![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বইয়ের নামঃ বিয়ন্ড দ্যা ম্যানমেইড ইউনিভার্স
লেখকঃ তাসরুজ্জামান বাবু
ধরণঃ কল্পবৈজ্ঞানিক থ্রিলার
প্রথম প্রকাশঃ ফেব্রুয়ারি ২০১৮
প্রকাশনীঃ সময়
মূল্যঃ ২০০ টাকা (বইয়ের ওপর মুদ্রিত। বইমেলায় ২৫ শতাংশ ছাড়ে ১৫০ টাকা)
পৃষ্ঠাঃ ১১০
মেলা শেষের ঘণ্টা বাজতে শুরু করেছে। এবারের বইমেলায় সময় প্রকাশন (২০ নং প্যাভিলিয়ন) থেকে প্রকাশিত আমার কল্পবৈজ্ঞানিক থ্রিলার 'বিয়ন্ড দ্য ম্যানমেইড ইউনিভার্স' বইটি যারা পড়ে রিভিউ দিয়েছেন তাদের লেখার চুম্বক অংশ তুলে ধরলাম। এই বইটির কারণে আমার জীবনে বিচিত্র এক অভিজ্ঞতা হয়েছে। এটি না ছাপলে আমি জানতেও পারতাম না মানুষ কত বিচিত্র হয়। কত বিভিন্ন হয় তাদের দৃষ্টিকোণ । কত আলোচনা, কত সমালোচনা ! নিজেই দেখুন। নানা মুনির নানা মত যাকে বলে ! নিঃসঙ্কোচে সব তুলে দিলাম। এরপর পাঠক, যদি নিজের মনকে টেস্ট করার ইচ্ছা হয় যে আপনার মত এদের কারো সাথে মেলে নাকি সম্পুর্ণ ভিন্ন ? তাহলে বইটি পড়ার আমন্ত্রণ রইল ।
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
Rdx Hasnat
ছয় বন্ধু আর চার বিজ্ঞানী নিয়ে তৈরি করা এই বইটি না পড়লে বুঝতে পারবেন না থ্রিলার আর বিজ্ঞান এক করে কী করে ফেলা যায়।...এই বই একবার পড়তে শুরু করলে বই রেখে ওঠা খুব অল্প বইপোকার পক্ষেই সম্ভব।
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
Moyin Önik
সোজা কথায়- এক বসায় পড়ে উঠার মতো বই । প্লট নির্বাচনে নতুনত্ব দেখিয়েছেন। সায়েন্স ফিকশনের ধারা অনুযায়ী স্পেসশিপ আছে, এলিয়েন আছে, সায়েন্সের কচকচানিও আছে । তবে এগুলোর উপস্থাপনভঙ্গি ও নতুনত্ব বিরক্ত করেনি, বরং আগ্রহ বাড়িয়েছে ।
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
Amirul Abedin Akash
একটি সায়েন্স ফিকশন পড়ে আমি কিছুটা হলেও বাস্তব বিজ্ঞানের সাথে পরিচিত হব এমন ফিল খুব কম সাইফাই এ থাকে। আইজ্যাক আসিমভ যে কাজটা করেছেন। ... এমনিতে আমি রিডার্স ব্লকে ভুগছিলাম, কিন্তু এই বইটি পড়ার সময় আমার ব্লক কাজ করেনি। তবে আমার মনে হয়েছে শুরুর দিকে বাক্যগুলো সুন্দরভাবে সাজালে লেখাটি আরো সুন্দর হতো। প্রারম্ভে মনে হয়েছে লেখায় লেখক খুব তাড়াহুড়ো করে মুল থ্রিলে ঢুকে যেতে চাচ্ছেন। কিন্তু লেখার ৩০ পেজ পর গল্পটা এত সুন্দর হয়ে ওঠে যে এককথায় ‘চমৎকার’ বলা ছাড়া অন্য কোনো প্রতিক্রিয়া খুঁজে পাচ্ছি না।
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
বাউন্ডুলে পথিক
এই বইয়ের সবচেয়ে অভিনব ব্যাপারটি হলো গল্পের প্লট । প্রথাগত সায়েন্স ফিকশনের মতো নিছক গল্পের সাথে মিশ্রিত একচিমটি ‘অপবিজ্ঞান’ নয় । কিছুটা গল্প, কিছুটা বিশুদ্ধ বিজ্ঞান, আর বাকিটা লেখকের অবিশ্বাস্য কল্পনাশক্তি । এমন হাইপোথিসিসধর্মী সায়েন্স ফিকশন বাংলা ভাষায় এই প্রথম পড়ার অভিজ্ঞতা হলো। ...যে কোনো বইয়ে পাঠকের প্রথম বিবেচনা থাকে, লেখকের লেখনশৈলী পাঠককে এক পৃষ্ঠা থেকে অন্য পৃষ্ঠায় টেনে নেয় কিনা। এক্ষেত্রে প্রতি পৃষ্ঠাতেই একটি কথাই বারবার মনে হয়েছে, কী হবে এবার?...তবু একক রচনার মধ্যে কল্পবিজ্ঞান, থ্রিলার, অ্যাডভেঞ্চার, সাসপেন্স, হরর ইত্যাদির সমন্বিত স্বাদ প্রদানের চেষ্টাকে স্বাগত জানাতেই হয় । সবশেষে লেখক এক চিমটি ‘ম্যাজিক রিয়েলিজম’ মিশিয়ে এটিকে একটি আধুনিক সাহিত্যকর্মের আদল দিতে প্রয়াস পেয়েছেন। ... সার্বিক বিবেচনায় বলব, বাংলাদেশের কল্পবিজ্ঞান সাহিত্যে আরো একজন প্রতিশ্রুতিশীল লেখকের আগমনধ্বনি শোনা যায় ।
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
Sadia Humaira
