|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
 
ছিয়াত্তরের মন্বন্তরঃ
১৭৭০ সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কম্পানির রাজত্বকালে বাংলার দুর্ভিক্ষটি ছিল বাংলার ইতিহাসে সব থেকে বড় দুর্ভিক্ষগুলির মধ্যে একটি এবং বাংলার এক তৃতীয়াংশ মানুষের মৃত্যু ঘটেছিল ১৭৭০ এবং তার পরবর্তী বছরগুলিতে ?
নবাবের হাতে থাকে প্রশাসনিক দায়িত্ব, আর রাজস্ব আদায় এবং ব্যয়ের পূর্ণ কর্তৃত্ব পায় কোম্পানি। এতে বাংলার নবাব আসলে ক্ষমতাহীন হয়ে পড়েন আর সে সুযোগে কোম্পানির লোকেরা খাজনা আদায়ের নামে অবাধ লুণ্ঠন এবং অত্যাচার শুরু করে দেয়।ছসে বছর অত্যধিক বৃষ্টিপাত ও বন্যার গ্রাস থেকে কৃষক ফসল ঘরে তুলতে পারে নি। তদুপরি ভূমিরাজস্ব ব্যবস্থা এবং খাদ্যবাজারে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যের ফলে অবস্থার চরম অবনতি ঘটে। 
অথচ ব্রিটিশরাজের কোম্পানি শাসকরা পুরো বিষয়টিকে প্রাকৃতিক বিপর্যয় বলে দাবি করে। কিন্তু ভিন্ন সাক্ষ্য থেকে জানা যায় যে ১৭৬৮ সালে আদায়কৃত রাজস্ব দেড় কোটি রুপির চেয়ে ১৭৭১ সালের আদায়কৃত রাজস্বের পরিমাণ ৫,২২,০০০ রুপি বেশি ছিল, অথচ এর আগের বছরেই ঘটে যায় দুর্ভিক্ষ। এভাবে কোম্পানি শাসনের সহযোগিতায় খাদ্যশস্যের বাজার থেকে মুনাফা লুট এবং অতিরিক্ত রাজস্ব আদায়ের উদ্দেশ্য চরিতার্থ করার কারণে জনমানুষের ভোগান্তি চরমে পৌঁছে। পরিণতিতে মারাত্মক দুর্ভিক্ষপীড়িত এলাকাগুলি হয়ে পড়ে জনশূন্য। জনসংখ্যার এক-তৃতীয়াংশ, প্রায় ১০ মিলিয়ন(১ কোটি) মানুষ দুর্ভিক্ষে মারা যায়। কৃষি উৎপাদন আর রাজস্ব আদায় অনুরূপহারে কমে যায়। দেশে দেখা দেয় চরম বিপর্যয় ও দুর্ভিক্ষ। কয়েক লক্ষ মানুষ না খেতে পেয়ে মারা যান। এটাই ইতিহাসখ্যাত ছিয়াত্তরের মন্বন্তর।
পঞ্চাশের মন্বন্তর
১৩৫০ বঙ্গাব্দ বা ১৯৪৩ সালে অবিভক্ত বাংলায় যে দুর্ভিক্ষ দেখা দেয় তাই পঞ্চাশের মন্বন্তর নামে পরিচিত। ইংরেজ সরকারের কিছু বিতর্কিত নীতি এবং উদাসীনতার কারণে সেই দুর্ভিক্ষ ত্বরান্বিত হয়।
 দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান বার্মা দখল করে নিলে বার্মা থেকে বাংলায় চাল আমদানী বন্ধ হয়ে যায়। কেন্দ্রীয় সরকার পরিস্থিতি মোকাবেলায় ব্যর্থতার পরিচয় দেয়। ভাদ্র থেকে আশ্বিন মাসে পরিস্থিতি চরম আকার ধারণ করে। অনুমান করা হয় এই দুর্ভিক্ষে বাংলায় প্রায় ৫০ লক্ষ লোক মারা যায়।   
 ৪ টি
    	৪ টি    	 +০/-০
    	+০/-০  ২৭ শে সেপ্টেম্বর, ২০১৬  ভোর ৬:১২
২৭ শে সেপ্টেম্বর, ২০১৬  ভোর ৬:১২
ঠ্যঠা মফিজ বলেছেন: বাঙ্গালি চালাক হলই বা কবে ? বাঙ্গালি এখনো বোকা রয়ে গেছে । 
২|  ২৭ শে সেপ্টেম্বর, ২০১৬  ভোর ৬:২৯
২৭ শে সেপ্টেম্বর, ২০১৬  ভোর ৬:২৯
একটি পেন্সিল বলেছেন: খুবই হৃদয় বিদারক
  ২৭ শে সেপ্টেম্বর, ২০১৬  ভোর ৬:৩৫
২৭ শে সেপ্টেম্বর, ২০১৬  ভোর ৬:৩৫
ঠ্যঠা মফিজ বলেছেন: কষ্টকর ঘটনাও।
৩|  ২৭ শে সেপ্টেম্বর, ২০১৬  বিকাল ৪:৪৭
২৭ শে সেপ্টেম্বর, ২০১৬  বিকাল ৪:৪৭
তানভীর আকন্দ বলেছেন: এটুকু তথ্য অবশ্য জানাই ছিল, তারপরও লেখাটা দেখে ভাল লাগল...
