই পুরনো লেখা রিপোস্ট করেছেন। আমিও নতুন পোস্ট লেখার সাহস পাচ্ছিনা। আমি গত পরশু একটা পোস্ট লিখি । পোস্টটির মন্তব্য বন্ধ ছিল। অতটুকুতেই পোষ্টটি ৪৫১ বার পঠিত হয়। সাধারণ একটি পোস্ট। প্রথম আলো থেকে লিখেছিলাম। এক্সপেরিমেন্টের জন্যে প্রথম আলো থেকে এই পোস্টটি লিখলাম।দেখি পাঠক কেমন। কিছু ব্লগারের পোস্ট বেশ হিট হচ্ছে। কিছু ব্লগার একেবারে হিট+ মন্তব্য পাচ্ছেন না। মনে হয় ব্লগিয় ইন্টারেকশন না থাকার কারণে এই অবস্থা। পোস্টের শিরোনাম খুবই গুরুতেপূর্ণ। এমন শিরোনাম লিখতে হবে যেন পাঠকের পড়তে ইচ্ছা করে।

মন্তব্য ২৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুন, ২০২২ রাত ৮:২৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: পোস্টের শিরোনাম প্রিয়াঙ্কাকে দিয়ে শুরু করেছেন। ফলে আশা করা যায় প্রিয়াঙ্কার শিঙ্গাড়ার মত পাঠকের অভাব হবে না। শিরোনাম অনেক গুরুত্বপূর্ণ। এই পোস্টে মন্তব্য করার রাস্তা খুলে রাখার জন্য অনেক ধন্যবাদ।

২৩ শে জুন, ২০২২ রাত ৮:৩০

ভার্চুয়াল তাসনিম বলেছেন: ধন্যবাদ। আমি কমেন্ট রিভিউ সেট আপ করি। কিনতু সামুর বাগের কারণে মন্তব্য করা যায়না।

২| ২৩ শে জুন, ২০২২ রাত ৮:৩৪

জুন বলেছেন: প্রিয়াঙ্কার ভালো উদ্যোগ। রূপালী পর্দার জীবন শেষ হওয়ার আগেই আরেক জীবনের প্রস্তুতি।

২৩ শে জুন, ২০২২ রাত ৮:৩৯

ভার্চুয়াল তাসনিম বলেছেন: ভারতীয়দের চিন্তাভাবনা আমাদের চেয়ে অনেক বেশি উন্নত। ধন্যবাদ জুন।

৩| ২৩ শে জুন, ২০২২ রাত ৯:৩২

সোনাগাজী বলেছেন:



জুল ভার্ন'এর বেশীরভাগ লেখা ভুল ধরণা ও অপ্রয়োজনীয় বিষয়ের উপর; সেজন্য পাঠক নেই।

উনি চাঁদগাজীর গাধার উপর লিখলে পাঠক পাবেন।

২৩ শে জুন, ২০২২ রাত ৯:৩৭

ভার্চুয়াল তাসনিম বলেছেন: জুলভার্ণ একজন সম্মানিত ব্লগার , তিনি শুরু থেকে ভালো ব্লগিং করে সুনাম অর্জন করেছেন। শুধু জুলভার্ণ এর পোস্ট নয় সব পোস্টে পাঠক মন্তব্য গতমাসের তুলনায় কম। আপনার পোস্টেও।

৪| ২৩ শে জুন, ২০২২ রাত ৯:৫১

সোনাগাজী বলেছেন:


গত ডিসেম্বরের শেষ ২ সপ্তাহে উনি গাধার উপর লিখে অনেক পাঠক পেয়েছিলেন। আমার পাঠক সকালে থাকলে, বিকেলে না'ও থাকতে পারেন।

২৩ শে জুন, ২০২২ রাত ১০:২০

ভার্চুয়াল তাসনিম বলেছেন: ১ মাস ২ সপ্তাহ আগে ব্লগে কি ঘটেলিছ তা আমার জানার কথা নয়।

৫| ২৩ শে জুন, ২০২২ রাত ১০:০২

মরুভূমির জলদস্যু বলেছেন: এ্যা!!!

