নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তাসরুজ্জামান বাবু

তাসরুজ্জামান বাবু › বিস্তারিত পোস্টঃ

পান্তা-ইলিশ সংস্কৃতি বনাম একটি কালিক ভাবনা

১৪ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:০১

পহেলা বৈশাখ এলেই আমাদের মধ্যে পান্তা-ইলিশ খাওয়ার ধুম পড়ে যায় । না হলে যেন বাঙালিই নয় । সারা বছর বিদেশী পোশাক, বিদেশী ভাষা, বিদেশী সংস্কৃতির চর্চা চলে- কোনো ভ্রুক্ষেপ নেই, অথচ এদিন ‘একদিনের –বাঙালি’ হওয়ার জন্য ধুন্ধুমার কান্ড বাধিয়ে দেই। এ দেখি ‘জুম্মাবারের নামাজি’র গায়ে আতর মেরে নামাজে যাবার মতোই হলো। এই প্রশ্নটির উত্তর আমি খুঁজে বেড়াচ্ছি যে, ঠিক কত সাল থেকে পান্তা-ইলিশ খাওয়া বাঙালি সংস্কৃতির অংশ হলো? আমরা নাকি শেকড়ের টানে দিনটি উদযাপন করি । এই শেকড় কত গভীরে প্রথিত তা কারো জানা থাকলে আওয়াজ দিয়েন। কোনো দেশের সংস্কৃতি বলতে সেই দেশের আপামর জনতার নিত্যদিনের কৃষ্টিকে বোঝায় । সেক্ষেত্রে পান্তা-ইলিশ খাওয়াও দেশের সর্বশ্রেণির মানুষের পুরোনো ঐতিহ্য হওয়ার কথা । তারমানে আগে হয় পুকুরে পুকুরে ইলিশ চাষ হতো নয়তো তখন বাঙালি জাতি অনেক ধনী ছিল, কালক্রমে গরীব হয়ে গেছে । তাছাড়া ইলিশের দাম কখনো কম ছিল বলে মনে হয় না, আর বর্তমানে তো ইলিশ মেঘের ওপারে । একসময় এদেশের লোক ‘মাছে ভাতে বাঙ্গালি’ বলে পরিচিত ছিল শুনেছি, কিন্তু ‘ইলিশে-ভাতে বাঙ্গালি’ ছিল বলে তো শুনিনি কখোনো। অনেকে বলতে পারেন, ‘এই নিয়ে এত মাতামাতির কী আছে বাপু, খেলাম না হয় একদিন পান্তা-ইলিশ !’ বলি, দেশের দারিদ্র্যপীড়িত অধিকাংশ জনতাকে নিয়ে এভাবে ঠাট্টা করবেন না । আজ ভেবে দেখার সময় এসেছে, এই দিন আমরা ঘটা করে খেটে খাওয়া মানুষগুলোকে অপমান করছি নাতো ? নুন আনতে পান্তা ফুরায় যাদের তাদের পান্তার সঙ্গে ই-লি-শ ! তাই বলে কি আমাদের দেখে তাদেরও শখ হয় না? তাই আমাদের খতিয়ে দেখা উচিত, পান্তা-ইলিশ কি সত্যি বাঙ্গালি সংস্কৃতির অংশ নাকি এটাও আমদানি । সন্দেহের কারণ আরো আছে, পান্তার সঙ্গে ইলিশ কোনোভাবেই সাযুজ্যপূর্ণ নয় । বুদ্ধিমান বাঙ্গালির এই দেশে এমন জগাখিচুড়ী সংস্কৃতি ছিল বিশ্বাসই হয় না । এ যেন সেই গ্রাম্য প্রবাদ ‘ডাল দিয়ে পোলাও’ এর মতোই। পান্তা এদেশের গরীব জনগোষ্ঠীর একটি সাধারণ খাবার । তার সাথে ইলিশের মতো এরিস্টোক্র্যাটিক মাছের মিশ্রণ আমার কাছে ‘গুরুচণ্ডালী দোষ’ বলেই মনে হয় । এ যদি বাঙ্গালি সংস্কৃতিই হয়, তাহলে অন্তত এদিন সবার জন্য ইলিশ খাওয়া নিশ্চিত করা সরকারের কর্তব্যের মধ্যে পড়ে, কী বলেন?