  ০১ লা অক্টোবর, ২০১৬  সকাল ৭:১৪
০১ লা অক্টোবর, ২০১৬  সকাল ৭:১৪
ঠ্যঠা মফিজ বলেছেন: ধন্যবাদ ভালো থাকবেন।
৪|  ২৭ শে সেপ্টেম্বর, ২০১৬  বিকাল ৫:২৪
২৭ শে সেপ্টেম্বর, ২০১৬  বিকাল ৫:২৪
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: এই ছবিটি মানুষের জীবনের কঠিন বাস্তবতা।
এই ছবিটি দেখলে আর বুঝতে  মানুষ কখনও খাবারের অপচয় করতে পারবেনা।
  ০১ লা অক্টোবর, ২০১৬  সকাল ৭:১৪
০১ লা অক্টোবর, ২০১৬  সকাল ৭:১৪
ঠ্যঠা মফিজ বলেছেন: ধন্যবাদ ভালো থাকবেন আপু।
৫|  ২৭ শে সেপ্টেম্বর, ২০১৬  রাত ৮:৩৯
২৭ শে সেপ্টেম্বর, ২০১৬  রাত ৮:৩৯
চাঁদগাজী বলেছেন: 
এখন কৃত্রিম খাদ্য মানুষকে হত্যা করবে।
  ০১ লা অক্টোবর, ২০১৬  সকাল ৭:১৫
০১ লা অক্টোবর, ২০১৬  সকাল ৭:১৫
ঠ্যঠা মফিজ বলেছেন: ধন্যবাদ ভালো থাকবেন ভাই চঁদগাজী।
৬|  ২৮ শে সেপ্টেম্বর, ২০১৬  রাত ৩:৫০
২৮ শে সেপ্টেম্বর, ২০১৬  রাত ৩:৫০
CamEye বলেছেন: এখনও মুক্তি পায়নি পৃথিবী দুর্ভিক্ষ থেকে!
  ০১ লা অক্টোবর, ২০১৬  সকাল ৭:২৬
০১ লা অক্টোবর, ২০১৬  সকাল ৭:২৬
ঠ্যঠা মফিজ বলেছেন: মিথ্যে কিছু বলেন নাই।
৭|  ২৮ শে সেপ্টেম্বর, ২০১৬  ভোর ৪:৩৩
২৮ শে সেপ্টেম্বর, ২০১৬  ভোর ৪:৩৩
তানভীর আকন্দ বলেছেন: তথ্যগুলো আগে জানা থাকলেও লেখাটা দেখে ভাল লাগল...
