|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
  
দ্য লাস্ট সাপার ইতালীয় চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চির আঁকা বিখ্যাত দেয়াল চিত্রকর্ম (ফ্রেস্কো)। মোনালিসার পর এই ছবিটিকেই লিওনার্দোর সেরা কীর্তি হিসেবে মনে করা হয়। ধারণা করা হয় ১৪৯৫-১৪৯৮ খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে ছবিটি আঁকা হয়েছিলো। ছবিটিতে মাঝখানে উপবিস্ট যিশুখ্রিস্টকে তার চারপাশে শিষ্যদের নিয়ে শেষ নৈশভোজরত অবস্থায় দেখা যাচ্ছে, যে নৈশভোজের বর্ণনা রয়েছে জনের সুসমাচারের ১৩:২১ ছত্রে যেখানে যিশু বর্ণনা করেন তার বারোজন শিষ্যের মধ্য হতে একজন পরদিনই তার সাথে বিশ্বাসঘাতকতা করবদ্যা লাস্ট সাপার দেয়ালচিত্রটি ৪৫০×৮৭০ সেন্টিমিটার আকারের (১৫ ফুট×২৯ফুট), এবং এটি শোভা পাচ্ছে ইতালির মিলানের সান্তা মারিয়া দেল গ্রেজির (Santa Maria delle Grazie) ডায়নিং হলের পিছনের দেয়ালে। ছবিটির প্রাথমিক বিষয়বস্তু হলেন যিশুখ্রিষ্ট ও তার বারোজন শিষ্য একত্রে নৈশভোজ সারছেন। খ্রিষ্টীয় ধারণানুযায়ী যিশুখ্রিষ্ট তার বারোজন শিষ্যকে নিয়ে মৃত্যুর আগে যে শেষ নৈশভোজ সারেন তাই যিশুর শেষ নৈশভোজ নামে পরিচিত। এই ভোজে যিশু তার বারোজন শিষ্যকে নিয়ে মদ পান করেন ও রুটি খান।  নৈশভোজে যিশু ঘোষণা করেন এই শিষ্যদেরই একজন পরদিন তার সাথে বিশ্বাসঘাতকতা করবে। আলোচ্য চিত্রে ফুটে ওঠেছে যিশু তার শিষ্যদেরকে এই কথাটি বলছেন আর তারা নিজেদের মধ্যে বলাবলি করছে কে সে বিশ্বাসঘাতক।ছবিতে যিশুর বারোজন শিষ্যকে তিনজনের একেকটা দলে ভাগ করে উপস্থাপন করা হয়েছে আর যিশুকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন যিশু সম্পূর্ণ মাঝখানে আলাদাভাবে উপস্থাপিত হয়েছেন। এই চিত্রটি তেরোজন পুরুষের একটি চিত্রকর্ম।
  নৈশভোজে যিশু ঘোষণা করেন এই শিষ্যদেরই একজন পরদিন তার সাথে বিশ্বাসঘাতকতা করবে। আলোচ্য চিত্রে ফুটে ওঠেছে যিশু তার শিষ্যদেরকে এই কথাটি বলছেন আর তারা নিজেদের মধ্যে বলাবলি করছে কে সে বিশ্বাসঘাতক।ছবিতে যিশুর বারোজন শিষ্যকে তিনজনের একেকটা দলে ভাগ করে উপস্থাপন করা হয়েছে আর যিশুকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন যিশু সম্পূর্ণ মাঝখানে আলাদাভাবে উপস্থাপিত হয়েছেন। এই চিত্রটি তেরোজন পুরুষের একটি চিত্রকর্ম। 
  
 
 লিওনার্দো দা ভিঞ্চি এ ছবিতে যিশুর মুখ ফুটিয়ে তোলার জন্য দীর্ঘ সময় নিয়েছিলেন বলে শোনা যায়, যাতে যিশুর মুখে অভিব্যক্তিহীন একটা আবহ ফুটিয়ে তোলা যায়।যিশুর শেষ নৈশভোজ নিয়ে বেশ কয়েকটি চিত্রকর্ম অঙ্কিত হয়েছে। তবে লিওনার্দোর আঁকা এই চিত্রই সবচেয়ে বিখ্যাত। এছাড়া তিনতোরেত্তো, সিমন উশাকভ, জ্যাকপ বাসানো এদের আঁকা লাস্ট সাপারের চিত্র শিল্পজগতে বেশ পরিচিত।
 ৩৮ টি
    	৩৮ টি    	 +১১/-০
    	+১১/-০  ০৯ ই জুলাই, ২০১৭  বিকাল ৩:৩০
০৯ ই জুলাই, ২০১৭  বিকাল ৩:৩০