আর আপনি নিশ্চিতভাবেই এই থ্রিলার সায়েন্স ফিকশনটি পড়ে বিনোদিত হবেন, দু তিন ঘন্টা সময় আপনার খুব ভালো কাটবে। কাহিনী একঘেয়ে লাগবে না, এরপর কী হয় ভাবতে ভাবতেই আপনি পুরো উপন্যাসটা পড়বেন। এক কথায় আপনার পয়সা উসুল হবে। তবুও এর দুর্বল দিক হিসেবে যা আছে তা হচ্ছে চরিত্রদের মুখে সংলাপগুলো আরেকটু শক্তিশালী হতে পারত। উপন্যাসে বাক্যের বুনট দু এক জায়গায় আলগা হয়ে গেছে । কিন্তু মনে রাখতে হবে লেখক তরুণ, লেখালেখির মূল জায়গায় যদি গলদ না থাকে তবে সময়ের সাথে সাথেই লেখা শক্তিশালী থেকে শক্তিশালীতর হবে।
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
রক্তিম আভা
গল্পের প্রথম দিকটা গতানুগতিক মনে হলেও পরবর্তিতে তা অনেক রোমাঞ্চকর লেগেছে...তবে আমার মতে ফিনিশিংটা আরেকটু উত্তজনাকর ও রোমাঞ্চকর করা উচিৎ ছিল।
ব্যাক্তিগত রেটিং : ৩/৫
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
Xohar Afif
বইটি অসাধারণ । জানতাম না বাংলায় এমন থ্রিলার সাইফাই বের হচ্ছে এখন।
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
মোঃ আসিফ উর রহমান
আমরা যারা সায়েন্স ফিকশন বলতে মুহম্মদ জাফর ইকবাল ও হুমায়ূন আহমেদের গুলো পড়েই অভ্যস্ত- আমাদের মনে সায়েন্স ফিকশনের একটা নির্দিষ্ট স্টাইল পাকাপাকি ভাবে বসে গেছে। কোন নতুন স্টাইল, নতুন এঙ্গেল থেকে লেখা তাই আমাদের কাছে অস্বস্তিকর লাগে। নতুন আইডিয়া, নতুন কোন থিওরি, চিন্তার খোরাক এসবের চেয়ে বিজ্ঞানের মোড়কে একটা গল্প বলাই হয় যা আমরা ইতিমধ্যে অসংখ্যবার দেখেছি হলিউডি সিনেমায়, সিরিয়ালে। এ ক্ষেত্রে এই বইটি ব্যতিক্রম অনেকটাই।
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
আশিক
সহজ ভাষায় বিজ্ঞানের বর্ণনার পাশাপাশি সাবলীল ভাষায় সার্বিক উপস্থাপনা বইটিকে আলাদা উচ্চতায় নিয়ে গেছে। এছাড়া বইয়ের ভাষাশৈলী এমন সহজবোধ্য (বিশেষত বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের বর্ণনার ক্ষেত্রে) যে, স্থান-কাল-পাত্র নির্বিশেষে যেকোনো বয়সী বাংলাভাষী পাঠকের পক্ষে তার মর্মার্থ বুঝতে বিশেষ কোনো বেগ পেতে হবে না।
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
MD Tanjir Rahman
যদি কেউ নিছক কল্পবিজ্ঞান না পড়তে চায় এবং পদার্থ বিজ্ঞানের কিছু থিওরি সম্পর্কে ধারণা পেতে চায় তবে আমি তাকে এই বইটি পড়তে বলব। কেননা বইটিতে রয়েছে Astro-Physic & Quantum-Physics এর বেশ কিছু থিওরি ! ...লেখকের সাবলীল এবং সরল লেখনিভঙ্গির কারণে বিজ্ঞানের কঠিন কিছু বিষয় অতি সহজে বুঝতে পারবেন এই বৈজ্ঞানিক কল্পকাহিনীর মাধ্যমে । এছাড়া লেখক বৈজ্ঞানিক কিছু থিওরির বাইরে নিজে একটি হাইপোথিসিস দাঁড় করান । যার মাধ্যমে তার লেখা ফিকশনটির মূল ভিত্তি গড়েছেন। হাইপোথিসিসটি তার লেখায় একটি অন্য মাত্রা এনে দেয় ।
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
Elma Hossein
গল্পটি অনেক শিক্ষামূলক ।…কিশোর-তরুণ থেকে শুরু করে বড়রাও বইটি দারুন উপভোগ করবে ।
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
Zahid Bin Anwar
পার্সোনাল রেটিং : ৪.৯/৫
অসাধারণ এই বইটির বিশেষত্ব হচ্ছে বইটির কাহিনী ও বিষয়বস্তু ইউনিক । আর গল্পের ছলে অনেক কিছু জানা যায় বইটি পড়ার মাধ্যমে । একদম নতুন ধাঁচের কোনোকিছুর স্বাদ পেতে চাইলে অবশ্যই পড়ে ফেলতে পারেন তরুণ লেখকের এ বইটি ।
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
Mahmuda Islam
গল্পের কাহিনীটা অনেক ভালো লেগেছে। একটা টান টান উত্তেজনা কাজ করেছে যে কি ঘটতে চলেছে এরপরে........!!!! শব্দ ব্যবহারে প্রাঞ্জলতা রয়েছে, সহজ সাবলীল ভাষায় লেখক কাহিনীটাকে তুলে ধরেছেন... !