  ০১ লা অক্টোবর, ২০১৬  সকাল ৭:২৬
০১ লা অক্টোবর, ২০১৬  সকাল ৭:২৬
ঠ্যঠা মফিজ বলেছেন: ধন্যবাদ ভালো থাকবেন ভাই ।
৮|  ২৮ শে সেপ্টেম্বর, ২০১৬  সকাল ৭:৩৪
২৮ শে সেপ্টেম্বর, ২০১৬  সকাল ৭:৩৪
হাসান ইমরান বলেছেন: জয়নুল আবেদিনের আঁকা ছবি দিলে আরো বেশি প্রাসঙ্গিক হতো।
  ০১ লা অক্টোবর, ২০১৬  সকাল ৭:৩৫
০১ লা অক্টোবর, ২০১৬  সকাল ৭:৩৫
ঠ্যঠা মফিজ বলেছেন: আসলে আগে ভেবে দেখি নাই । যাই হোক এ পোস্টটি সার্ভার সমস্যা থাকায় অনেকের নজরেই পড়ে নাই তাই দেখি আপনার পরামর্শমত অ্যাডেটিং করে সামনে আরেকটি পোস্ট দিমু ।ধন্যবাদ ভালো থাকবেন ভাই ।
৯|  ২৮ শে সেপ্টেম্বর, ২০১৬  সকাল ১০:৩১
২৮ শে সেপ্টেম্বর, ২০১৬  সকাল ১০:৩১
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: কোম্পানি শাসনের সহযোগিতায় খাদ্যশস্যের বাজার থেকে মুনাফা লুট এবং অতিরিক্ত রাজস্ব আদায়ের উদ্দেশ্য চরিতার্থ করার কারণে জনমানুষের ভোগান্তি চরমে পৌঁছে। পরিণতিতে মারাত্মক দুর্ভিক্ষপীড়িত এলাকাগুলি হয়ে পড়ে জনশূন্য। জনসংখ্যার এক-তৃতীয়াংশ, প্রায় ১০ মিলিয়ন(১ কোটি) মানুষ দুর্ভিক্ষে মারা যায়।
তারা অস্বীকার করেছিল যেভাবে,
“I hate Indians. They are a beastly people with a beastly religion. The famine was their own fault for breeding like rabbits“ -Winston Churchill।
Amartya Sen তার Poverty and Famine বইতে ইহুদি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে এই গণহত্যার দায়মুক্তি দিয়ে নোবেল জিতে নিয়েছেন।
১০|  ২৮ শে সেপ্টেম্বর, ২০১৬  দুপুর ১২:০২
২৮ শে সেপ্টেম্বর, ২০১৬  দুপুর ১২:০২
আশাবাদী অধম বলেছেন: ভাল লিখেছেন
১১|  ২৮ শে সেপ্টেম্বর, ২০১৬  দুপুর ১:৫৯
২৮ শে সেপ্টেম্বর, ২০১৬  দুপুর ১:৫৯
আনু মোল্লাহ বলেছেন: কষ্টকর ইতিহাসের কথা জানতে পারলাম। 
আপনাকে ধন্যবাদ।
১২|  ২৮ শে সেপ্টেম্বর, ২০১৬  বিকাল ৪:১০
২৮ শে সেপ্টেম্বর, ২০১৬  বিকাল ৪:১০
মিশু ইমতিয়াজ বলেছেন: পিকটা তো আফ্রিকার দুর্ভিক্ষের নাকি?
১৩|  ২৮ শে সেপ্টেম্বর, ২০১৬  সন্ধ্যা  ৬:২৮
২৮ শে সেপ্টেম্বর, ২০১৬  সন্ধ্যা  ৬:২৮
অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: পড়ে কষ্ট পেলাম,,,,,,,
১৪|  ২৮ শে সেপ্টেম্বর, ২০১৬  সন্ধ্যা  ৬:৩২
২৮ শে সেপ্টেম্বর, ২০১৬  সন্ধ্যা  ৬:৩২
অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: বড়ই কষ্টের ঘটনা,,,,
১৫|  ২৮ শে সেপ্টেম্বর, ২০১৬  রাত ৮:০২
২৮ শে সেপ্টেম্বর, ২০১৬  রাত ৮:০২
জুয়াড়ি বলেছেন: ছবিটা যতই দেখছি, কষ্ট লাগছে।
১৬|  ২৮ শে সেপ্টেম্বর, ২০১৬  রাত ৮:০৫
২৮ শে সেপ্টেম্বর, ২০১৬  রাত ৮:০৫
জুয়াড়ি বলেছেন: ছবিটা যতই দেখছি, কষ্ট লাগছে। পরিবেশ তখন এর থেকেও ভয়াবহ ছিল।
১৭|  ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬  ভোর ৪:৫৯
২৯ শে সেপ্টেম্বর, ২০১৬  ভোর ৪:৫৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন:  ভালো লাগছে । তয় সার্ভার কি হ্যাট্যাক হয়েগেলু নাকি?
ভালো লাগছে । তয় সার্ভার কি হ্যাট্যাক হয়েগেলু নাকি?
১৮|  ০১ লা অক্টোবর, ২০১৬  ভোর ৬:৪৬
০১ লা অক্টোবর, ২০১৬  ভোর ৬:৪৬
ডঃ এম এ আলী বলেছেন: লিখাটি দেখে গিয়েছিলাম, সার্ভার মেইনটিন্যন্স এর জন্য মন্তব্য করতে পারিনি । তবে তথ্যপুর্ণ লিখাটি পাঠে বেশ কিছু নতুন তথ্য জানা গেল । অনেক ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৬  ভোর ৬:০৫
২৭ শে সেপ্টেম্বর, ২০১৬  ভোর ৬:০৫
চাঁদগাজী বলেছেন:
এসব কস্টকর দিনের কথা পড়লে বুঝা যায়, বাংগালী কত কম বুদ্ধিমান ছিলেন!