ঠ্যঠা মফিজ বলেছেন: এটা নিয়ে পরে আরো একটা বড় পোস্ট দিমু আবার বিরক্ত হয়েন না ।
২|  ০৯ ই জুলাই, ২০১৭  বিকাল ৩:০৪
০৯ ই জুলাই, ২০১৭  বিকাল ৩:০৪
সামিয়া বলেছেন: ভালোলাগলো+
  ০৯ ই জুলাই, ২০১৭  বিকাল ৩:৩১
০৯ ই জুলাই, ২০১৭  বিকাল ৩:৩১
ঠ্যঠা মফিজ বলেছেন: শুভকামনা রইল ।
৩|  ০৯ ই জুলাই, ২০১৭  বিকাল ৩:৫৫
০৯ ই জুলাই, ২০১৭  বিকাল ৩:৫৫
কানিজ ফাতেমা বলেছেন: এই চিত্র কর্মটি নিয়ে আলোচনা এবং আগ্রহ যুগ যুগ ধরে একইরকমের আছে ।
শুভ কামনা রইল ।
  ০৯ ই জুলাই, ২০১৭  বিকাল ৪:৫২
০৯ ই জুলাই, ২০১৭  বিকাল ৪:৫২
ঠ্যঠা মফিজ বলেছেন: এইটা নিয়া আরো ভালো গবেষনা ধরকার ।
৪|  ০৯ ই জুলাই, ২০১৭  বিকাল ৪:০৬
০৯ ই জুলাই, ২০১৭  বিকাল ৪:০৬
চাঁদগাজী বলেছেন: 
ইতিহাসের সাক্ষী
  ০৯ ই জুলাই, ২০১৭  বিকাল ৪:৫৩
০৯ ই জুলাই, ২০১৭  বিকাল ৪:৫৩
ঠ্যঠা মফিজ বলেছেন: ঠিক ধরতে পেরেছেন ।
৫|  ০৯ ই জুলাই, ২০১৭  বিকাল ৪:১৯
০৯ ই জুলাই, ২০১৭  বিকাল ৪:১৯
ইমরান আশফাক বলেছেন: বাহ্।
  ০৯ ই জুলাই, ২০১৭  বিকাল ৪:৫৩
০৯ ই জুলাই, ২০১৭  বিকাল ৪:৫৩
ঠ্যঠা মফিজ বলেছেন: ধন্যবাদ ভাই ।
৬|  ০৯ ই জুলাই, ২০১৭  বিকাল ৪:৫০
০৯ ই জুলাই, ২০১৭  বিকাল ৪:৫০
গড়াই নদীর তীরে বলেছেন: ভালোই তো!
  ০৯ ই জুলাই, ২০১৭  বিকাল ৪:৫৫
০৯ ই জুলাই, ২০১৭  বিকাল ৪:৫৫
ঠ্যঠা মফিজ বলেছেন: সবই তো আপনাদের ভালোবাসা থেকে পাওয়া ।ধন্যবাদ ভাই ।
৭|  ০৯ ই জুলাই, ২০১৭  বিকাল ৪:৫৩
০৯ ই জুলাই, ২০১৭  বিকাল ৪:৫৩
গড়াই নদীর তীরে বলেছেন: খ্রিস্টান রা বিশ্বাস করে যিশু মদ পান করতেন?
  ০৯ ই জুলাই, ২০১৭  বিকাল ৪:৫৫
০৯ ই জুলাই, ২০১৭  বিকাল ৪:৫৫
ঠ্যঠা মফিজ বলেছেন: মনে হয় করেন ।
৮|  ০৯ ই জুলাই, ২০১৭  বিকাল ৫:১৯
০৯ ই জুলাই, ২০১৭  বিকাল ৫:১৯
নতুন বিচারক বলেছেন: অনেক কিছু জানা হলো । ধন্যবাদ পোস্টের জন্য।
  ১১ ই জুলাই, ২০১৭  সকাল ৭:০৭
১১ ই জুলাই, ২০১৭  সকাল ৭:০৭
ঠ্যঠা মফিজ বলেছেন: আপনাকেও পড়ার জন্য অনেক ধন্যবাদ ভাই বিচারক ।
৯|  ০৯ ই জুলাই, ২০১৭  বিকাল ৫:৪০
০৯ ই জুলাই, ২০১৭  বিকাল ৫:৪০
মামুন ইসলাম বলেছেন: চমৎকার পোস্ট ।
  ১১ ই জুলাই, ২০১৭  সকাল ৭:০৮
১১ ই জুলাই, ২০১৭  সকাল ৭:০৮
ঠ্যঠা মফিজ বলেছেন: অনেক ধন্যবাদ মামুন ভাই ।
১০|  ০৯ ই জুলাই, ২০১৭  রাত ৮:১৪
০৯ ই জুলাই, ২০১৭  রাত ৮:১৪
ক্লে ডল বলেছেন: ভাল লাগল। আরো জানতে ইচ্ছা হল।
  ১১ ই জুলাই, ২০১৭  সকাল ৭:০৯
১১ ই জুলাই, ২০১৭  সকাল ৭:০৯
ঠ্যঠা মফিজ বলেছেন: ধন্যবাদ ক্লে ডল ভাই । দেখি আরো পারলে লেখবো ।
১১|  ০৯ ই জুলাই, ২০১৭  রাত ৮:২৬
০৯ ই জুলাই, ২০১৭  রাত ৮:২৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর।
  ১১ ই জুলাই, ২০১৭  সকাল ৭:১২
১১ ই জুলাই, ২০১৭  সকাল ৭:১২
ঠ্যঠা মফিজ বলেছেন: ধন্যবাদ ভাই ।
১২|  ০৯ ই জুলাই, ২০১৭  রাত ১০:২৬
০৯ ই জুলাই, ২০১৭  রাত ১০:২৬
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অনেক ভাল লেগেছে জনাব!