২৩ শে জুন, ২০২২ রাত ১০:২১

ভার্চুয়াল তাসনিম বলেছেন: ঘটনা সইত্য বটে।

৬| ২৩ শে জুন, ২০২২ রাত ১০:৪১

রাজীব নুর বলেছেন: খাইইছে আমারে।

২৩ শে জুন, ২০২২ রাত ১০:৪৪

ভার্চুয়াল তাসনিম বলেছেন: এত টাকা রাখবে কোথায় ?

৭| ২৪ শে জুন, ২০২২ রাত ১২:৫০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জয়া আ্হসান বলেছেন বাংলাদেশের
খাবার নাকি পছিন্দ হয় না। কারণ
বাংগালীরা নাকি রাধতে জানেনা।
তাই তিনি ভারতের খাবার খান
আয়েশ করে।
দুই দিনের যোগী
ভাতকে বলে অন্ন!

২৪ শে জুন, ২০২২ বিকাল ৩:২৫

ভার্চুয়াল তাসনিম বলেছেন: দেশের খাবার সবসময় সেরা। পছন্দ না হওয়ার কি হলো? তবে বাংলাদেশের তুলনায় ইন্ডিয়ার খাবারের মাণ ভালো এটা সত্য।

৮| ২৪ শে জুন, ২০২২ সকাল ১১:২০

নূর আলম হিরণ বলেছেন: ভারতীয়রা ব্যবসায়ের দিক থেকে বাঙ্গালীদের চেয়ে বেশি দক্ষ।

২৪ শে জুন, ২০২২ বিকাল ৩:২৫

ভার্চুয়াল তাসনিম বলেছেন: সহমত।

৯| ২৪ শে জুন, ২০২২ দুপুর ১২:০২

শূন্য সারমর্ম বলেছেন:


বাংলার ফুড ভ্লগাররা ঐ রেস্টুরেন্ট গিয়ে সিঙারা খেয়ে রিভিউ দেয়া দরকার।

২৪ শে জুন, ২০২২ বিকাল ৩:২৬

ভার্চুয়াল তাসনিম বলেছেন: এতো বাজে মাণেড় ফুড ব্লগার পৃথিবীর আর কোথাও নেই।

১০| ২৪ শে জুন, ২০২২ দুপুর ১২:৫০

হাসান কালবৈশাখী বলেছেন:
শিঙ্গাড়ার দাম ঠিক আছে।

ফুটপাতের সিংগাড়া সামুচা ২ ডলারের নিচে নেই। প্রিয়াঙ্কার শিঙ্গাড়া ৩ ডলার। হিসেবে কমই।

২৪ শে জুন, ২০২২ বিকাল ৩:২৭

ভার্চুয়াল তাসনিম বলেছেন: আমাদের দেশে সিঙাড়া মাত্র ৬ টাকা থেকে ১৫ টাক। আমরা তাদের চেয়ে অনেক এগিয়ে আছি।

১১| ২৪ শে জুন, ২০২২ বিকাল ৪:৪৯

জুল ভার্ন বলেছেন: আমার ধারণা, তুলনামূলক বিবেচনায় সোনা রেস্টুরেন্টের সিংগাড়া ফুচকার দাম খুব বেশী নয়। আমাদের দেশের চেইন ফাস্ট ফুডের দোকান গুড ফুড সহ অনেক সাধারণ মানের ফাস্ট ফুডের দোকানে প্রতি পিস সিংগাড়া ১২০/- বিক্রি হয়।

২৭ শে জুন, ২০২২ রাত ১:৪০

ভার্চুয়াল তাসনিম বলেছেন: আমি ২০ টাকা দামের কলিজা সিঙাড়া খেয়েছি। বেশ দামী কভু খাইনি। দেশ হিসেবে দাম ঠিক থাকবে। প্রিয়াঙ্কা অন্যায্য দাম হাকাবেনা।

১২| ২৪ শে জুন, ২০২২ রাত ১১:৩৬

ঢুকিচেপা বলেছেন: আমার এখান থেকে যোগাযোগ ব্যবস্থা খারাপ তা না হলে গিয়ে খেয়ে আসতাম।

২৭ শে জুন, ২০২২ রাত ১:৪১

ভার্চুয়াল তাসনিম বলেছেন: দেখুন যাওয়া যায় কিনা কষ্ট করে হলেও।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.