![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্যাচালের কিছু নাই তারা যদি রোহিঙ্গাদের সয়সন্মানে এবং নিরাপদ নিশ্চিত করে ফিরিয়ে নেয় তাহলে ভালো
আর না হলে সিটমহল সিস্টেমে রাখাইন রাজ্য বাংলাদেশের সাথে সংযোগ করে দিতে হবে । এ ছাড়া আর কোন
রাস্তা খোলা নাই। কেননা আমাদের বাংলাদেশের মত একটি দরিদ্র দেশই বা কয়দিন তাদের সাহায্য করবে ?
অন্যান্য দেশ যারা বাংলাদেশের পাশে থেকে রোহিঙ্গাদের সাহায্য করতে চেয়েছে তারাই যে সব সময় বাংলাদেশের
সাথে থেকে রোহিঙ্গাদের সাহায্য করবে তারই নিশ্চয়তা কি বা কে দিবে সে নিশ্চয়তা ? তাই আবারো বলছি মিয়ানমারকে
হয়ত রোহিঙ্গাদের সসন্মানে ফিরিয়ে নিতে হবে নয়ত রাখাইন রাজ্য আমাদেরকে দিয়ে দিতে হবে ।
রাখাইন রাজ্য থাকবে বাংলাদেশের ভিতরে । সোজা সাপটা কথা তখন একদিকে রোহিঙ্গাদের যেমন কোন সমস্যা
থাকবে না তেমন রোহিঙ্গারা পাবে বাংলাদেশের নাগরিত্ব ।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৩৪
ঠ্যঠা মফিজ বলেছেন: বড় ভাবনার কথা কইছেন ।ভাই ।
২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৩১
মোঃ তানজিল আলম বলেছেন: যাইতে কইছে, রাখাইন লেইখ্যা দেওয়ার জন্য বার্মা তো রেডি আছে।
এইসব আজগুবি দাবি আবদার করতে যাউক না, চীন হাঁতে হ্যারিকেন ধরিয়ে দিবে।।
রাখাইন খালি করার মুল উদ্দেশ্য চীনের।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৩৫
ঠ্যঠা মফিজ বলেছেন: প্রয়োজনে যুদ্ধ করতে হবে ।
৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৩১
ব্লগ সার্চম্যান বলেছেন: হয় রোহিঙ্গাদের ফিরিয়ে নে নয়ত রাখাইন রাজ্য আমাদেরকে দিয়ে দে ঠিক কথাই বলেছেন মফিজ ভাই ।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৩১
ঠ্যঠা মফিজ বলেছেন: প্রয়োজনে যুদ্ধ করবো।
৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৫৬
প্রশ্নবোধক (?) বলেছেন: মানুষ যেমন মানব বন্ধন করে দাবী জানায় , কিন্তু নিজেই জানেনা কার কাছে জানাচ্ছে। তেমনি সামু বার্মিজরা পড়ে না। পড়লে হয়তো রাখাইন আপনার পাওয়ার চান্স ছিল।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:২৮
ঠ্যঠা মফিজ বলেছেন: আমি পেলে আপনাকে দিয়ে দেবো।
৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৫
চাঁদগাজী বলেছেন:
বর্তমান বিশ্বের বাস্তবতা বুঝতে আপনার সময় লাগবে
২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৩১
ঠ্যঠা মফিজ বলেছেন: এটা ঠিক বলছেন আপনি আমার মাথায় আবার পুষ্টি একটু কম।
৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:০৫
টারজান০০০০৭ বলেছেন: পৃথিবীর ইতিহাসেই দেহা যায় , যুদ্ধবাজ জাতিরাই পৃথিবী শাসন করে ! তাই উদীয়মান শক্তিরাও মাঝে মাঝেই হুঙ্কার ছাড়ে ! ব্রিটিশরা বাঙ্গালীরে বহু আগেই মার্শাল রেস্ থেকে বাদ দিয়াছে ! ৬৫ তে , ৭১ এ মার্শাল রেশ হওয়ার যে গর্ব দেখা গিয়াছিল, তাহা পরবর্তীতে নিজের পাছা মারিতেই ক্ষয় হইয়াছে ! এহন আর অবশিষ্ট নাই ! এহন বাঙালি পশ্চাৎদেশ ভাড়া দিয়া হইলেও শান্তিকামী ! এজন্যই ইটের বদলে কূটনীতিই ভরসা ! পাটকেল নহে !
২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:২৮
ঠ্যঠা মফিজ বলেছেন: সুন্দর কমেন্ট।
৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪০
অনল চৌধুরী বলেছেন: রোহিঙ্গারা সচেতন হয়ে ভবিষ্যতে গণভোটের সাধ্যমে বাংলাদেশের সাথে যুক্ত হতে পারে।যেমক এক হয়েছিল দুই জামার্নী,রুশভাষী ক্রিমিয়ার জনগণ যোগ দিয়েছে রাশিয়ার সাথে।এজন্যই হয়তো তাদের তাড়ানো হচ্ছে।আর তাদের সম্পদ আর জমি লুটের লোভ তো আছেই।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:২৯
ঠ্যঠা মফিজ বলেছেন: ঠিক বলেছেন ভাই।
©somewhere in net ltd.
১|
২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:২৮
বারিধারা বলেছেন: মায়ানমারের াল ফেলারও ক্ষমতা বাংলাদেশ বা রোহিঙ্গাদের কারো নাই। এই অকর্মণ্যেরা কিছুই করতে পারবেনা যদিনা বহির্বিশ্ব করুণা করে আমাদের জন্য কিছু করে না দেয়। কিন্তু তার জন্য বাংলাদেশের পক্ষ থেকে চাপ সৃষ্টি করতে হবে - অকর্মণ্যদের কাছ থেকে তা আশা করা যায়না।