  ১১ ই জুলাই, ২০১৭  সকাল ৭:১৩
১১ ই জুলাই, ২০১৭  সকাল ৭:১৩
ঠ্যঠা মফিজ বলেছেন: ধন্যবাদ ফরিদ ভাই ।
১৩|  ০৯ ই জুলাই, ২০১৭  রাত ১১:৫০
০৯ ই জুলাই, ২০১৭  রাত ১১:৫০
স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: পাঠে মুগ্ধ ভালো লাগা রইলো !
  ১১ ই জুলাই, ২০১৭  সকাল ৭:১৫
১১ ই জুলাই, ২০১৭  সকাল ৭:১৫
ঠ্যঠা মফিজ বলেছেন: অনেক ধন্যবাদ আর শুভকামনা আপনার জন্য।
১৪|  ১০ ই জুলাই, ২০১৭  রাত ১:০৯
১০ ই জুলাই, ২০১৭  রাত ১:০৯
আলভী রহমান শোভন বলেছেন: সুন্দর পোস্ট। মজার ব্যাপার হল বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম প্রেজেন্টেশন এই চিত্রকর্ম নিয়েই দিয়েছিলাম। 
  ১১ ই জুলাই, ২০১৭  সকাল ৭:১৬
১১ ই জুলাই, ২০১৭  সকাল ৭:১৬
ঠ্যঠা মফিজ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই । ভালো কাজ করেছেন।
১৫|  ১০ ই জুলাই, ২০১৭  রাত ১:৩৭
১০ ই জুলাই, ২০১৭  রাত ১:৩৭
ধ্রুবক আলো বলেছেন: ভালো লাগলো।
  ১১ ই জুলাই, ২০১৭  সকাল ৭:২৩
১১ ই জুলাই, ২০১৭  সকাল ৭:২৩
ঠ্যঠা মফিজ বলেছেন: মন্তব্যে কৃতজ্ঞতা ভাই ।
১৬|  ১০ ই জুলাই, ২০১৭  রাত ১:৩৮
১০ ই জুলাই, ২০১৭  রাত ১:৩৮
ধ্রুবক আলো বলেছেন: হুমায়ুন আহমেদ স্যার হিমুর আছে জল বইটাতে দ্যা লাস্ট সাপারের কিছু অংশ নিয়ে লিখেছিলেন।
  ১১ ই জুলাই, ২০১৭  সকাল ৭:২৫
১১ ই জুলাই, ২০১৭  সকাল ৭:২৫
ঠ্যঠা মফিজ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই মনে করিয়ে দেয়ার জন্য ।
১৭|  ১০ ই জুলাই, ২০১৭  সকাল ৭:২৬
১০ ই জুলাই, ২০১৭  সকাল ৭:২৬
ব্লগ মাস্টার বলেছেন: আমার কাছেও ভালো লাগলো লেখাটি পড়ে ।
  ২২ শে জুলাই, ২০১৭  সকাল ৭:৩৬
২২ শে জুলাই, ২০১৭  সকাল ৭:৩৬
ঠ্যঠা মফিজ বলেছেন: ধন্যবাদ ভাই ।
১৮|  ১০ ই জুলাই, ২০১৭  সকাল ১০:৪০
১০ ই জুলাই, ২০১৭  সকাল ১০:৪০
ব্লগ সার্চম্যান বলেছেন: নাজানা কথা আপনার জন্য জানা হলো ।
  ২২ শে জুলাই, ২০১৭  সকাল ৭:৩৮
২২ শে জুলাই, ২০১৭  সকাল ৭:৩৮
ঠ্যঠা মফিজ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই ।
১৯|  ১০ ই জুলাই, ২০১৭  দুপুর ১২:১৪
১০ ই জুলাই, ২০১৭  দুপুর ১২:১৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: নৈশভোজে যিশু ঘোষণা করেন এই শিষ্যদেরই একজন পরদিন তার সাথে বিশ্বাসঘাতকতা করবে। !!
কি বিস্ময়কর ক্ষমতা আর সত্যানুভবে নবী রাসূল অলীআল্লাহ গণের জীবন!
পোষ্টে ++++
  ২২ শে জুলাই, ২০১৭  সকাল ৭:৩৭
২২ শে জুলাই, ২০১৭  সকাল ৭:৩৭
ঠ্যঠা মফিজ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই ।
©somewhere in net ltd.
১| ০৯ ই জুলাই, ২০১৭  দুপুর ২:৫৯
০৯ ই জুলাই, ২০১৭  দুপুর ২:৫৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: পাঠে বরাবরের মতই মুগ্ধতা এবং যথারীতি প্রিয়তে.................