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
Simoom Reza
এককথায় বলি, ‘জাস্ট এমাজিং!!’ বইটার কনসেপ্টটা খুবই নিউ... ফুল নিউ কনসেপ্ট...সাইফাই+থ্রিলার+লাইট হরর (আমি ফার্স্ট এর দিকে ভয় পেয়েছি)...স্টার্টিংটা বেশ হাসিরও ছিল...সব মিলিয়ে দারুণ কম্বিনেশন...উপস্থাপন ফার্স্ট ক্লাস। উইলফোর্সের বিষয়টা খুব ভালো লেগেছে...এর মাধ্যমে অনেক কিছু শেখার আছে ।
আমার রেটিং-৯/১০
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
Shanter Debdut
ভালো মানের একটি সার্থক সায়েন্স ফিকশন গল্প । সহজ ভাষায় হাস্যরসাত্মক ভঙ্গিতে আধুনিক পদার্থ বিজ্ঞানের জটিল কিছু থিউরি সন্নিবেশিত হয়েছে এই গল্পে। লেখক কিছু কিছু বৈজ্ঞানিক টার্ম, উপমা ও তত্ত্বের সমন্বয় ঘটিয়েছেন যেগুলো একেবারেই অভিনব। গতানুগতিক ভাবধারার বাইরে গিয়ে একটি সাহসী প্লটের অবতারণা করেছেন বলতেই হয়। বাংলায় কল্প-গল্প শাখাটি তুলনামূলক ভাবে এখনো নতুন, সে হিসাবে বাংলা সাহিত্যকে নতুন এই লেখকের দেবার আছে অনেক কিছু। সামগ্রিক হিসাবে আমার রেটিং ৩.৭৫/৫। তবে নতুন লেখক হিসাবে ৫ দিয়ে উৎসাহিত করলাম।
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
Jannat Mojumdar
বইটির কাহিনী চমৎকার লেগেছে আমার কাছে! একদম চমৎকার! অন্যরকম বলা যায়। ...লেখাগুলোর ধরণ খুবই মজাদার ছিল। যাকে বলে "হিউমারসম্পন্ন" লেখা।
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
Hasanul Haque Banna
একটি ভিন্ন ধর্মী উচ্ছাস ছড়িয়ে আছে পুরো বই জুড়ে। অসাধারণ এক নৈপূন্য। পুরো ভিন্ন আঙ্গিক... পুরো প্রমাণ পাওয়া যাবে বইটিতে, পুরোট পরে অভিভূত হতে বাধ্য। গ্যারান্টি । অসাধারণ একটি বই। অসাধারণ।
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
Tanjim Hasan Emon
এটা লেখকের দ্বিতীয় মৌলিক বই। কিন্তু তার লেখার ধরণ দেখে মনেই হয় না তিনি নতুন লেখক।
এছাড়াও এই গল্প থেকে সায়েন্স এর এক অন্য জগৎ পেলাম। লেখকদের কল্পনার জগৎটাই মনে হয় এত্ত বিস্তৃত, তাই ওনারা লেখক !
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:০৫
তাসরুজ্জামান বাবু বলেছেন: সমস্যা কি? পড়ার সুযোগ তো শেষ হয়ে যায়নি! মেলা চলছে, রকমারি আছে.।
২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:০৭
রসায়ন বলেছেন: বিয়োন্ড দ্যা ম্যানমেইড ইউনিভার্স পড়ার ইচ্ছে তৈরি হলো
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:০৬
তাসরুজ্জামান বাবু বলেছেন: পড়লে খুব খুশি হব ভ্রাতা
৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:১৪
রাজীব নুর বলেছেন: পড়ার ইচ্ছা রাখলাম।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:০৬
তাসরুজ্জামান বাবু বলেছেন: ধন্যবাদ ভ্রাতা
©somewhere in net ltd.
১|
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৪০
সালাহ উদ্দিন শুভ বলেছেন: কিনতে পারিনি, ফেসবুকে আপনি যখন প্রথম প্রচ্ছদটা দিয়েছিলেন তখন থেকেই ভাবনায় ছিল। আফসোস, সময় এবং সুযোগ দুটোই করে উঠতে পারিনি