নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তাসরুজ্জামান বাবু

তাসরুজ্জামান বাবু › বিস্তারিত পোস্টঃ

ক্ষমা করা অপেক্ষা ক্ষমা চাওয়া মহৎ গুণ

১০ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:১৪

আমরা সবাই জানি ক্ষমা করা মহৎ গুণ। কিন্তু ক্ষমা চাওয়া তার চেয়েও মহৎ । কারণ মনে অহংকার থাকলে ভুল বুঝার পরেও ক্ষমা চাওয়া যায় না। কিন্তু ক্ষমা কেউ চাইলে করাই যায়? ক্ষমা করলে বড় হয়, ক্ষমা চাইলে ছোট হওয়ার নামে বড় হয় । তাই এটা আরো মহৎ । আসুন আমরা এই গুণোটি রপ্ত করি ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:২২

তামান্না তাবাসসুম বলেছেন: সহমত

১২ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৮

তাসরুজ্জামান বাবু বলেছেন: ধন্যবাদ

২| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ১:০৭

থিওরি বলেছেন: সহমত। সহনশীলতা

১২ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৮

তাসরুজ্জামান বাবু বলেছেন: ধন্যবাদ

৩| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ২:৩৪

রক্তিম দিগন্ত বলেছেন: ক্ষমাটা নিজের মন থেকে চাইলেই সেটাকে বলা যাবে সেটা মহৎ। কিন্তু অনেকেই যে 'Sorry' বলে ক্ষমা চায় - সেটার ৯০% সময়েই কিন্তু নিজের মন থেকে মেনে নেওয়া ক্ষমা চাওয়া হয়ে থাকে না। কোন না কোন চাপের কারণেই চায়। যার কাছে চায় সেও জানে। তবুও সে ক্ষমা করে।

অহংকার সবার মাঝেই আছে। যে ক্ষমা চায় তারও আছে, যে ক্ষমা করে তারও আছে।

এই জন্যই বলা হয়, ক্ষমা করাটা মহৎগুন। ক্ষমা চাওয়াটা তেমন কিছুই না।

৪| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৬

তাসরুজ্জামান বাবু বলেছেন: আমি ক্ষমা চাওয়া বলতে আন্তরিকভাবে ক্ষমা চাওয়াকেই বুঝিয়েছি, মৌখিকভাবে সরি বলা সহজ, কিন্তু আন্তরিকভাবে সরি বলাটা আসলেই কঠিন (মনে করুন কারো হাত ধরে বলতে হবে যে, ভাই আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দিন । এভাবে ক্ষমা চাইলে ক্ষমা পাওয়াই যায়, কিন্ত এভাবে ক্ষমা চাওয়া কি এত সহজ?) । আর কেউ যখন আন্তরিকভাবে ক্ষমা না চেয়ে শুধু মৌখিকভবে সরি বলে তখন যদি ক্ষমাকারী সেটা বুঝতে পারেন তাহলে তিনিও হয়তোবা মৌখিকভাবেই ক্ষমা করেন । অহংকার বেশির ভাগ মানুষেরি আছে (তবে কেউ কেউ অহংকারমুক্ত, সংখ্যাটা কম হলেও ), কিন্তু আমি এখানে অহংকার বলতে সার্বজনীন অহংকারকে বুঝাইনি, শুধু ক্ষমা চাওয়ার বিষয়টাতে অহংকারের কথা বুঝিয়েছি । মনে করুন, আপনার মনে ১ % অহংকার আছে। কিন্তু আপনি কারো মনে আঘাত দিয়ে কথা বলার পরে বুঝলেন কাজটি আপনার অন্যায় হয়েছে। এক্ষেত্রে যদি আপনি উত্তম উপায়ে ক্ষমা চাইতে পারেন তাহলে এক্ষেত্রে আপনাকে অহংকারমুক্ত বলতে পারি, কিন্তু সার্বিকভাবে আপনার মনে ১% অহংকার আছে ।(আগেই ধরে নিয়েছি) । আশা করি এবার আমার বক্তব্য পরিষ্কার বুঝতে পেরেছেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.