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:০২

তাসরুজ্জামান বাবু বলেছেন: হৃদয়ের রক্তক্ষরণ থেকে লেখাটির জন্ম ।

২| ১৪ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:১৮

দোদূল্যমান বলেছেন: ফেসবুকে শিহাব আর ওর বঊ এর বৈশাখী যুগল ছবিটা দেখে একটা অদ্ভূত অনুভূতি হল ইশতিয়াকের। বিয়ের পর প্রথম বৈশাখ, এই মর্মে খুশীতে উদ্বেলিত হয়ে পোস্ট দিসে। শ্বশুড়বাড়িতে বিশাল ইলিশ মাছ কিনে নিয়ে গেছে, সেটারও ছবি দিসে...১০০টার মত লাইক পড়সে ছবিটাতে।

এই শিহাব আর গতকালকে বন্ধুদের আড্ডায় দেখা শিহাব কি একই মানুষ? ভাবলেই অবাক লাগে ইশতির। মুখ কাচুমাচু করে ঘর্মাক্ত মুখ নিয়ে বিপ্লবের কাছে হাজার পাঁচেক টাকা ধার চাইছিল শিহাব। বিয়ের পর প্রথম বৈশাখ, শ্বশুড়বাড়িতে ইলিশ মাছ নিয়ে না গেলে মুখ দেখানো যাবে না। আর বউ ঘোষণা দিয়ে রেখেছে, কমপক্ষে পাঁচ হাজার টাকার শাড়ি না হলে ওর প্রেস্টিজ থাকবে না। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, সবাই জানতে চাইবে বর কী শাড়ি দিল......

শিহাব বারবার করে আশ্বাস দিচ্ছিল দিন দশেকের মাঝেই ফেরৎ দিয়ে দিবে। বিপ্লবেরতো এখনো বিয়ে হয়নি, তাই ওরতো এসব খরচ নেই বলে ফ্যাকাশে হাসিও দিচ্ছিল...

ইশতির ভূমিকা ছিল নীরব দর্শকের মত। এমনিতেই কথা কম বলে ও, ইসলামে আসার পর আরো। একটা দীর্ঘশ্বাস ফেললো ও......ওর নিজেরও বিয়ের পর এটাই পহেলা বৈশাখ। দ্বীনের বুঝ দেখে নিতুকে জীবন সঙ্গী হিসেবে নির্বাচন করে ও যে কতটা ভালো আছে তা এসব অকেশনের সময় নতুন করে উপলব্ধি করে ও। নিতুর কাছ থেকে এমন চাহিদার কথা চিন্তাই করা যায় না...আলহামদুলিল্লাহ-------বুক চিঁড়ে একটা কৃতজ্ঞতা স্মারক উচ্চারিত হল ইশতির......

****************************************

ইসলাম যখন আমাদের জানায় যে এসব দিবস উদযাপনের সংস্কৃতি আমাদের দ্বীনের অংশ নয়, তখন তাকে আপাত দৃষ্টিতে মজা বিনষ্টকারী বা শৃংখল মনে হলেও, তা আসলে আমাদের মুক্ত করে। গড্ডালিকা প্রবাহে গা ভাসানোর চাপ থেকে, মানুষ কি ভাবল না ভাবল এই অর্থহীণ চিন্তা থেকে। আপনি কি টের পান তা?

৩| ১৪ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৩২

তাসরুজ্জামান বাবু বলেছেন: কী যে বলেন ভাই, টের পাই বলেই তো এই লেখাটি অনেক সময় নিয়ে লিখলাম । আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সাহসাগ্নীকে উস্কে দেওয়ার জন্য। যান, এই ছবিটা আপনাকে উতসর্গ করলামঃ

৪| ১৪ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:০২

চাঁদগাজী বলেছেন:


হৃদয়ের বালবে কি সমস্যা আছে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.